X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২
কোন জেলার নামকরণ কীভাবে

‘পঞ্চগড়’ নামটি এসেছে যেভাবে

জার্নি রিপোর্ট
১৬ অক্টোবর ২০১৮, ১৮:৫৬আপডেট : ১৯ অক্টোবর ২০১৮, ১৬:৫৫

৫৬ হাজার বর্গমাইল আয়তনের দেশ বাংলাদেশের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য, বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি, দৃষ্টিনন্দন জীবনাচার মন কাড়ে দেশি-বিদেশি পর্যটকদের। পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক মসজিদ ও মিনার, নদী, পাহাড়, অরণ্যসহ হাজারও সুন্দরের রেশ ছড়িয়ে আছে টেকনাথ থেকে তেঁতুলিয়া পর্যন্ত।

বাংলাদেশের আট বিভাগে (ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট ও ময়মনসিংহ) ৬৪ জেলা। প্রতিটি জেলার নামকরণের সঙ্গে রয়েছে ঐতিহ্যপূর্ণ ইতিহাস। এসব ঘটনা ভ্রমণপিপাসু উৎসুক মনকে আকর্ষণ করে। তাই বাংলা ট্রিবিউন জার্নিতে ধারাবাহিকভাবে জানানো হচ্ছে বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের সংক্ষিপ্ত ইতিহাস। 

পঞ্চগড়ের প্রথম চা বাগান (ছবি: ওয়ালিউল বিশ্বাস) পঞ্চগড় জেলা
অতি প্রাচীনকালে পুন্ডুনগর রাজ্যের অন্তর্গত ‘পঞ্চনগরী’ নামে একটি অঞ্চল ছিল। কালক্রমে পঞ্চনগরী ‘পঞ্চগড়’ নামে আত্মপ্রকাশ করে। ‘পঞ্চ’ অর্থ পাঁচ, আর ‘গড়’ অর্থ বন বা জঙ্গল। ভারতীয় উপমহাদেশে ‘পঞ্চ’ শব্দটি বিভিন্ন স্থানের নামকরণের সঙ্গে যুক্ত হয়েছে। যেমন— পঞ্চনদ, পঞ্চবটী, পঞ্চনগরী, পঞ্চগৌড় ইত্যাদি। সুতরাং পঞ্চগৌড়ের একটি অংশ হিসেবে প্রাকৃত ভাষার বৈশিষ্ট্য অনুযায়ী পঞ্চগড়ের নামকরণ হয়ে থাকতে পারে। এছাড়া পঞ্চনগরীর দূরত্ব পঞ্চগড় অঞ্চল থেকে বেশি দূরে নয়।
বহুল প্রচলিত মত রয়েছে, এই অঞ্চলের পাঁচটি গড়ের সুস্পষ্ট অবস্থানের জন্যই ‘পঞ্চগড়’ নামটির উৎপত্তি। গড়গুলো হলো—ভিতরগড়, মীরগড়, হোসেনগড়, রাজনগড় ও দেবেনগড়। ‘পঞ্চগড়’ হলো এই ‘পঞ্চ’ (পাঁচ) গড়ের সমাহার। 
পঞ্চগড়ের চা বাগানগুলো ভ্রমণপিপাসুদের অন্যতম আকর্ষণ (ছবি: ওয়ালিউল বিশ্বাস) পঞ্চগড় একটি প্রাচীন জনপদ। এখানে সভ্যতার ঊষালগ্ন থেকে মানব বসতি শুরু হয়েছে। বাংলাদেশের এই প্রান্ত অঞ্চলে দীর্ঘকাল ব্যাপ্ত পুন্ড্র, গুপ্ত, পাল, সেন ও মুসলিম শাসকদের সংস্পর্শে সৃষ্টি হয়েছে অসংখ্য প্রত্ননিদর্শন। এসবের মধ্যে রয়েছে বহু গৌরবগাথা ও প্রাচীন ইতিহাস-ঐতিহ্য।
২০০০ সালে কাজী অ্যান্ড কাজী টি এস্টেট চা চাষ শুরু করে পঞ্চগড়ে (ছবি: ওয়ালিউল বিশ্বাস) পর্যটন নগরী হিসেবে গড়ে ওঠার মতো প্রয়োজনীয় অনেক কিছু আছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলায়। হেমন্ত ও শীতকালে পঞ্চগড় থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য। মহানন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক ডাকবাংলো থেকে দুই বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন অনেকে। এছাড়া সমতল ভূমিতে চা বাগানের সৌন্দর্য আর দেশের একমাত্র রকস মিউজিয়াম পঞ্চগড়েই। তেঁতুলিয়া উপজেলায় চা বাগানের সুবাদে রয়েছে সবুজের সমারোহ।


মহানন্দা নদীর তীরে দুই বাংলার প্রাকৃতিক সৌন্দর্য বেশ উপভোগ্য (ছবি: ওয়ালিউল বিশ্বাস) ১৯৪৭ সালে ভারত বিভক্তির পর দিনাজপুর জেলার ঠাকুরগাঁও মহকুমার অন্তর্ভুক্ত হয় পঞ্চগড় থানা। ১৯৮০ সালে ১ জানুয়ারি ঠাকুরগাঁও মহকুমার পাঁচটি থানা তেঁতুলিয়া, পঞ্চগড় সদর, আটোয়ারী, বোদা ও দেবীগঞ্জ নিয়ে পঞ্চগড় মহকুমা সৃষ্টি হয়। ১৯৮৪ সালের ১ ফেব্রুয়ারি জেলায় উন্নীত হয় পঞ্চগড় মহকুমা।
সূত্র: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন

আরও পড়ুন-

* তেঁতুলিয়ায় উঁকি দিচ্ছে হিমালয় ও কাঞ্চনজঙ্ঘা

/জেএইচ/চেক/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিলির উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
চিলির উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচারের ঘটনায় মামলা 
সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচারের ঘটনায় মামলা 
এসআই নিয়োগ পরীক্ষার ফলে ভুল রোল, পুলিশের দুঃখ প্রকাশ
এসআই নিয়োগ পরীক্ষার ফলে ভুল রোল, পুলিশের দুঃখ প্রকাশ
বাংলাদেশ সব বকেয়া পরিশোধ করবে, আশাবাদী আদানি পাওয়ার
বাংলাদেশ সব বকেয়া পরিশোধ করবে, আশাবাদী আদানি পাওয়ার
সর্বাধিক পঠিত
কূটনীতিক সুফিউর রহমানের নিয়োগ নিয়ে হচ্ছে কী
কূটনীতিক সুফিউর রহমানের নিয়োগ নিয়ে হচ্ছে কী
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
এনবিআরের বিভক্তিতে সুফল মিলবে?
এনবিআরের বিভক্তিতে সুফল মিলবে?
রবিবার দেশে ফিরছেন খালেদা জিয়া
রবিবার দেশে ফিরছেন খালেদা জিয়া