X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

লাগেজের বাড়তি ওজনের খরচ এড়াতে নকল অন্তঃসত্ত্বা!

জার্নি ডেস্ক
৩০ অক্টোবর ২০১৯, ২১:০০আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ২২:০৮

রেবেকা অ্যান্ড্রুসের পোশাকের ভেতর ল্যাপটপের চার্জার ও ল্যাপটপ ব্যাগ গোছানোর ক্ষেত্রে অনেক ভ্রমণকারী সৃজনশীলতার পরিচয় দেন। কোথাও বেড়াতে যাওয়ার সময় স্যুটকেসে উপচেপড়া কাপড় হয়ে গেলে তা সুন্দরভাবে রাখার বুদ্ধি থাকা চাই। কিন্তু অস্ট্রেলীয় ভ্রমণ সাংবাদিক রেবেকা অ্যান্ড্রুস যেন সবাইকে ছাড়িয়ে গেলেন! বাড়তি খরচ এড়াতে এমন এক কৌশল অবলম্বন করেছেন তিনি, যাতে সন্তানসম্ভবার মতো লাগছিল তাকে!

হোটেল রুমে লাগেজ গোছানোর পর ল্যাপটপ চার্জার রাখার জায়গা পাচ্ছিলেন না রেবেকা। কীভাবে চালাকি করবেন ভাবছিলেন তিনি। শেষমেষ নিজের পুরনো বৃদ্ধিকে কাজে লাগালেন।

প্রথমে শরীরের সঙ্গে লেপ্টে থাকে কিন্তু টানলে বড় হয় এমন পোশাক পরেন রেবেকা। এর ভেতরে রাখার জন্য ল্যাপটপের চার্জার কাপড়ে মুড়িয়ে নেন। তারপর পিঠের অংশে পোশাকের ভেতর ঢুকিয়েছেন ল্যাপটপ। পোশাকটির সঙ্গে বেছে নিয়েছেন জিন্স। এরপর জাম্পস্যুট পরেন তিনি। সবশেষে হোটেল রুমে অনুশীলন করে নেন।

বিমানবন্দরে রেবেকাকে দেখে মনে হয়েছে, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা কোনও নারী বুঝি ভ্রমণে যাচ্ছেন! লাগেজে অতিরিক্ত ওজনের কারণে বাড়তি খরচ এড়াতেই এই বুদ্ধি বের করেন তিনি। তার কথায়, ‘সন্তানসম্ভবা হলে নারীদের শরীরের আকৃতি এমনিতেই বাড়ে। তাই এই সুযোগকে কাজে লাগিয়ে ৬০ ডলার বেঁচে গেছে আমার। এটা সবার কাছেই বিশ্বাসযোগ্য মনে হয়েছে।’

অস্ট্রেলীয় বাজেট এয়ারলাইনস জেটস্টারের উড়োজাহাজে ওঠার আগে লাগেজের সিকিউরিটি হওয়ার পর বিমানবন্দরে সেলফ চেক-ইন সুবিধায় পার পেয়েছেন রেবেকা। এরপর বাথরুমে গিয়ে পোশাক বদলে নেন।

এবারই প্রথম নয়, ভ্রমণে এমন চালাকি নিয়মিতই করেন রেবেকা। অনেকবার এমনও হয়েছে, দুই থেকে তিনটি পোশাক পরে উড়োজাহাজে যাতায়াত করেছেন তিনি। ফলে সন্তানসম্ভবা নারীর মতো আকৃতি প্রায়ই তৈরি হয় তার!

তবে ল্যাপটপ আটকে থাকবে এমন পোশাক এবারই প্রথম পরেছেন রেবেকা। বাড়তি খরচ এড়ানোর কৌশলটি নিয়ে মোটেও অনুতপ্ত বোধ করেন না তিনি। তার কথায়, ‘পোশাকের ভেতর ল্যাপটপের চার্জার রাখার অধিকার অবশ্যই নারীদের আছে। এতে যদি কাউকে অন্তঃসত্ত্বা দেখায় তাহলে কোনও সমস্যা আছে বলে তো মনে হয় না।’

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিওতে রেবেকা দেখিয়েছেন কীভাবে বাড়তি ওজন এড়ালেন। এরপর থেকে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ তার সঙ্গে যোগাযোগ করছেন। তিনি বলেন, ‘আমার পরিস্থিতির সঙ্গে সবাই হয়তো সম্পৃক্ত হতে পেরেছেন। ভ্রমণে বাড়তি ওজনের লাগেজ সত্যিই দুশ্চিন্তায় ফেলে।’

যদিও ভিডিওটির সবশেষে সতর্কতা হিসেবে রেবেকা অ্যান্ড্রুস জানিয়ে রেখেছেন, ধরা খেলে তাকে দোষ দেওয়া যাবে না!

 
 
 
View this post on Instagram

When you don’t want to pay the excess for overweight carry on #travelhack #flighthacks #getpreg

A post shared by Rebecca Andrews (@thebecandrews) on Oct 24, 2019 at 9:07pm PDT


সূত্র: সিএনএন

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
নির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
উপজেলা নির্বাচননির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?