X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

জাম্বুরি পার্কে ধূমপান, বাদাম ও গোসল নিষিদ্ধ

হুমায়ুন মাসুদ, চট্টগ্রাম
০৮ সেপ্টেম্বর ২০১৮, ২০:৫৯আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৮, ২১:১৫

জাম্বুরি পার্কে ধূমপান, বাদাম ও গোসল নিষিদ্ধ বন্দরনগরী চট্টগ্রামের আগ্রাবাদে গড়ে তোলা জাম্বুরি পার্কে ধূমপান, বাদাম খাওয়া ও এর জলাধারে গোসল নিষিদ্ধ বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন। তিনি বলেছেন, ‘দৃষ্টিনন্দন এই পার্ক চট্টগ্রামবাসীর জন্য তৈরি করা হয়েছে। এটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সবার। এখানে কেউ ধূমপান ও বাদাম খাওয়া যাবে না। আর পার্কে নির্মিত চৌবাচ্চায় গোসল করা যাবে না।’

শনিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাম্বুরি পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী। এ সময় প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী আরও বলেন, ‘আমরা এখানে হাঁটবো। আপনারা স্বাস্থ্যকর পরিবেশে হাঁটবেন। হয়তো অনেকে প্রেমিকাকে নিয়েও আসবেন। তাকে নিয়ে হাঁটবেন। প্রেমিকাকে নিয়ে হাঁটেন, কবিতা পড়েন, তাতে কোনও সমস্যা নেই। কিন্তু বাদাম খাবেন না।’

মন্ত্রীর কথায়, ‘এখানে অনেক গাছ লাগানো হয়েছে। এগুলো বড় হলে দেখবেন জাম্বুরি মাঠ রমনা পার্কের চেয়ে আরও সুন্দর লাগবে। এখানে চৌবাচ্চা তৈরি করা হয়েছে। এটি গোসল করার জন্য নয়। পার্কে নির্মিত চৌবাচ্চায় গোসল করা যাবে না।’

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে আগ্রাবাদ শিশু পার্কের পাশে প্রায় ৮ একর এলাকাজুড়ে ও ২০ কোটি টাকা ব্যয়ে গণপূর্ত অধিদফতরের উদ্যোগে গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন জাম্বুরি পার্ক। সন্ধ্যার পরপর সাড়ে ৫০০ এলইডি বাতির আলোয় ঝলমল করে এই জায়গা। তখন বর্ণিল হয়ে ওঠে দুটি ফোয়ারা। উঁচু ভবন থেকে তাকালে তখন পুরো জায়গাটিকে লাগে নজরকাড়া।আড়াই হাজার ফুট দীর্ঘ দৃষ্টিনন্দন সীমানাপ্রাচীরে ঘেরা ৮ হাজার রানিং ফুটের ওয়াকওয়ের মাঝে সাড়ে ৩ ফুট গভীর ৫০ হাজার বর্গফুটের জলাধারের কিনারে বসার জন্য তিনটি দুই ধাপের গ্যালারি। মাঠজুড়ে ছোট ছোট সবুজের ঝোঁপ। মাঝখানে দুটি ছাউনি। মাঠের প্রান্তে বিশ্রামের জন্য স্থায়ী বেঞ্চ।

জাম্বুরি পার্ক (ছবি: ফোকাস বাংলা) স্থাপত্য অধিদফতরের নকশায় ৮ দশমিক ৫৫ একর জমির জমির ওপর রোপণ করা হয়েছে ৬৫ প্রজাতির ১০ হাজার গাছের চারা। এর মধ্যে আছে সোনালু, নাগেশ্বর, চাঁপা, রাধাচূড়া, বকুল, শিউলি, সাইকাস, টগর, জারুলসহ বিভিন্ন প্রজাতির গাছ। আছে পাঁচ শতাধিক দেশি-বিদেশি উদ্ভিদরাজি। নিরাপত্তার জন্য বসানো হয়েছে ১৪টি ক্লোজসার্কিট ক্যামেরা। জলাধারের পাশে রয়েছে দুটি পাম্প হাউস। বৃষ্টি ও জোয়ারের পানি থেকে সুরক্ষার জন্য পুরো পার্কটি সড়ক থেকে তিন ফুট উঁচু করা হয়েছে। পার্কের ভেতরের ও বাইরের পানি নিষ্কাশনের জন্য রয়েছে অভ্যন্তরীণ মাস্টার ড্রেন। আশা করা হচ্ছে, পার্কটি নতুন পর্যটন গন্তব্য হয়ে উঠতে পারে।

স্বাস্থ্যসচেতন মানুষের শরীরচর্চার সুবিধার্থে প্রতিদিন ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত এটি খোলা থাকবে। আর বিকাল ৪টা থেকে রাত ৯টা অবধি বিনোদনপিয়াসিদের জন্য খোলা রাখা হবে এই মাঠ। পার্কে প্রবেশের জন্য রয়েছে ছয়টি ফটক। উত্তর পাশে দুটি, দক্ষিণ পাশে দুটি, পূর্ব পাশে ১০ তলা ভবনের ফটকের সামনে একটি, পশ্চিম পাশে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সামনে একটি বড় আকারের ফটক আছে।
আরও পড়ুন-

চট্টগ্রামের জাম্বুরি পার্কে আলো-আঁধারের কাব্য

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ