X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

জিরো-গ্র্যাভিটি ফ্লাইট শিগগিরই, বিস্ময়কর এই বিমান সম্পর্কে জেনে নিন

জার্নি ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২০, ২১:০০আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ২১:১২

জিরো-গ্র্যাভিটি ফ্লাইট শিগগিরই, বিস্ময়কর এই বিমান সম্পর্কে জেনে নিন কখনও কল্পনা করেছেন– মহাকাশে উড়ে যাচ্ছেন, যেখানে কোনও মাধ্যাকর্ষণ নেই এবং নভোচারীদের মতো ভাসছেন? এমন কল্পনায় ডানা যুক্ত করতে চালু হচ্ছে জিরো-গ্র্যাভিটি ফ্লাইট। অর্থাৎ মাধ্যাকর্ষণহীন উড়োজাহাজ! শিগগিরই যুক্তরাষ্ট্রের ১২টি শহরের সাধারণ ভ্রমণকারীরা এই সেবা পাবেন। বিস্ময়কর ও দুঃসাহসিক উদ্যোগটিকে বলা হচ্ছে ‘জিরো-জি’।

একনজরে জিরো-জি
অ্যাডভেঞ্চারপ্রেমী পর্যটকদের জিরো-গ্র্যাভিটি ফ্লাইট পরিচালনার জন্য প্রত্যয়িত যুক্তরাষ্ট্রের একমাত্র বিমানে চড়ার সুযোগ দেবে জিরো-জি। এ ধরনের অভিজ্ঞতা কেবল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনেই উপভোগ করা যায়। অ্যাডভেঞ্চারে আগ্রহীদের আনন্দ দিতে জিরো-জি’র এ বছরের ফ্লাইট শিডিউল প্রকাশিত হয়েছে।

জিরো-গ্র্যাভিটি ফ্লাইট শিগগিরই, বিস্ময়কর এই বিমান সম্পর্কে জেনে নিন জানা গেছে, বিমানটিতে চড়ে আমেরিকার ১২টি শহরে ভ্রমণ করা যাবে। গন্তব্যগুলো হলো – আটলান্টা, অস্টিন, টেক্সাস, হিউস্টন, লাস ভেগাস, লস অ্যাঞ্জেলেস, মিয়ামি, নিউ ইংল্যান্ড, নিউ ইয়র্ক, অরল্যান্ডো, ফ্লোরিডা, সান ফ্রান্সিসকো, সিয়াটল এবং ওয়াশিংটন, ডি.সি.।

বোয়িং ৭২৭ মডেলের একটি উড়োজাহাজকে জিরো-গ্র্যাভিটি ফ্লাইটের উপযোগী করা হয়েছে। এটিকে বলা হচ্ছে জি-ফোর্স ওয়ান। ভ্রমণকারীদের ফ্লাইট স্যুট পরতে দেওয়া হবে। এর মাধ্যমে ওজনহীনতার অভিজ্ঞতা পাবেন তারা। জিরো-গ্র্যাভিটি ফ্লাইটের কেবিনে যাত্রীরা সুপারম্যানের মতো উড়তে পারবেন। কেউ চাইলে আকর্ষণীয় অ্যাক্রোব্যাটিক ডিগবাজি দেওয়া যাবে অনায়াসে।

জিরো-গ্র্যাভিটি ফ্লাইট কীভাবে কাজ করবে?
ব্যাপারটা বিজ্ঞানসম্মত উপায়ে প্রয়োগ করা হবে। জিরো-গ্র্যাভিটির জন্য পাইলটকে অ্যারোব্যাটিক কসরত করতে হবে, এটি ‘প্যারোবোলা’ নামে পরিচিত। লাস ভেগাসের ম্যাককারান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাবে বিমানটি। এরপর জনশূন্য অ্যারিজোনার ওপর দিয়ে উড়বে এটি। পাইলটকে তখন ২৪ হাজার ফুট উচ্চতায় বিমান চালাতে হবে। এরপর ৩২ হাজার ফুট উঁচুতে উঠলে প্যারাবোলার শীর্ষে উঠে যাবে বিমানটি। তখন প্রায় ৩০ সেকেন্ডের জন্য যাত্রীদের মধ্যে মহাকাশ ভ্রমণের অনুভূতি হবে এবং তারা ভেসে বেড়াচ্ছেন!

জিরো-গ্র্যাভিটি ফ্লাইট শিগগিরই, বিস্ময়কর এই বিমান সম্পর্কে জেনে নিন ভ্রমণ ব্যয়
এ ধরনের অভিজ্ঞতার জন্য স্বাভাবিকভাবেই তুলনামূলকভাবে একটু বেশি অর্থ দরকার। প্রতিটি জিরো-জি ফ্লাইটে রয়েছে ৩৪টি আসন। প্রত্যেক ভ্রমণকারীকে ৫ হাজার ৪০০ মার্কিন ডলার (প্রাঢ ৪ লাখ ৬০ হাজার টাকা) এবং পাঁচ শতাংশ কর দিতে হবে। প্রতি আসনের প্যাকেজে নাশতা, দুপুরের খাবার ও পেশাদার আলোকচিত্রীর তোলা ছবিসহ সাত থেকে আট মিনিটের জিরো-গ্র্যাভিটি অভিজ্ঞতা পাওয়া যাবে।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

/জেএইচ/
সম্পর্কিত
উজবেকিস্তানে সরাসরি ফ্লাইট চালাবে বিমান
তলিয়ে গেছে দুবাই বিমানবন্দর, বিপাকে প্রবাসীরা
আ.লীগ নেতাদের বক্তব্যের প্রতিবাদ জানালো বিমান
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট