X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১
ট্রাভেলগ

ভালোবাসার আরেক নাম বুখারেস্ট

রাকিব হাসান রাফি, স্লোভেনিয়া
২৮ আগস্ট ২০২০, ২৩:২০আপডেট : ২৮ আগস্ট ২০২০, ২৩:২৮

ইউজেনিউ কারাদা স্তম্ভ দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ রোমানিয়া অনিন্দ্য সুন্দর। এর রাজধানী বুখারেস্টের আয়তন ৯২ হাজার ৪৫ দশমিক ৬ বর্গমাইল। শহরটিকে ঘিরেই রোমানিয়ার শিল্প-সাহিত্য ও বাণিজ্যসহ যাবতীয় প্রশাসনিক কর্মকাণ্ড। ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশের শহরগুলোর মধ্যে বুখারেস্ট জনসংখ্যার বিবেচনায় ষষ্ঠ বৃহত্তম।

বুখারেস্টকে ঢেলে সাজিয়েছিলেন নিকোলাই চসেস্কু। ইতিহাসে তিনি নির্মম এক স্বৈরশাসক। অথচ তাঁর জনপ্রিয়তার কমতি নেই শহরটিতে! বুখারেস্টের মেট্রো তাঁরই অবদান।

ইউরোপের অন্যান্য রাজধানী শহরের তুলনায় বুখারেস্টে গণপরিবহনের খরচ অনেক কম। শহরটির মিউনিসিপ্যাল করপোরেশন ভর্তুকি দিয়ে সাধারণ মানুষকে গণপরিবহন ব্যবহারে বিশেষভাবে উৎসাহিত করে।

মেট্রো সেবা দারুণ হলেও ট্রাফিক জ্যাম বুখারেস্টের মানুষের দৈনন্দিন জীবনের অংশ। এখানকার বেশিরভাগ স্থানে গাড়ি পার্কিং করতে তেমন কোনও চার্জ দিতে হয় না। মিউনিসিপ্যাল করপোরেশন এক্ষেত্রে খুব একটা কঠোর নয়। তাই স্থানীয়রা যেখানে খুশি গাড়ি পার্ক করে রাখে। এ কারণে ব্যস্ত সময়ে বিভিন্ন স্থানে তীব্র যানজট সৃষ্টি হয়।

বুখারেস্টের ভিক্টোরি এভিনিউর প্রতিটি ভবন সুদৃশ্য। এখানকার বিভিন্ন শিল্পকর্ম দৃষ্টিনন্দন। এর মধ্যে অন্যতম ইউজেনিউ কারাদা স্তম্ভ। ১৯২৪ সালের ১৭ ফেব্রুয়ারি এটি উন্মোচিত হয়। ইউজেনিউ কারাদা ছিলেন ন্যাশনাল ব্যাংক অব রোমানিয়ার প্রথম পরিচালক। তাই তার মূর্তিটি ন্যাশনাল ব্যাংক ভবনের সামনেই স্থাপিত।

২০০৭ সালে ইউরোপিয়ান ইউনিয়নে যুক্ত হয় রোমানিয়া। দীর্ঘকাল সোভিয়েত ইউনিয়নের স্যাটেলাইট রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত থাকায় বুখারেস্টের বিভিন্ন সড়ক ও স্থাপত্যে এখনও সোভিয়েত ইউনিয়নের প্রভাব লক্ষ্যণীয়।

পর্যটকরা এখানে এলে মনোরম কারুকার্যময় কয়েকটি বইয়ের দোকান ঘুরে দেখেন। এর মধ্যে অন্যতম ‘কার্তুরেস্তি কারুসেল’। ধারণা করা হয়– এতে প্রায় ১০ হাজারের মতো বিভিন্ন ধরনের বই, পাঁচ হাজারের মতো বিভিন্ন ধরনের অ্যালবাম এবং ডিভিডির সংগ্রহশালা আছে।

প্যালেস অব দ্য পার্লামেন্টের সামনে লেখক বুখারেস্টের সবচেয়ে আকর্ষণীয় স্থাপনা প্যালেস অব দ্য পার্লামেন্ট। এর আয়তন ৩৯ লাখ ৩০ হাজার বর্গফুট, উচ্চতা ২৭৬ ফুট। পুরো এলাকা ভালোভাবে ঘুরে দেখতে দুই দিন প্রয়োজন। এটাই বিশ্বের সবচেয়ে ভারি ভবন (৪০৯ কোটি ৮৫ লাখ কেজি)।

১৯৮৪ সালে ভবনটির নির্মাণ শুরু হয়। এর কাজ শেষ হতে লেগেছিল তেরো বছর। নকশা প্রণয়নে কাজ করেছেন প্রায় ৭০০ জন স্থপতি। তাদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন রোমানিয়ার বিখ্যাত নারী স্থপতি আনকা পেত্রেস্কু। প্যালেস অব দ্য পার্লামেন্টের ভেতর তিনটি জাদুঘর ও একটি আন্তর্জাতিক সম্মেলন কক্ষ রয়েছে।

ইউরোপে আসার পর রোমানিয়া ও বুলগেরিয়ায় প্রথম ঘুরে বেড়িয়েছি। স্লোভেনিয়ায় থাকার সুবাদে এবং দেশটির অস্থায়ী রেসিডেন্স পারমিটধারী হওয়ায় কোনও ভিসা ছাড়াই ভ্রমণ করতে পেরেছি। বুলগেরিয়ার রাজধানী সোফিয়া থেকে বুখারেস্টে পৌঁছাতে আমার খরচ হয়েছে মাত্র ১ ইউরো! ফ্লিক্সবাসে ১ ইউরোতে টিকিট পেয়েছিলাম। রোমানিয়ান মুদ্রা রোমানিয়ান লিউ সুদৃশ্য।

রোমানিয়ানরা বেশ উদার মনের মানুষ। তাদের আতিথেয়তা মুগ্ধ হওয়ার মতো। আতিথেয়তার জন্যই বুখারেস্ট ভ্রমণ মনে পড়বে বহুদিন। একা যাত্রা শুরু করলেও শেষ পর্যন্ত আর নিজেকে একা লাগেনি।
ছবি: লেখক

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘তীব্র গরমে’ মারা যাচ্ছে মুরগি, অর্ধেকে নেমেছে ডিম উৎপাদন
‘তীব্র গরমে’ মারা যাচ্ছে মুরগি, অর্ধেকে নেমেছে ডিম উৎপাদন
ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করলো তুরস্ক
ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করলো তুরস্ক
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী