X
শনিবার, ২৮ জুন ২০২৫
১৪ আষাঢ় ১৪৩২

সাগরতলের রহস্য জানতে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে পর্যটকদের ভিড়

আবদুল আজিজ, কক্সবাজার
০৩ জুলাই ২০১৯, ২০:৩৫আপডেট : ০৩ জুলাই ২০১৯, ২০:৩৫

সাগরতলের রহস্য জানতে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে পর্যটকদের ভিড় পাহাড়, গুহা, পানি, উঁচু-নিচু আর এলোমেলো পথ— পর্যটন নগরী কক্সবাজারের রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড এমনই রোমাঞ্চকর। সাগরতলের রহস্য জানতে এখানে প্রতিনিয়ত ভিড় করছেন দেশি-বিদেশি পর্যটকরা।
সংশ্লিষ্টরা মনে করছেন, চিত্তবিনোদনের পাশাপাশি সাগরের জীববৈচিত্র্য সম্পর্কে জানতে শিক্ষার্থীদের জন্য সহায়ক এটি। এর মাধ্যমে কক্সবাজারসহ দেশীয় পর্যটন শিল্পে ইতিবাচক প্রভাব পড়ছে।

সাগরতলের রহস্য জানতে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে পর্যটকদের ভিড় মালয়েশিয়ার কারিগরি প্রকৌশলির সহায়তায় নির্মিত আন্তর্জাতিক মানের অ্যাকুরিয়ামটি নির্মাণে লেগেছে দুই বছর। এতে বঙ্গোপসাগরের বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ সংরক্ষণসহ অচেনা ও বিলুপ্তপ্রায় অনেক প্রাণী রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য— সামুদ্রিক শৈল মাছ, হাঙ্গর, পিতম্বরী, আউস, শাপলা, পাতা, সাগর কুচিয়া, বোল, পানপাতা, পাংগাস, চেওয়া, কাছিম, কাঁকড়া, জেলি ফিসসহ অর্ধশতাধিক প্রজাতির মাছ।

সাগরতলের রহস্য জানতে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে পর্যটকদের ভিড় সিলেট থেকে আসা পারভেজ চৌধুরী বলেন, ‘অনেকের মুখে এই অ্যাকুরিয়ামের কথা শুনেছি। এবার এটি ঘুরে দেখে আনন্দ পেলাম। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড সত্যি খুব সুন্দর। এখানে এসে অনেক কিছু জানা হলো।’

গাজীপুরের বাসিন্দা সাজেদুল আলমের কথায়, ‘প্রবেশের সময় মনে হচ্ছিল বুঝি কোনও গুহা! কিন্তু ভেতরে এটি অনেকটা সাগরের মতো। ওপরে-নিচে পানি আর পানি। আর পানিতে নানান প্রজাতির মাছ।’

সাগরতলের রহস্য জানতে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে পর্যটকদের ভিড় ঢাকার ভ্রমণপ্রেমী রাহেলা বীথি বলেন, ‘এত মাছ একসঙ্গে কখনও দেখিনি। এর মধ্যে কিছু মাছ আগে দেখা হয়নি। অ্যাকুরিয়ামটি খুব সুন্দর। সাগরের আদলে সাজানো হয়েছে এটি।’

কক্সবাজার রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘ধীরে ধীরে পরিচিতি লাভ করছে অ্যাকুরিয়ামটি। পর্যটকদের জন্য এটি লোভনীয় একটি জায়গা। মাছ যে চিত্তবিনোদন হতে পারে তা বুঝিনি। এখন অভাবনীয় সাড়া পাচ্ছি।’

সাগরতলের রহস্য জানতে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে পর্যটকদের ভিড় এই ব্যবসায়ী জানান, কক্সবাজারে প্রতি বছর লাখো পর্যটকের সমাগম ঘটে। তাদের জন্য রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড নিরাপত্তাসহ গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রেখেছে।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান’ পালনে জামায়াতের কর্মসূচি
‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান’ পালনে জামায়াতের কর্মসূচি
পেশাগত মর্যাদা ও অধিকার নিশ্চিতে হরিজন সম্প্রদায়ের ১৪ দফা দাবি
পেশাগত মর্যাদা ও অধিকার নিশ্চিতে হরিজন সম্প্রদায়ের ১৪ দফা দাবি
প্রথম শ্রেণিতে ৯ হাজার রানের পরও বিজয়ের কেন সুযোগ হবে না, প্রশ্ন শান্তর
প্রথম শ্রেণিতে ৯ হাজার রানের পরও বিজয়ের কেন সুযোগ হবে না, প্রশ্ন শান্তর
ধর্মঘট প্রত্যাহার, পাবনা থেকে ঢাকাগামী বাস চলাচল শুরু
ধর্মঘট প্রত্যাহার, পাবনা থেকে ঢাকাগামী বাস চলাচল শুরু
সর্বাধিক পঠিত
ভাঙা হলো বিজয় সরণির ‘মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ’, হবে জুলাই স্মরণে ‘গণমিনার’
ভাঙা হলো বিজয় সরণির ‘মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ’, হবে জুলাই স্মরণে ‘গণমিনার’
বিরোধীদের নিষিদ্ধ করা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পথ নয়: দ্য ইকোনমিস্ট
বিরোধীদের নিষিদ্ধ করা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পথ নয়: দ্য ইকোনমিস্ট
বিমানে যুক্ত হচ্ছে আরও দুটি এয়ারক্র্যাফট, যাচ্ছেও ২টি
বিমানে যুক্ত হচ্ছে আরও দুটি এয়ারক্র্যাফট, যাচ্ছেও ২টি
খিলক্ষেতে মণ্ডপ উচ্ছেদ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য
খিলক্ষেতে মণ্ডপ উচ্ছেদ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য
যমুনা সেতু থেকে সরিয়ে ফেলা হচ্ছে রেলপথ
যমুনা সেতু থেকে সরিয়ে ফেলা হচ্ছে রেলপথ