X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে দুটি বোয়িং ৭৩৭

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৬:০৮আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৪০

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে দুটি বোয়িং ৭৩৭ ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে এ বছরের নভেম্বরে যুক্ত হতে যাচ্ছে দুটি বোয়িং ৭৩৭-৮০০ বিমান। এগুলোর প্রতিটিতে থাকছে ৮টি বিজনেস ক্লাস ও ১৫৯টি ইকোনমিক ক্লাসের আসনসহ মোট ১৬৭টি আসন।

আগামী নভেম্বরের প্রথম ও তৃতীয় সপ্তাহে বোয়িং ৭৩৭-৮০০ যুক্ত হবে ইউএস-বাংলার বহরে। এর মাধ্যমে আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা বাস্তবায়ন করবে এই এয়ারলাইন্স। এছাড়া দ্রুততম সময়ে দুটি ড্যাশ ৮-কিউ৪০০ এয়ারক্রাফট নিজেদের বিমান বহরে যুক্ত করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

বর্তমানে ইউএস বাংলার বহরে ১৬৪ আসনের ৪টি বোয়িং ৭৩৭-৮০০ ও ৭৬ আসনের তিনটি ড্যাশ ৮- কিউ৪০০সহ মোট সাতটি এয়ারক্রাফট রয়েছে। আরও দুটি যোগ হলে তাদের উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে ৯টিতে।

২০১৪ সালের ১৭ জুলাই দুটি ড্যাশ৮-কিউ৪০০ বিমান দিয়ে ঢাকা থেকে যশোরে উদ্বোধনী ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রা শুরু করে ইউএস-বাংলা। বর্তমানে সপ্তাহে প্রায় ৩০০টির বেশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলছে তাদের। যাত্রা শুরুর পর চার বছরে প্রায় ৪৫ হাজারের অধিক ফ্লাইট পরিচালনা করেছে এই এয়ারলাইন্স।

বহরে নতুন বিমান যুক্ত হলে আন্তর্জাতিক রুটে গন্তব্যে ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করবে বলে জানিয়েছে ইউএস-বাংলা কর্তৃপক্ষ। বর্তমানে দেশের বাইরে সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, গুয়াংজু, মাস্কট, দোহা ও কলকাতায় যাত্রী পরিবহন করে এই আকাশযান প্রতিষ্ঠান। 

অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশালে নিয়মিতভাবে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা। ভবিষ্যতে জেদ্দা, দাম্মাম, রিয়াদ, হংকং, দিল্লি, চেন্নাই, কলম্বো, মালেসহ বিভিন্ন রুটে ফ্লাইট চালানোর পরিকল্পনা রয়েছে তাদের।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
তলিয়ে গেছে দুবাই বিমানবন্দর, বিপাকে প্রবাসীরা
আ.লীগ নেতাদের বক্তব্যের প্রতিবাদ জানালো বিমান
এভিয়েশন-ট্যুরিজম খাতে সম্মাননা পেলেন ১০ নারী
সর্বশেষ খবর
ঘনঘন শ্যাম্পু ব্যবহারে চুল রুক্ষ হয়ে যাচ্ছে? জেনে নিন সমাধান
ঘনঘন শ্যাম্পু ব্যবহারে চুল রুক্ষ হয়ে যাচ্ছে? জেনে নিন সমাধান
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ব্যবসায়ীর
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ব্যবসায়ীর
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ