X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১
বারডেম ও ঢাবির যৌথ গবেষণা

টাইপ-২ ডায়বেটিক রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ‘কারকুমা ইমিউন প্লাস’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২৩, ১৩:৩৮আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ১৩:৩৮

টাইপ-২ ডায়বেটিক রোগীদের ক্ষেত্রে টারমারিক (হলুদ) নির্ভর ফর্মুলেটেড ফাংশনাল ফুড ‘কারকুমা ইমিউন প্লাস’ কোনও পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই কোষীয় পর্যায়ে অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে আনে, সেই সঙ্গে অ্যান্টিঅক্সিডেন্ট বৃদ্ধি করার মাধ্যমে রোগীদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। সম্প্রতি বাংলাদেশ ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ইন ডায়াবেটিস, এন্ডোক্রাইন অ্যান্ড মেটাবলিক ডিজঅর্ডারস (বারডেম) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক যৌথ গবেষণায় এ তথ্য উঠে আসে।

শনিবার (২৮ জানুয়ারি) রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে ‘ইফেক্টস অব কারকুমা ইমিউন প্লাস (অ্যা টারমারিক বেজড ফর্মুলেটেড ফাংশনাল ফুড) অন অক্সিডেটিভ স্ট্রেস, অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্ড লিভার ফাংশন স্ট্যাটাস ইন টাইপ-২ ডায়বেটিক অ্যাডাল্ট পেশেন্টস’ শীর্ষক গবেষণাটির রিপোর্ট প্রকাশ করা হয়।

গবেষণার প্রধান গবেষক (প্রিন্সিপ্যাল ইনভেস্টিগেটর) ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্সের পরিচালক ও অধ্যাপক ড. খালেদা ইসলাম। বারডেমের রিসার্চ অ্যান্ড ল্যাবরেটরি সায়েন্স বিভাগের পরিচালক অধ্যাপক ডা. এম শওকত হাসানের সরাসরি তত্ত্বাবধানে বারডেম জেনারেল হাসপাতালে গবেষণার ক্লিনিকাল ট্রায়েল সম্পন্ন হয়। এছাড়াও কারকুমা ইমিউন প্লাসের নিরাপদতা এবং কার্যকারিতা যাচাইয়ের উদ্দেশ্যে চার জন কো- ইনভেস্টিগেটর, তিন জন রিসার্চ অ্যাসিস্টেন্ট এবং একজন কনসালট্যান্ট এই গবেষণায় অংশ নেন।

গবেষণা প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ডায়বেটিক সমিতির সভাপতি এবং জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ডায়বেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন।

গবেষণার উদ্দেশ্য সম্পর্কে গবেষকরা জানান, বিশ্বের জনসংখ্যা খুব দ্রুত বাড়ছে, আর বিবর্তিত পরিবেশের ফলে নানাভাবে প্রভাবিত হচ্ছে মানুষের আয়ু ও সুস্থতা। তাই স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে এখন আমাদের আগের চেয়েও বেশি সচেতন ও যত্নবান হওয়া প্রয়োজন। বিশেষ করে, টাইপ-২ ডায়বেটিসে ভোগার কারণে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তাদের ক্ষেত্রে এ বিষয়টি আরও বেশি গুরুত্ব বহন করে। বিষয়টিকে বিবেচনায় রেখে প্রাপ্তবয়স্ক টাইপ-২ ডায়বেটিক রোগীর ক্ষেত্রে অক্সিডেটিভ স্ট্রেস, অ্যান্টিঅক্সিডেন্ট ও লিভারের সুস্থতার সাথে কারকুমা ইমিউন প্লাসের সম্পৃক্ততা ও কার্যকারিতা যাচাই করতে এই গবেষণা পরিচালনা করে বারডেম ও ঢাকা বিশ্ববিদ্যালয়।

প্রতিবেদনে বলা হয়, গবেষণায় অংশগ্রহণকারী ৯৪ জন স্বেচ্ছাসেবকদের গড় বয়স ১৮-৬০ বছর। গবেষণায় অংশগ্রহণকারী দলের সদস্যদের ৩০ দিন পর্যবেক্ষণের পর দেখা যায়, কারকুমা ইমিউন প্লাস সেবনের ফলে তাদের শরীরে অক্সিডেটিভ স্ট্রেসের বায়ো-মার্কার ম্যালোনডিঅ্যালডিহাইড (এমডিএ) শতকরা ২৩ ভাগ কমে গিয়েছে এবং  অ্যান্টিঅক্সিডেন্টের বায়ো-মার্কার (টিএসি, এসওডি এবং জিএসটিএম১) যথাক্রমে শতকরা ৪৫, ৬৩ ও ৫৮ ভাগ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে লিভার ফাংশনের বায়োমার্কার (সিরাম এসজিপিটি এবং এসজিওটি) এবং কিডনি ফাংশনের বায়োমার্কার (সিরাম ক্রিয়েটিনিন) এর মাত্রায় উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হয়নি। উক্ত গবেষণার ফলাফল প্রমান করে যে, কারকুমা ইমিউন প্লাস টাইপ-২ ডায়বেটিক রোগীদের ক্ষেত্রে কোনো ধরণের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে আনে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

উল্লেখ্য, কারকুমা ইমিউন প্লাস একটি বায়োএক্টিভ উপাদান (কারকিউমিন, হলুদ, দারুচিনির নির্যাস, আদার নির্যাস, লবঙ্গের নির্যাস এবং গোলমরিচের নির্যাস) সমৃদ্ধ ফর্মুলেটেড পণ্য, যা অর্গানিক নিউট্রিশন লিমিটেড কতৃক উৎপাদিত। অর্গানিক নিউট্রিশন লিমিটেড বাংলাদেশের প্রথম সনদপ্রাপ্ত অর্গানিক ফাংশনাল ফুড উৎপাদনকারী প্রতিষ্ঠান, যারা দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে অর্গানিক ফাংশনাল ফুড নিয়ে গবেষণা এবং ফাংশনাল ফুডের স্বাস্থ্য সহায়ক ভূমিকা নিয়ে দেশে জনসচেতনতা তৈরিতে নিরলস কাজ করে যাচ্ছে।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সন্ধ্যা নামিল শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিল শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ চাইলেন রাষ্ট্রপতি
বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ চাইলেন রাষ্ট্রপতি
মুগদায় উচ্ছেদ অভিযান স্থগিত করলেন হাইকোর্ট
মুগদায় উচ্ছেদ অভিযান স্থগিত করলেন হাইকোর্ট
তাপপ্রবাহে স্বাস্থ্য অধিদফতরের ৮ নির্দেশনা
তাপপ্রবাহে স্বাস্থ্য অধিদফতরের ৮ নির্দেশনা
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা