X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ক্রাইস্ট দ্য রিডিমারকে সাজানো হলো চিকিৎসক

জার্নি ডেস্ক
১৪ এপ্রিল ২০২০, ১১:৩০আপডেট : ১৪ এপ্রিল ২০২০, ১১:৩১

 

ক্রাইস্ট দ্য রিডিমার চিকিৎসক হয়ে উঠলো ব্রাজিলের ক্রাইস্ট দ্য রিডিমার! খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডেতে (১২ এপ্রিল) চিকিৎসকের সাজে আলোকিত করা হয় যিশু খ্রিস্টের বিখ্যাত এই মূর্তি। এর মাধ্যমে করোনা মহামারিতে সামনে থেকে লড়ে যাওয়া স্বাস্থ্যকর্মীদের সম্মান জানানো হলো।

ক্রাইস্ট দ্য রিডিমার ব্রাজিলের ঐতিহাসিক জাতীয় ঐতিহ্য। কোকোভাডো পাহাড়ের চূড়া থেকে রিও ডি জানেইরো শহরে তাকিয়ে থাকা ১৩০ ফুট উঁচু মূর্তিটিতে রবিবার রাতে আলো জ্বেলে করোনায় ক্ষতিগ্রস্ত বেশকিছু দেশের পতাকা দেখানো হয়। এছাড়া ‘ইস্পেরেনচা’ (আশা) লেখা প্রদর্শনের আগে ভেসে ওঠে– তুদো ভায় ফিকার (সবকিছু টিকে থাকবে)।

লাইট শো চলাকালীন মূর্তির নিচে শহরটির প্রধান যাজক ওরানি জোয়াও তেমপেস্তা বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘এখন বিভেদ নয়, ঐক্য ও সংহতির সময়। আমরা একই শত্রুর বিরুদ্ধে লড়তে ঐক্যবদ্ধ হয়েছি। করোনায় মারা যাওয়া ও করোনা রোগী থাকা পরিবারগুলোর জন্য প্রার্থনা করি।’

ক্রাইস্ট দ্য রিডিমার

চিকিৎসকের পোশাক ছাড়াও ক্রাইস্ট দ্য রিডিমারে প্রদর্শন করা হয় মাস্ক। এছাড়া স্বাস্থ্যকর্মীদের স্প্যানিশ, ফরাসি, ইতালিয়ান, হাঙ্গেরিসহ বিভিন্ন ভাষায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়। মূর্তির এক হাতের ওপর দেখা যায় মূল স্লোগান– ‘ফিকি ইম কাজা’ অর্থাৎ ‘স্টে অ্যাট হোম’ (ঘরে থাকুন)। অন্য হাতে লেখা ছিল ‘ইস্তামস জুনতোস’ (আমরা একসঙ্গে)।

খ্রিস্টান ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, যিশু খ্রিস্ট মৃত্যুর তৃতীয় দিনে রবিবার ফিরে আসেন। পুনরুত্থানের ওই রবিবার ‘ইস্টার সানডে’ হিসেবে পরিচিত। যিশু খ্রিস্টের এই ফিরে আসার দিন উপলক্ষে দেশে দেশে খ্রিস্টান ধর্মাবলম্বীরা পালন করেন ইস্টার সানডে।

ক্রাইস্ট দ্য রিডিমারে প্রদর্শিত ইতালির পতাকা

 

করোনা প্রাদুর্ভাব চলাকালীন এ নিয়ে দ্বিতীয়বার আলোকিত করা হলো পৃথিবীর সপ্তাশ্চর্যের অন্যতম ক্রাইস্ট দ্য রিডিমার। গত মাসে মূর্তিটির ওপর ভেসে ওঠে কোভিড-১৯ রোগে আক্রান্ত সব দেশের পতাকা।

যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স ইউনিভার্সটির তথ্যানুযায়ী, ব্রাজিলে করোনা আক্রান্তের সংখ্যা ২২ হাজারেরও বেশি। এর মধ্যে ১ হাজার ২৩০ জনের মৃত্যু হয়েছে।

ক্রাইস্ট দ্য রিডিমার তথ্যসূত্র: সিএনএন

আরও পড়ুন-
ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তিতে বাংলাদেশের পতাকা

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’