X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

এভারেস্টে যেতে পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা চীনের

জার্নি ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:০০আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:২০

মাউন্ট এভারেস্ট বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট। সেখানে পর্যটকদের ফেলে রাখা বর্জ্য আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় বেসক্যাম্প বন্ধ করে দিয়েছে চীন সরকার। যাদের পর্বতারোহনের অনুমতি নেই তারা আর সেখানে যেতে পারবেন না।

জানা গেছে, নিষেধাজ্ঞার কারণে পর্যটকরা শুধু ১৭ হাজার ৬০ ফুট (৫ হাজার ২০০ মিটার) উঁচুতে বেসক্যাম্পের নিচে সন্ন্যাসীদের মঠ পর্যন্ত যেতে পারবেন।

সাধারণত নেপালের দক্ষিণ দিক দিয়ে মাউন্ট এভারেস্ট দেখতে বেশি ভিড় জমে। তবে সাম্প্রতিক সময়ে চীন থেকে অসংখ্য ভ্রমণপিপাসুর সমাগম হয়েছে সেখানে। গত কয়েক বছরে এই সংখ্যা ক্রমে বাড়ছে।

তিব্বতের পাদদেশে চীনের বেসক্যাম্পে গাড়ি দিয়ে যাওয়া যায় বলে ভ্রমণপ্রেমীদের জন্য বেশ সুবিধাজনক। সেই তুলনায় নেপালের বেসক্যাম্পে যেতে দুই সপ্তাহ ধরে হাইকিং করতে হয়।

নেপালের বন ও ভূমি মন্ত্রণালয়ের তথ্য মতে, ২০১৫ সালে চীনের বেসক্যাম্পে ৪০ হাজার পর্যটক এসেছিলেন। ২০১৬-১৭ মৌসুমে তা বেড়ে দাঁড়ায় ৪৫ হাজারে। চীনা পর্বতারোহন সমিতি এই পরিসংখ্যান দিয়েছে।

সাধারণ পর্যটকরা এখনও চীনের রংবাক মঠে বেড়াতে পারেন। তবে এর ওপরে যাওয়া তাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এভারেস্টের শিখরে যাওয়ার অনুমতি আছে এমন পর্বতারোহীদেরই কেবল আরও উঁচু ক্যাম্পে যেতে দেওয়া হবে।

গত জানুয়ারিতে চীন সরকার ঘোষণা দেয়, প্রতি বছর ৩০০ জনের বেশি পর্বতারোহী এভারেস্টে যাওয়ার অনুমতি পাবেন না।

মাউন্ট এভারেস্ট পর্যটকদের জন্য এভারেস্টের বেসক্যাম্প নিষিদ্ধ হওয়ার খবর চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। তিব্বতী কর্তৃপক্ষের ওয়েবপেজে ২০১৮ সালের ডিসেম্বরে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

একটি নিউজ পোর্টালের খবরে উল্লেখ করা হয়েছে, সর্বনিম্ন তাপমাত্রা ও উচ্চতার কারণে আবর্জনা পরিষ্কার করা অত্যন্ত কঠিন কাজ।

জানা গেছে, গত বসন্তে পরিচ্ছন্নতা অভিযানে আট টন বর্জ্য সংগ্রহ করা হয়। এর মধ্যে রয়েছে মানুষের মলমূত্র ও পর্বতারোহীদের ফেলে যাওয়া সরঞ্জামাদি। এছাড়া ৮ হাজার মিটার উঁচুতে মারা যাওয়া পর্বতারোহীদের লাশও সরাতে হয়েছে এ বছর। খুব বেশি ঠাণ্ডা থাকায় মৃতদেহগুলো কয়েক দশক ধরে সামিটে পড়ে থাকে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষকের মুখে হাসি কপালে চিন্তার ভাঁজ
কৃষকের মুখে হাসি কপালে চিন্তার ভাঁজ
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
সর্বাধিক পঠিত
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ