বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে সমুদ্র সৈকতে রাতের সৌন্দর্য অন্যরকম হাতছানি দিয়ে ডাকে
রাতে চারপাশ নীরব হয়ে গেলে ঢেউ যেন নৃত্যের ঝংকার তোলে
সমুদ্রের বিরামহীন ঢেউয়ে যেন মিশে গেছে দূর দিগন্ত
দূর আকাশে তারার উৎসবের সঙ্গে সাগরের হিমেল হাওয়া রোমাঞ্চকর অনুভতি এনে দেয় মনে
সৈকতে আছড়ে পড়া সমুদ্রের মনভোলানো ঢেউ পর্যটকদের ক্লান্তি ভুলিয়ে দেয়
বাংলাদেশের প্রধান পর্যটন স্পটে ভ্রমণের আনন্দ সবসময়ই উপভোগ্য