X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ঈদকে কেন্দ্র করে ব্যস্ততা বেড়েছে গাজীপুরের রিসোর্টগুলোতে

রায়হানুল ইসলাম আকন্দ, গাজীপুর
১৭ আগস্ট ২০১৮, ১৮:২৪আপডেট : ১৭ আগস্ট ২০১৮, ১৮:৪৫

ঈদকে কেন্দ্র করে ব্যস্ততা বেড়েছে গাজীপুরের রিসোর্টগুলোতে ঈদের ছুটিতে রাজধানী ঢাকায় থেকে যাওয়া অনেকে বেড়ানোর ক্ষেত্রে গাজীপুরের নিরিবিলি ছায়াঘেরা পরিবেশ বেছে নেন। তাদের উপভোগের জন্য এই জেলায় গড়ে উঠেছে শতাধিক রিসোর্ট। ঈদুল আজহাকে সামনে রেখে ইতোমধ্যে অনেক রিসোর্ট বুকিং হয়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জেলার পিকনিক স্পটগুলোতেও লেগেছে নতুন সাজ। সব মিলিয়ে ঈদকে কেন্দ্র করে ব্যস্ততা বেড়েছে গাজীপুরের রিসোর্ট ও পিকনিক স্পটগুলোতে।

ঈদকে কেন্দ্র করে ব্যস্ততা বেড়েছে গাজীপুরের রিসোর্টগুলোতে সদর উপজেলার বাঘেরবাজার এলাকার পিকনিক স্পট সাবাহ গার্ডেনের ব্যবস্থাপক মনির হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, ঈদ উপলক্ষে সেখানে দৃশ্যমান কিছু রং করা হয়েছে। আগের সব প্রাণী ভাস্কর্যে রং দেওয়া হচ্ছে। পার্কের অভ্যন্তরে পর্যটকদের বেড়ানোর পথগুলো আগাছামুক্ত করা হচ্ছে।

ঈদকে কেন্দ্র করে ব্যস্ততা বেড়েছে গাজীপুরের রিসোর্টগুলোতে সাবাহ গার্ডেনের আরেক কর্মকর্তা আবুল বাসার বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, সেখানে ছোটখাটো কিছু রাইডেও রংবেরঙের সাজসজ্জা দেওয়া হয়েছে। তার কথায়, ‘ঈদে দর্শনার্থীদের চাপ একটু বেশি থাকে। প্রতিদিন কমপক্ষে ৫০০ দর্শনার্থীর আসেন আমাদের গার্ডেনে। ঈদের দিন থেকে সপ্তাহব্যাপী এমন চিত্র দেখা যাবে।’

ঈদকে কেন্দ্র করে ব্যস্ততা বেড়েছে গাজীপুরের রিসোর্টগুলোতে গাজীপুরের আরেক দর্শনীয় স্থান বঙ্গবন্ধু সাফারি পার্ক। এর ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বনে উন্মুক্ত রয়েল বেঙ্গল টাইগার ও ভালুকের বাচ্চাসহ নতুন-পুরনো জেব্রা, ময়ূর, সিংহ ও বিরল প্রজাতির কিছু প্রাণিবৈচিত্র্য দর্শনার্থীদের আকর্ষণ করবে। তাদের বরণ করতে সাফারি পার্ক কর্মকর্তা-কর্মচারীরা প্রস্তুত রয়েছে। প্রাণিজগৎ দর্শনের জন্য আছে বিশেষায়িত বাসের ব্যবস্থা।’

ঈদকে কেন্দ্র করে ব্যস্ততা বেড়েছে গাজীপুরের রিসোর্টগুলোতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর বাজারের পূর্বদিকে অবস্থিত গ্রিনটেক রিসোর্টের ব্যবস্থাপক আতিকুর রহমানের দাবি, ইতোমধ্যে তাদের প্রায় অর্ধেক রুম বুকিং হয়ে গেছে। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন,‘গাজীপুর জেলায় শতাধিক পিকনিক স্পট ও রিসোর্ট রয়েছে। সবক‘টিতেই পর্যটকদের চাপ থাকে ঈদে।’

ঈদকে কেন্দ্র করে ব্যস্ততা বেড়েছে গাজীপুরের রিসোর্টগুলোতে গ্রিনটেক রিসোর্টে কক্ষ রয়েছে ৭৩টি। প্রতিটি কক্ষ দুজন বসবাসের উপযোগী। ঈদ উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্ন করে রিসোর্টে দেওয়া হয়েছে বাড়তি সাজ। ডিলাক্স ও ওয়াটার বাংলোর জন্য রয়েছে আলাদা প্যাকেজ। ডিলাক্স কক্ষের ভাড়া প্রতি দুজনের ক্ষেত্রে ৫ হাজার ৯০০ টাকা। এরসঙ্গে রয়েছে ২৩ ও ২৪ আগস্ট বারবিকিউ ও সুইমিংপুলের সুবিধা। ওয়াটার বাংলোর ভাড়া প্রতি দুজনের ক্ষেত্রে ৭ হাজার ৯০০ টাকা। এক্ষেত্রেও রয়েছে বারবিকিউ ও সুইমিংপুলের সুবিধা।

ঈদকে কেন্দ্র করে ব্যস্ততা বেড়েছে গাজীপুরের রিসোর্টগুলোতে এদিকে গাজীপুরে ঈদের দিন সকাল থেকে পরবর্তী সাত দিন পর্যন্ত বাড়তি নিরাপত্তা বজায় রাখতে দায়িত্ব পালন করবে ট্যুরিস্ট পুলিশ। ট্যুরিস্ট পুলিশ গাজীপুর সাব জোনের পরিদর্শক আমিনুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সরকারি বিভিন্ন পর্যটন স্পট ও বিনোদন কেন্দ্রগুলোতে মেটাল ডিটেক্টর দিয়ে নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা রাখা হয়েছে। বেসরকারি রিসোর্ট ও বিনোদন কেন্দ্রগুলোতে ট্যুরিস্ট পুলিশ টহল দেবে। ঈদ উপলক্ষে যেকোনও ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বাড়তি জনবল থাকবে গাজীপুর ট্যুরিস্ট পুলিশে।’

/জেএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিলেটে এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার মিট
সিলেটে এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার মিট
ডি মারিয়ার সঙ্গে চুক্তির গুঞ্জনে যা বললেন মায়ামি কোচ
ডি মারিয়ার সঙ্গে চুক্তির গুঞ্জনে যা বললেন মায়ামি কোচ
রাজশাহীতে হাসান আজিজুল হক সাহিত্য উৎসব, পদক পাচ্ছেন ৬ জন
রাজশাহীতে হাসান আজিজুল হক সাহিত্য উৎসব, পদক পাচ্ছেন ৬ জন
এই সরকার ভোটে নির্বাচিত নয়, সেজন্য জনগণকে তারা ভয় পায়: ড. মঈন খান
এই সরকার ভোটে নির্বাচিত নয়, সেজন্য জনগণকে তারা ভয় পায়: ড. মঈন খান
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে