X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

বিশ্বের সবচেয়ে লম্বা হোটেলের রেকর্ডধারী দুবাইয়ের গেভোরা

জার্নি ডেস্ক
২৭ ডিসেম্বর ২০১৮, ২২:২৪আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ১৯:২০

বিশ্বের সবচেয়ে লম্বা হোটেলের রেকর্ডধারী দুবাইয়ের গেভোরা সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতির প্রাণকেন্দ্র দুবাইয়ে গেভোরা হোটেলে ভ্রমণপিপাসুদের ভিড়। কারণ, বিশ্বের সবচেয়ে লম্বা হোটেল এটাই। এর ছাদ থেকে চাইলে মেঘ ছুঁয়ে দেখা যায়! আর নিচে তাকালে শহরের সবকিছুই লাগে পিপীলিকার মতো।
মাথা ঘুরিয়ে দেওয়া ৩৫৬ মিটার অর্থাৎ ১ হাজার ১৬৮ ফুট উচ্চতার ৭৫ তলাবিশিষ্ট গেভোরা সাজানো হয়েছে আর্ট ডেকো ঢঙে। প্রথম বিশ্বযুদ্ধের আগে ফ্রান্সে প্রথম এই স্টাইল দেখা যায়।
বিশ্বের সবচেয়ে লম্বা হোটেলের রেকর্ডধারী দুবাইয়ের গেভোরা বিশ্বের সবচেয়ে লম্বা হোটেলে রুমের সংখ্যা ৫২৮টি। এগুলোর তিন ধরনের। এরমধ্যে আছে ডিলাক্স রুম (৪৬ বর্গমিটার), ওয়ান-বেডরুম ডিলাক্স (৬২ বর্গমিটার) ও টু-বেডরুম স্যুট (৮৫ বর্গমিটার)। বিভিন্ন কাজে ও অবসর কাটাতে আসা ভ্রমণকারীদের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে চার-তারকা হোটেলটি। 

বিশ্বের সবচেয়ে লম্বা হোটেলের রেকর্ডধারী দুবাইয়ের গেভোরা সোনালি আবহে বিলাসবহুল গেভোরার অন্দরসজ্জা করা হয়েছে। এতে আছে একটি হেলথ ক্লাব, স্টিম বাথ, পুল, পাঁচটি জমকালো রেস্তোরাঁ, ক্যাফে, বেকারি দোকান, বিজনেস সেন্টার ও বোর্ডরুম।
বিশ্বের সবচেয়ে লম্বা হোটেলের রেকর্ডধারী দুবাইয়ের গেভোরা রেস্তোরাঁর সংখ্যা দেখেই বোঝা যাচ্ছে খাবারের অভাব নেই গেভোরা হোটেলে! দিনভর খোলা থাকে এগুলো। এরমধ্যে হোটেলের ছাদবারান্দায় হাইয়েস্ট ভিউ রেস্টুরেন্টে বসে খাওয়ার পাশাপাশি চারপাশে তাকালে অসাধারণ লাগে।

বিশ্বের সবচেয়ে লম্বা হোটেলের রেকর্ডধারী দুবাইয়ের গেভোরা গেভোরাকে বিশ্বের সবচেয়ে লম্বা হোটেলের স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। এই সম্মান পাওয়ার পরই বুকিং খুলে দেওয়া হয়।
বিশ্বের সবচেয়ে লম্বা হোটেলের রেকর্ডধারী দুবাইয়ের গেভোরা হোটেলটির জেনারেল ম্যানেজার জয়রাজ গরসিয়া বলেন, ‘গেভোরার দুয়ার খুলতে পেরে আমরা খুব উচ্ছ্বসিত। এর সঙ্গে আমাদের আবেগ জড়িয়ে আছে। নিজেদের কল্পনা বিশ্বের সঙ্গে ভাগাভাগি করতে নতুন মাত্রার ফর্মুলা তৈরি করেছি আমরা। এর মাধ্যমে চার-তারকা হোটেলের আতিথেয়তার নতুন উচ্চতা তৈরি হবে। এখানে একবার থাকলে কেউই তা ভুলতে পারবেন না।’
বিশ্বের সবচেয়ে লম্বা হোটেলের রেকর্ডধারী দুবাইয়ের গেভোরা উচ্চতার দিক দিয়ে গেভোরা হোটেলের কাছে পরাজিত হয়েছে দুবাইয়ের আরেক জনপ্রিয় থাকার জায়গা জেডব্লিউ ম্যারিয়ট মারকুইস। এর উচ্চতা ৩৫৫ মিটার (১ হাজার ১৬৫ ফুট)। এতদিন এটি ছিল বিশ্বের সবচেয়ে লম্বা হোটেল।

বিশ্বের সবচেয়ে লম্বা হোটেলের রেকর্ডধারী দুবাইয়ের গেভোরা ঠিকানা: গেভোরা হোটেল, ১০১ শেখ জায়েদ রোড, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। ফোন: +৯৭১৪৫২৪০০০০।

 

/জেএইচ/চেক/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জ্যাকসের ব্যাটিং তাণ্ডবে গুজরাটকে উড়িয়ে দিলো বেঙ্গালুরু
জ্যাকসের ব্যাটিং তাণ্ডবে গুজরাটকে উড়িয়ে দিলো বেঙ্গালুরু
‘বিএসটিআইর হালাল সনদ নিয়ে রফতানিতে কেউ বাধার সম্মুখীন হচ্ছেন না’
‘বিএসটিআইর হালাল সনদ নিয়ে রফতানিতে কেউ বাধার সম্মুখীন হচ্ছেন না’
চট্টগ্রামসহ পাঁচ জেলার ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার
চট্টগ্রামসহ পাঁচ জেলার ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার
জাতীয় নির্বাচনের মতো উপজেলাতেও অবাধ-সুষ্ঠু ভোট হবে: ইসি রাশেদা সুলতানা
জাতীয় নির্বাচনের মতো উপজেলাতেও অবাধ-সুষ্ঠু ভোট হবে: ইসি রাশেদা সুলতানা
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে