X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

পদ্মা সেতু জাদুঘরে দেখা যাবে জীববৈচিত্র্যের সমাহার

তানজিল হাসান, মুন্সীগঞ্জ
১০ জুলাই ২০২০, ১৪:৩৯আপডেট : ১০ জুলাই ২০২০, ১৪:৪১

পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের আওতায় গড়ে উঠছে একটি জাদুঘর। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অধীনে জীববৈচিত্র্য সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

পদ্মা সেতুর কাজের পাশাপাশি মুন্সীগঞ্জের শ্রীনগরের দোগাছি পদ্মা সেতু সার্ভিস এরিয়া-১-এ চলছে প্রাণী ও প্রাকৃতিক সম্পদের নমুনা সংগ্রহ। এক্ষেত্রে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ৩০ কোটি টাকা।

দেশি-বিদেশি দর্শনার্থীদের জন্য ২০১৬ সালের ফেব্রুয়ারিতে জাদুঘরের স্থানীয় এলাকাসহ সারাদেশ থেকে নমুনা সংগ্রহ শুরু হয়। এখন পর্যন্ত পাওয়া গেছে ২ হাজার ২২২টি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাণীবিদ্যা বিভাগের সার্বিক তত্ত্বাবধানে কার্যক্রমটি চলবে ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত।

পদ্মা সেতু জাদুঘরে প্রক্রিয়াজাতকরণ হচ্ছে প্রাণীর দেহ জানা গেছে– ২৮ প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর ৮৩টি, ১৬১ প্রজাতির পাখির ৩৯৮টি, ২৬ প্রজাতির উভচর প্রাণীর ৫৩টি নমুনা, ৩২১ প্রজাতির মাছের ৩৩৬টি, ৩০৬ প্রজাতির শম্বুকজাতীয় কোমলাঙ্গের প্রাণীর ৩০৮টি, ৫৯ প্রজাতির কঠিন আবরণযুক্ত জলজ প্রাণীর ৬৩টি, ১৮৩ প্রজাতির প্রজাপতি ও মথের ২২৮টি এবং পোকামাকড়ের মোট ২২২ প্রজাতির ৩৬১টি নমুনা সংগ্রহ করা হয়েছে।

এসব নমুনার মধ্যে উল্লেখযোগ্য গঙ্গা নদীর শুশুক, চিতাবাঘ, বাবুবাটান পাখি, হলুদ সাপ, বান মাছ, ইলিশ মাছ, মাগুর মাছ ইত্যাদি।

বর্তমানে যেসব প্রাণীর দেহ সংগ্রহে আছে সেগুলোর সঙ্গে ৬১ ধরনের ৭৪টি মাছ ধরার সরঞ্জামাদি, ২৬ ধরনের পাখির বাসা, ১৭ ধরনের পাখির ডিম ও ৮ রকমের কঙ্কাল প্রক্রিয়াজাতকরণ হচ্ছে। এভাবে ২০০ থেকে ৫০০ বছর পর্যন্ত প্রাণীর মরদেহ রাখা যায়।

পদ্মা সেতু জাদুঘরের কিউরেটর আনন্দ কুমার দাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সেতু উদ্বোধনের দিন থেকে দর্শনার্থীদের জন্য জাদুঘর উন্মুক্ত করে দেওয়া যাবে যদি কর্তৃপক্ষ চায়। তবে তার আগে অবকাঠামোর উন্নয়ন দরকার। আমরা আশা করছি, দেশের শিক্ষা ও গবেষণায় ভূমিকা রাখবে পদ্মা সেতু জাদুঘর।’

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনের কাছে এফ-১৬ প্রশিক্ষণ বিমান বিক্রয়ের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র
ইউক্রেনের কাছে এফ-১৬ প্রশিক্ষণ বিমান বিক্রয়ের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র
৫০০ কর্মীর সমন্বয়ে ডিএসসিসির মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান
৫০০ কর্মীর সমন্বয়ে ডিএসসিসির মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান
বার্সার বিপক্ষে ফিরতি লেগে অনিশ্চিত মার্তিনেজ
বার্সার বিপক্ষে ফিরতি লেগে অনিশ্চিত মার্তিনেজ
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’