X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বালু ভাস্কর্যে বঙ্গবন্ধু, ভাষাসৈনিক ও মুক্তিযোদ্ধাদের অবয়ব

পটুয়াখালী প্রতিনিধি
১৭ মার্চ ২০২১, ২১:৫৯আপডেট : ১৭ মার্চ ২০২১, ২১:৫৯

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের বালিয়াড়িতে নির্মিত বৃহত্তম বালু ভাস্কর্য সব মানুষের জন্য উন্মুক্ত করা হয়েছে। বুধবার (১৭ মার্চ) সন্ধ্যায় বরিশাল বিভাগীয় পুলিশ কমিশনার শফিকুল ইসলাম এ ভাস্কর্য উদ্বোধন করেন। এসময় জেলা আওয়ামী লীগের নেতারাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাতে বর্ণিল আতশবাজি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাষ্ট্রভাষা বাংলা চাই

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতা দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে জেলা পুলিশ এ ভাস্কর্যটি নির্মাণের উদ্যোগ নেয়। গত ৯ মার্চ খুলনা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ৬ শিক্ষার্থী বালু দিয়ে এই ভাস্কর্য নির্মাণ কাজ শুরু করেন। জিরো পয়েন্টের ১০০ গজ পূর্বদিকে অবস্থিত এ বালু ভাস্কর্যের প্রধান ফটকে রাখা হয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি। পূর্ব ও পশ্চিম পাশে তুলে ধরা হয়েছে ৫২’র ভাষা আন্দোলন থেকে মহান স্বাধীনতা দিবসের প্রেক্ষাপট। ভাস্কর্যটি এক নজর দেখতে ভিড় জমিয়েছেন কুয়াকাটায় আগত পর্যটকসহ স্থানীয়রা।

বাংলার বুকে শেখ মুজিব

উল্লেখ্য, ১৯২০ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তাঁর গতিশীল নেতৃত্ব পাকিস্তানি শাসকদের শোষণ এবং নিপীড়নের বিরুদ্ধে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। তার নির্দেশনায় দীর্ঘ ৯ মাস মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে একদল কুচক্রী সেনা সদস্যের হাতে সপরিবারে নিহত হন বঙ্গবন্ধু। সেসময় দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যাওয়া দুই মেয়ের মধ্যে শেখ হাসিনা এখন আওয়ামী লীগ সভাপতি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী। অপর মেয়ে শেখ রেহানা দলের গুরুত্বপূর্ণ পদে না থাকলেও সবসময় শেখ হাসিনার পাশে রয়েছেন।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা