X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

১২৫ মাইল দূর থেকে খালি চোখে দেখা যাচ্ছে হিমালয়

জার্নি ডেস্ক
১১ এপ্রিল ২০২০, ১৬:৩০আপডেট : ১১ এপ্রিল ২০২০, ১৬:৩৯

পাঞ্জাবের জালান্ধার থেকে দৃশ্যমান ঝকঝকে হিমালয় আকাশ পরিষ্কার থাকায় ভারতের উত্তরাঞ্চল থেকে খালি চোখেই দেখা যাচ্ছে হিমালয় পর্বতমালা। প্রায় ৩০ বছর পর প্রথমবারের মতো এমন নয়নাভিরাম দৃশ্য উপভোগ করছেন পাঞ্জাব রাজ্যের জালান্ধার জেলার বাসিন্দারা। হিমালয় থেকে ১২৫ মাইল দূরে তুষারাবৃত পর্বত দেখে সবাই বিস্মিত। বাড়ির ছাদে উঠে এই নৈসর্গিক চিত্র ক্যামেরাবন্দি করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার দিয়েছেন তারা। 

করোনাভাইরাস মোকাবিলায় ২১ দিনের লকডাউনে থাকায় ভারতের বেশিরভাগ অঞ্চলে বায়ুদূষণ কমেছে। এর ফলেই এতদূর থেকে ঝকঝকে হিমালয় দৃশ্যমান।

ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং প্রথমবারের মতো হিমালয় দেখেছেন। মাইক্রো ব্লগিং সাইট টুইটারে তিনি লিখেছেন, ‘জালান্ধারে আমার বাসার ছাদ থেকে ধওলাধর রেঞ্জ কখনও দেখিনি। ভাবতেই পারিনি এটা সম্ভব হবে। আমাদের কারণে প্রকৃতির ওপর দূষণ কতটা প্রভাব ফেলেছে তা এখন সুস্পষ্ট।’

পাঞ্জাবের জালান্ধার থেকে দৃশ্যমান ঝকঝকে হিমালয় নয়াদিল্লির একজন বাসিন্দার কথায়, ‘প্রকৃতিকে আমরা বিনষ্ট করেছি। দূষণ সর্বনিম্ন স্তরে নেমে আসায় ৩০ বছর পর জালান্ধার থেকে ২০০ কিলোমিটার দূরে হিমাচল প্রদেশের ধওলাধর রেঞ্জ দেখা যাচ্ছে।’

টুইটারে জালান্ধারের বাসিন্দা মানজিৎ কাং বাড়ির ছাদ থেকে হিমালয় দেখার অভিজ্ঞতা বর্ণনা করেছেন এভাবে, ‘কী অসাধারণ! প্রায় ৩০ বছর পর বাসার ছাদ থেকেই হিমালয় পরিষ্কার দেখছি।’

সন্ত বলবীর সিং সিচেওয়াল নামের একজন বাসিন্দা সাংবাদিকদের বলেন, বাড়ির ছাদ থেকে আমরা পরিষ্কার তৃষারাবৃত পর্বত দেখতে পাচ্ছি। শুধু তাই, রাতের তারা দৃশ্যমান হচ্ছে। সাম্প্রতিক সময়ে এমন কিছু কখনও দেখিনি। যানবাহন বন্ধ থাকায় সব রাস্তা ফাঁকা, আকাশপথে ফ্লাইট চলাচল স্থগিত। পানি, বিদ্যুৎ, কাঁচাবাজার, পৌরসেবা, অগ্নিনির্বাপন ও স্বাস্থ্যসেবা বাদে সবকিছু বন্ধ রয়েছে। তাই দূষণের স্তর অনেক নিচে নেমে এসেছে।’

পাঞ্জাবের জালান্ধার থেকে দৃশ্যমান ঝকঝকে হিমালয় সুইজারল্যান্ড ভিত্তিক সংস্থা আইকিউএয়ারের তথ্যানুযায়ী, গত বছর বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল ভারতের দিল্লি। তবে ২১ দিনের লকডাউনে গাড়ি ও শিল্প-কারখানা বন্ধ থাকায় দূষণের মাত্রা হ্রাস পেয়েছে। এমন পরিস্থিতিতে আবহাওয়ায় বিপুল পরিবর্তন এসেছে। 
ভারতের আবহাওয়া বিভাগ বলছে, দেশব্যাপী লকডাউনের ফলে বায়ু মানের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। ইন্ডিয়া টুডে ডেটা ইন্টেলিজেন্স ইউনিট জানায়, লকডাউনের প্রথম দিন (২৪ মার্চ) থেকেই বাতাসে উন্নতির চিত্র দেখা যাচ্ছে।

এদিকে হিমালয় পর্বতমালা এখন অভিযাত্রীশূন্য। এভারেস্টের নেপালি ও চীনা অংশসহ সব পর্বতে একমাস ধরে প্রবেশাধিকার বন্ধ রাখা হয়েছে।

সূত্র: ডেইলি মেইল

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের
ড. ইউনূস মহাসমুদ্র, তিনি কেন পুকুর চুরি করবেন: দাবি আইনজীবীর
ড. ইউনূস মহাসমুদ্র, তিনি কেন পুকুর চুরি করবেন: দাবি আইনজীবীর
ভারতীয় শাড়ি দিয়ে কাঁথা সেলাই করা হয়েছে: প্রধানমন্ত্রীর উদ্দেশে রিজভী
ভারতীয় শাড়ি দিয়ে কাঁথা সেলাই করা হয়েছে: প্রধানমন্ত্রীর উদ্দেশে রিজভী
স্বাধীনতার মর্মার্থকে অকার্যকর চায় বিএনপি: ওবায়দুল কাদের
স্বাধীনতার মর্মার্থকে অকার্যকর চায় বিএনপি: ওবায়দুল কাদের
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি