X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

জেলায় জেলায় বিশ্ব পর্যটন দিবস উদযাপন

জার্নি ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০১৯, ২৩:০৩আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ২৩:১২

‘ভবিষ্যতের উন্নয়নে, কাজের সুযোগ পর্যটনে’ প্রতিপাদ্য নিয়ে আজ (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশেও উদযাপন করা হলো বিশ্ব পর্যটন দিবস। পর্যটনের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করাই এর লক্ষ্য। প্রতিবছরের মতো এবারও জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিটিও) উদ্যোগে দিনটি পালন করা হয়। দেশের কয়েকটি জেলায় পর্যটন দিবস উদযাপনের খবর পাঠিয়েছেন বাংলা ট্রিবিউনের প্রতিনিধিরা।

রাঙামাটিতে পর্যটন দিবসের শোভাযাত্রা রাঙামাটি
রাঙামাটিতে শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। এটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে শেষ হয়।

রাঙামাটিতে পর্যটন দিবসের আলোচনা সভায় অতিথিরা এরপর আলোচনা সভায় বক্তারা বলেন, বিশ্ব পর্যটন দিবসে এবারের প্রতিপাদ্য রাঙামাটি জেলার জন্য প্রযোজ্য। রাঙামাটিতে পর্যটন শিল্প বিকাশের প্রচুর সম্ভাবনা রয়েছে। পরিকল্পনা অনুযায়ী এগুলোকে কাজে লাগাতে পারলে প্রচুর কর্মসংস্থানের সৃষ্টি হবে, যা বেকারত্ব হ্রাসের পাশাপশি দেশের রাজস্ব আয়েও ভূমিকা রাখবে।

শোভাযাত্রা ও আলোচনায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক এস এম শফি কামাল। রাঙামাটি পর্যটন করপোরেশনের ম্যানেজার সৃজন বিকাশ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও ছিলেন রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার ছুফি উল্লা।

মৌলভীবাজার
বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে মৌলভীবাজারে উদযাপিত হয় বিশ্ব পর্যটন দিবস। শুক্রবার সকালে জেলা প্রশাসন কার্যালয় থেকে বের হয় শোভাযাত্রা। এটি শহর প্রদক্ষিণ করে। তখন হাতে হাতে ছিল জেলার দর্শনীয় স্থান লাউয়াছড়া, বাইক্কাবিল, মাধবকুন্ড, হামহাম জলপ্রপাতের ছবি সংবলিত ফেস্টুন। এতে অংশ নেন জেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ, পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন ও শিক্ষার্থীরা।

মৌলভীবাজারে পর্যটন দিবসের শোভাযাত্রা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন, ‘মৌলভীবাজার জেলার দর্শনীয় স্থানগুলো দেখতে বছরের অধিকাংশ সময় দেশি-বিদেশি পর্যটকরা ভিড় করেন। এই সংখ্যা যত বাড়বে আমাদের অর্থনীতি তত সমৃদ্ধ হবে। এতে সরকারের রাজস্ব বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।’

সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আজমল হোসেনসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা। সভাপতিত্বে করেন অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিকা দে।

সাতক্ষীরায় পর্যটন দিবসের শোভাযাত্রা সাতক্ষীরা
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনী বাজারে ছিল আনন্দ শোভাযাত্রা। বুড়িগোয়ালিনী ট্যুরিস্ট পুলিশের আয়োজনে সকাল ১০টায় এটি অনুষ্ঠিত হয়। এ সময় সাতক্ষীরা জোনের ট্যুরিস্ট পুলিশ ইন্সপেক্টর মো. মহসিন আলম আশ্বাস দেন, পর্যটকদের সার্বিক নিরাপত্তার জন্য ট্যুরিস্ট পুলিশ সবসময় সজাগ থাকবে। বুড়িগোয়ালিনী এলাকায় সুন্দরবন ভ্রমণের জন্য পর্যটকরা এলে এলাকাবাসীকে পাশে থাকার অনুরোধ করেছেন তিনি। একইসঙ্গে এই এলাকাকে পর্যটন স্পট হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা