X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

‘সবাই মিলে সুরক্ষিত থাকি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০২১, ২০:১০আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ২০:১০

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কনভেনশন হল, হোটেল ইন্টারকন্টিনেটালের অপর দিকে। বিএসএমএমইউয়ের টিকাদান কর্মসূচি চলছে এখানেই। গত ৭ দিন ধরে দেশে চালু হওয়া করোনা টিকাদান কর্মসূচিতে এই কেন্দ্রেই সবচেয়ে বেশি মানুষ টিকা নিয়েছেন।

ভবনটি নতুন বলে এখনও চারিদিক ঝকঝকে। ব্যবস্থাপনাও ভালো, অন্তত যারা টিকা নিয়েছেন এখানে তারাই বলছেন এ কথা। এখানে রয়েছে টিকা দেবার জন্য ৮টি বুথ।

সেরকম একটি বুথেই টিকা নিলেন গোপীবাগ থেকে আসা নুরুন নাহার বেগম, বয়স ৭৩। হাড় ক্ষয়ের সমস্যার কারণে গত ১৬ বছর ধরেই হুইল চেয়ারে করে চলাফেরা তার। ডায়াবেটিস-উচ্চরক্তচাপ সবই রয়েছে। তবে সেসবই কন্ট্রোলে তার।

‘সবাই মিলে সুরক্ষিত থাকি’ রেজিস্ট্রেশন করেছেন গত ১০ ফেব্রুয়ারি, এরপর ক্ষুদে বার্তা পেয়ে আজ ( ১৪ ফেব্রুয়ারি) এসেছেন টিকা নিতে।

মা নুরুন নাহার বেগমকে নিয়ে এসেছেন বিশ্ববিদ্যালয়ের সার্জারি বিভাগের চিকিৎসক সৈয়দ মোহাম্মদ তৌহিদ। তিনি বলেন, মায়ের যে বয়স, রয়েছে অন্যান্য সমস্যাও। তাই অনেক বেশি ঝুঁকিপূর্ণ, সেজন্যই টিকা দিয়ে নিলাম। অনেকেই ভয় পাচ্ছেন, কিন্তু আমার পরিচিত কারও কোনও সিভিয়ার সমস্যার কথা শুনিনি, আসলে হয়নি। তাই মাকে টিকা দিতে নিয়ে এলাম।   

এত কষ্ট করে কেন টিকা দিতে এলেন জানতে চাইলে নুরুন নাহার বলেন, ছোটবেলায় ছেলেমেয়েদের টিকা দিয়েছিলাম তাদেরকে সুরক্ষিত রাখার জন্য, এবার আমি নিলাম-সেটাও সুরক্ষিত থাকার জন্য। কতদিন ধরেইতো টিকা নিয়ে কত কথা শুনছি। কিন্তু আমি সবাইকে বলতে চাই, আমি এই বয়সে হুইল চেয়ারে করে বসে টিকা নিতে এসেসি সবাই মিলে সুরক্ষিত থাকার জন্য।

কারও সুযোগ থাকলে কেউ যেন টিকা নিতে অবহেলা করবেন না, সবাই মিলে টিকা নিলে সবাই মিলেই সুরক্ষিত থাকবো-আর এটাই করোনা থেকে বাঁচার অন্যতম পথ। তবে সেই সঙ্গে মাস্ক পরা থেকে শুরু করে মানতে হবে অন্যান্য স্বাস্থ্যবিধি।

টিকা নেওয়ার সময় কোনও অসুবিধা হয়েছে কীনা জানতে চাইলে নুরুন নাহার বেগম বলেন, একদমই টের পাইনি, টিকা দেওয়া হয়েছে প্রায় ২০ মিনিট পার হয়ে গেল, কিন্তু সব স্বাভাবিক, কিছুই মনে হচ্ছে না।

৭৭ বছরের মোহাম্মদ আবুল হাসেম আর ৭৩ বছরের রোকেয়া বেগমকে নিয়ে এসেছেন ছেলে শিবলি নোমান।

তিনি বলেন, অনেক আলোচনা হয়েছে টিকা নিয়ে। এখন আর ভয় নেই, টিকা দেওয়াটাই এখন প্রধান কাজ। আর টিকা দেবার পর মানসিকভাবে বলিয়ান হবো-এটাই এখন মোদ্দা কথা।

‘সবাই মিলে সুরক্ষিত থাকি’ এক হাতে লাঠি আরেক হাতে ধরা ছেলের হাত। ধীর পায়ে হেঁটে এখানে আসেন ৭৫ বছরের আয়েশা মজুমদার।

এই সেন্টারে টিকা নিতে এসেছেন আরও অনেকেই। তারা বলছেন, টিকা নিয়ে প্রথম দিকে একটু ভয় কাজ করছিল, কিন্তু যখন দেখছি সবাই নিচ্ছে, তখন আর ভয় রেখে কী হবে। এখন যত দ্রুত সম্ভব টিকা নিয়ে নিজেকে সুরক্ষিত থাকতে হবে। আর সবাই মিলে যদি সুরক্ষিত থাকি তাহলেই আমরা রক্ষা পাবো-বলছেন তারা।

 

/জেএ/এফএএন/
সম্পর্কিত
করোনা শনাক্তের হার ৮ শতাংশ ছাড়ালো
দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট জেএন.১ শনাক্ত
দ্রুত করোনার টিকা দেওয়ার নির্দেশ
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী