X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

৬ ডিসেম্বর থেকে প্রতিদিন ঢাকা-গুয়াংজু রুটে ইউএস-বাংলার ফ্লাইট

জার্নি ডেস্ক
২২ নভেম্বর ২০১৮, ১৬:৫২আপডেট : ২২ নভেম্বর ২০১৮, ১৬:৫২

ইউএস-বাংলার আকাশযান (ছবি: মীর রিদোয়ান সাঈদ) ঢাকা থেকে গুয়াংজু রুটে গত ২৬ এপ্রিল থেকে ঢাকা থেকে গুয়াংজু রুটে ফ্লাইট শুরু করে ইউএস-বাংলা এয়ারলাইনস। বর্তমানে এই রুটে সপ্তাহে চারটি ফ্লাইট চলছে এই সংস্থার। তবে আগামী ৬ ডিসেম্বর থেকে প্রতিদিন ঢাকা থেকে গুয়াংজুতে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (মার্কেটিং সাপোর্ট অ্যান্ড পিআর) মো. কামরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, ৮টি বিজনেস ক্লাসসহ মোট ১৬৪ আসন বিশিষ্ট বোয়িং ৭৩৭-৮০০ বিমান দিয়ে ঢাকা-গুয়াংজু রুটের ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। ঢাকা থেকে গুয়াংজু রুটে নূন্যতম ওয়ান ওয়ে ভাড়া ১৯,৯৯৯ টাকা। আর রিটার্ন টিকিটের মূল্য ২৯,৯৯৯ টাকা। সব ভাড়ায় ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভুক্ত।

বর্তমানে ঢাকা থেকে মঙ্গল, বৃহস্পতি, শনি ও রবিবার রাত ১০টা ১০ মিনিটে গুয়াংজুর উদ্দেশে ছেড়ে যায় ইউএস-বাংলার ফ্লাইট। এরপর গুয়াংজু পৌঁছায় স্থানীয় সময় রাত ৩টা ৫০ মিনিটে। গুয়াংজু থেকে বুধ, শুক্র, রবি ও সোমবার ভোর ৫টায় ঢাকার উদ্দেশে ছেড়ে ঢাকায় পৌঁছায় সকাল সাড়ে ৭টায়।

ঢাকা-গুয়াংজু রুটে ভ্রমণকারীদের জন্য ইউএস-বাংলা এয়ারলাইনস দিচ্ছে ২ রাত ৩ দিনের ভ্রমণ প্যাকেজ। এর মূল্য নির্ধারণ করা হয়েছে জনপ্রতি সর্বসাকুল্যে ৩৬,৯৯০ টাকা। প্যাকেজের মধ্যে রয়েছে ঢাকা-গুয়াংজু-ঢাকা এয়ার টিকিট, তিন তারকা বিশিষ্ট হোটেলে আবাসন ব্যবস্থা ও সকালের নাশতা। বিনা সুদে ছয় মাসের কিস্তিতেও এই সুবিধা নেওয়া যাবে।

বর্তমানে গুয়াংজু ছাড়াও আন্তর্জাতিক রুট সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, দোহা, মাস্কাট ও কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইনস। এছাড়া বাংলাদেশের অভ্যন্তরীণ সব রুটে এই সংস্থার ফ্লাইট চলাচল করছে। সব মিলিয়ে সপ্তাহে ৩৩০টির বেশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট সেবা দিচ্ছে ইউএস-বাংলা।

ইউএস-বাংলা এয়ারলাইনসের বিমান বহরে এখন চারটি বোয়িং ৭৩৭-৮০০ ও তিনটি ড্যাশ৮-কিউ৪০০সহ মোট সাতটি আকাশযান রয়েছে। নিজেদের বহরে আরও দুটি বোয়িং ৭৩৭-৮০০ বিমান যুক্ত করার উদ্যোগ নিয়েছে এই এয়ারলাইনস। ২০১৯ সালের মধ্যে চেন্নাই, কলম্বো, মালেসহ আরও কয়েকটি আন্তর্জাতিক রুটে ফ্লাইট শুরুর পরিকল্পনা রয়েছে ইউএস-বাংলার।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
তলিয়ে গেছে দুবাই বিমানবন্দর, বিপাকে প্রবাসীরা
আ.লীগ নেতাদের বক্তব্যের প্রতিবাদ জানালো বিমান
এভিয়েশন-ট্যুরিজম খাতে সম্মাননা পেলেন ১০ নারী
সর্বশেষ খবর
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
তীব্র গরমে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে দিনমজুরের মৃত্যু
তীব্র গরমে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে দিনমজুরের মৃত্যু
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড