X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

বেপরোয়া যানে অনিরাপদ সৈকত

হেদায়েৎ হোসেন, কুয়াকাটা থেকে ফিরে
১৯ মার্চ ২০১৯, ১৭:৪৪আপডেট : ১৯ মার্চ ২০১৯, ২৩:০৯

সৈকতে মোটরসাইকেল চালকদের ভিড়

পটুয়াখালীর কুয়াকাটা, দেশের একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। এজন্য বছরের অধিকাংশ সময় এখানে পর্যটকদের ভিড় জমে। সৈকতের পাশে দীর্ঘ নারকেল গাছের সারির সুবাদে এর সৌন্দর্য অন্যরকম। সমুদ্রমন্থনের পাশাপাশি পূর্ব দিকে গঙ্গামতি বা গজমতির বন হয়ে লাল কাঁকড়ার চর আর পশ্চিম দিকে শ্বাসমূলীয় ফাতরার বন; সাগরের প্রান্ত ছুঁয়ে ছুঁয়ে কয়েক ঘণ্টার মধ্যে উপভোগ করা যায় ১৮ কিলোমিটার দীর্ঘ এই সৈকতের বহুবিধ রূপ-রঙ।

তবে সরেজমিনে দেখা যায়, সম্প্রতি সৈকতে ভাঙনের ফলে প্রায় বিলীন হতে বসেছে নারকেল বাগান। অন্যদিকে যানবাহন চালকদের বেপেরোয়া উপস্থিতির কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন পর্যটকরা। স্থানীয়রা জানান, ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সৈকতে বেপরোয়া গতিতে চলছে মোটরসাইকেল, ইজিবাইক, মাহেন্দ্র ও ইঞ্জিনচালিত ভ্যান। এ কারণে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা।

সৈকতে মোটর যানের চলাফেরা

খোঁজ নিয়ে জানা যায়, মোটরসাইকেল চালকরা পর্যটকদের জন্য সংরক্ষিত এলাকায় ঢুকে যাত্রী পাওয়ার প্রতিযোগিতা করছেন। একজন যাত্রী পেলেই কয়েকজন চালক তাকে ঘিরে ধরেন। এ সময় চালকদের আচরণ চলে যায় অসহনীয় পর্যায়ে। এমনকি সৈকতে মোটরবাইকের বেপরোয়া চলাচলের কারণে বিভিন্ন সমস্যায় পড়ছেন পর্যটকরা। 

বরিশাল থেকে ঘুরতে আসা ব্যবসায়ী রহমত গাজী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মাঝে মধ্যে এখানে আসতে হয়। তবে সৈকতে গেলেই আতঙ্কে থাকি।’

শান্ত বিকালে সৈকত থেকে সাগরের দৃশ্য

সৈকত সংলগ্ন এলাকার মোটরসাইকেল চালক মো. মিজানের দাবি, ‘মোটরসাইকেল নিয়ে বিচের ছাতা এলাকার মধ্যে আসার সুযোগ নেই। তবে এলেও পুলিশ তেমন কিছু বলে না। শুধু বের হয়ে যেতে বলে। আর ওপরের চাপ থাকলে তখন জরিমানা করে।’   

এসব বিষয়ে পর্যটন পুলিশ জোন কুয়াকাটার পরিদর্শক মো. মনিরুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এখানে পর্যটকদের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ থাকে। বিচ (সৈকত) হয়ে বিভিন্ন দিকে যাতায়াতের জন্য মোটর যানবাহন চলাচল করে থাকে। তবে সেগুলোর মূল বিচে যেতে পারে না। আর এখানে পর্যটন পুলিশের কোনও ধরনের অ্যাকশন নেওয়ার সুযোগ নেই। কোনও অপরাধে কাউকে ধরা হলে মামলা করাসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানা পুলিশের কাছে যেতে হয়।’

 

/এএইচ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বৃষ্টিতে লবণ তুলতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ হারালেন দুই শ্রমিক
বৃষ্টিতে লবণ তুলতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ হারালেন দুই শ্রমিক
‘যুক্তরাষ্ট্রে ৯০০ শিক্ষার্থী গ্রেফতারের ঘটনা বিএনপির অত্যাচারের কথা মনে করিয়ে দেয়’
‘যুক্তরাষ্ট্রে ৯০০ শিক্ষার্থী গ্রেফতারের ঘটনা বিএনপির অত্যাচারের কথা মনে করিয়ে দেয়’
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
বঙ্গবন্ধুর সমাধিতে আপিল বিভাগের নতুন ৩ বিচারপতির শ্রদ্ধা
বঙ্গবন্ধুর সমাধিতে আপিল বিভাগের নতুন ৩ বিচারপতির শ্রদ্ধা
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ