X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

বকেয়া ভাতা পাচ্ছেন বিএসএমএমইউ’র নন-রেসিডেন্ট চিকিৎসকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২৩, ১৯:১০আপডেট : ১৫ জুন ২০২৩, ১৯:১০

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নন-রেসিডেন্ট চিকিৎসকদের বকেয়া ভাতা বাবদ ৩৬ কোটি টাকার চেক বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। খুব দ্রুত তাদের বকেয়া পরিশোধ করা হবে বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। তিনি জানান, চেক ভাঙিয়ে টাকা আসতে যতক্ষণ, তারপরই দিয়ে দেওয়া হবে।

জানা গেছে, বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয় থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদকে নন-রেসিডেন্ট চিকিৎসকদের বৃত্তির বকেয়া প্রায় ৩৬ কোটি টাকার চেক দেওয়া হয়।

প্রসঙ্গত, মাসিক ভাতা বৃদ্ধি, বকেয়া ভাতা পরিশোধ এবং ভাতা নিয়মিত দেওয়ার দাবিতে আন্দোলন করে আসছিলেন বিএসএমএমইউ’র পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট প্রশিক্ষণার্থী পাঁচ শতাধিক চিকিৎসক।

চিকিৎসকরা জানান,  ২০১৯-২০ সেশন থেকে নন-রেসিডেন্স কোর্সের শিক্ষার্থীদের প্রতি মাসে ২০ হাজার টাকা করে মাসিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়। ২০১৯-২০ সেশনের শিক্ষার্থীরা সেই ভাতা নিয়মিত পেলেও এর পরের বছর থেকেই তা অনিয়মিত হয়ে যায়। ২০২২-২৩ সেশনের নন-রেসিডেন্ট চিকিৎসকরা ১২ মাসের মধ্যে মাত্র ৩ মাসের ভাতা পেয়েছেন, বাকি ৯ মাসই বকেয়া রয়েছে। কোর্সে থাকাকালীন অন্য কোনও চাকরি, ডিউটি, চেম্বার ইত্যাদি করার অনুমতি না থাকায় এই কোর্সের ডাক্তাররা মানবেতর জীবন-যাপন করছেন বলে জানান তারা।

গত ১৩ জুন বকেয়া ভাতার দাবিতে চিকিৎসকরা বিএসএমএমইউ’র ভিসি কার্যালয়ের সামনে অবস্থান নেন। ওইদিন তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকারের সঙ্গে আলাপ করে বকেয়া ভাতা পরিশোধের আশ্বাস দেন তিনি। এ সময় চিকিৎসকরা সাত দিনের মধ্যে বকেয়া পরিশোধের দাবি জানান, অন্যথায় কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দেন।

 

 

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারিঅফিস টাইমে চিকিৎসক প্রাইভেট প্র্যাকটিসে থাকলে ব্যবস্থা
স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারিচিকিৎসকের ওপর হামলা ও রোগীর প্রতি অবহেলা সহ্য করা হবে না
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
সর্বশেষ খবর
গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন
গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন
‘সরকারকে যারা চাপ দেবে তারা নিজেরাই যথেষ্ট চাপে রয়েছে’
‘সরকারকে যারা চাপ দেবে তারা নিজেরাই যথেষ্ট চাপে রয়েছে’
তাইওয়ান প্রণালীতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
তাইওয়ান প্রণালীতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
দলবল নিয়ে উঠান বৈঠকে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ বদির বিরুদ্ধে
দলবল নিয়ে উঠান বৈঠকে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ বদির বিরুদ্ধে
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম