X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

স্পেনে আটকে পড়া ছাত্রীকে বিনামূল্যে ইতালি পৌঁছে দিলেন ট্যাক্সি ড্রাইভার

জনি হক
২৮ এপ্রিল ২০২০, ১২:৫০আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ১২:৫৭

কেপা আমান্তেগি ও জাদা কোল্লালতো করোনাভাইরাস সংকটের কারণে স্পেনে আটকে পড়েছিলেন এক ইতালিয়ান ছাত্রী। ট্যাক্সিতে চড়ে দেড় হাজার কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে ঘরে ফিরতে পেরেছেন তিনি। চমকপ্রদ ব্যাপার হলো, তার কাছ থেকে কোনও ভাড়া নেননি চালক!

ট্যাক্সি চালকের নাম কেপা আমান্তেগি। তার বয়স ২২ বছর। তিনি গাড়ি চালিয়ে বাড়ি পৌঁছে দিয়েছেন জাদা কোল্লালতোকে। মেয়েটির বয়স ২২ বছর। স্পেনের বিলবাও থেকে ইতালির ভেনিসের কাছে মন্তেবেল্লোতে পৌঁছানোর আগে একের পর এক দুর্ভাগ্যজনক ঘটনার সম্মুখীন হন তিনি।

গত ১ ফেব্রুয়ারি থেকে বিলবাওয়ে ইউরোপিয়ান এক্সচেঞ্জ প্রোগ্রাম এরাসমাস’-এ ভাষা শিখছিলেন জাদা কোল্লালতো। জুনের শেষ অবধি পর্যন্ত ইউনিভার্সিটি লেকচারে অংশ নেওয়ার কথা ছিল তার।

আমেরিকান সংবাদমাধ্যম সিএনএনকে এই তরুণী বলেন, ‘করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর স্পেনেই থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। ভেবেছিলাম দেখি না কী হয়।’

কিন্তু মার্চের মাঝামাঝি ইউনিভার্সিটি বন্ধ হয়ে যায়। লেকচার ও পরীক্ষা চলতে থাকে অনলাইনে। তখন মেয়েটি উপলব্ধি করে, এখন আর পাহাড়ে ঢাকা শহরে থাকার কোনও মানে হয় না। তিনি বলেন, ‘আমি একা হয়ে পড়েছিলাম। আমার দুই স্প্যানিশ রুমমেট চলে গিয়েছিল।’

ঘরে ফেরার উপায় খুঁজতে যারপরনাই চেষ্টা করে যাচ্ছিলেন জাদা কোল্লালতো। ইতালিয়ান দূতাবাসের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা ইন্টারনেট ও ফোন কলে ব্যস্ত ছিলেন তিনি। শেষমেষ একটি বিমান টিকিট কিনতে পেরেছিলেন। স্পেনের মাদ্রিদ থেকে ফ্রান্সের রাজধানী প্যারিস, এরপর সেখান থেকে ইতালির রাজধানী রোম হয়ে সবশেষে ভেনিস।

পথটা অনেক ঝক্কির হলেও গত ৮ এপ্রিল স্পেনের রাজধানী মাদ্রিদের বিমানবন্দরে পৌঁছায় মেয়েটি। কিন্তু বিভিন্ন বিধিনিষেধের মধ্যে পড়তে হয় তাকে। শেষ পর্যন্ত একজন ফ্লাইট অ্যাটেনড্যান্ট এসে জানান, তাকে ভ্রমণের অনুমতি দেওয়া যাচ্ছে না।

জাদা কোল্লালতোর কথায়, ‘আমি খুব মরিয়া আর ক্ষুব্ধ হয়ে পড়েছিলাম। আমার বাবা-মা চিন্তিত ছিলেন। কিন্তু আমাকে কোনোভাবেই সহযোগিতা করতে পারছিলেন না তারা। দূতাবাসে ফোন দিলাম। তারা একটি ইমেইল পাঠাতে বলেন। মাদ্রিদের সব হোটেল বন্ধ ছিল। তাছাড়া বিলবাও ফেরার গণপরিবহন ছিল না।’

মেয়েটির এক বন্ধু বিলবাওয়ের ট্যাক্সিচালক আমান্তেগিকে চেনেন। তার সঙ্গে যোগাযোগ করেন তিনি। কোল্লালতো বলেন, ‘লোকটি তাৎক্ষণিকভাবে আমাকে নিতে আসতে রাজি হন। এরপর বিলবাও থেকে মাদ্রিদে নয় ঘণ্টা গাড়ি চালিয়ে আসেন। তারপর আমাকে নিয়ে আবারও বিলবাও ফেরেন।’

কিন্তু বিলবাওয়ে মেয়েটি যে অ্যাপার্টমেন্টে ছিলেন তাতে আর ওঠার সুযোগ ছিল না তার। তাই ট্যাক্সিচালক নিজের পারিবারিক বাড়িতে রাতে থাকার প্রস্তাব দেন কোল্লালতোকে। তিনি বলেন, ‘লোকটার মা-বাবা ও দুই বোন আমাকে পরিবারের একজন হিসেবে স্বাগত জানিয়েছেন। তাদের সহযোগিতা কখনও ভুলবো না।’

পরদিন সকালে কোল্লালতো ও আমান্তেগি আজব পরিকল্পনা করেন। বিলবাও থেকে ট্যাক্সিতে চড়ে ইতালি যাওয়া চাট্টিখানি কথা নয়। মেয়েটি জানায়, ‘আমরা স্থানীয় কর্তৃপক্ষকে ফোন করে প্রয়োজনীয় সমস্ত অনুমোদন নিয়েছি। আমি যেহেতু বাড়ি ফিরছি, তাই আমাকে অনুমতি দেওয়া হয়। আর ট্যাক্সি ড্রাইভার হিসেবে কাজের ধরনের সুবাদে তাকে অনুমতির জন্য বেগ পেতে হয়নি।’

গত ১০ এপ্রিল স্থানীয় সময় সকাল ৮টায় বিলবাও থেকে রওনা দেন দু’জনে। ১২ ঘণ্টা পর ইতালির মন্তেবেল্লোতে পৌঁছান তারা। ফ্রান্স ও ইতালির সীমান্তে পুলিশের গাড়ি দেখা গেলেও তাদের কেউ থামায়নি।

বাড়ি পৌঁছার পর কোল্লালতো ভাড়া দিতে চেয়েছিলেন। কিন্তু তাকে অবাক করে আমান্তেগি বলেন, ‘আপনার কাছ থেকে কোনও সুবিধা নিতে চাই না। আপনি কঠিন পরিস্থিতিতে পড়েছেন দেখেছি। ভাড়া নিয়ে ভাববেন না।’

মেয়েটির কাছ থেকে শুধু মাদ্রিদ থেকে বিলবাও নিয়ে আসার ভাড়া নিয়েছেন ট্যাক্সিচালক। তাকে রাতটুকু থেকে পরদিন সকালে স্পেনে ফেরার নিমন্ত্রণ জানায় কোল্লালতোর মা-বাবা। মেয়ে বাড়ি ফেরার পর তাদের চোখে দেখা যায় আনন্দাশ্রু। আমান্তেগিকে তারা ওয়াইন ও চকোলেটসহ একঝুড়ি উপহার দিয়েছেন।

জাদা কোল্লালতো বলেন, ‘এটা এমন কিছু যা কখনোই ভুলবো না। আমি এই তরুণের কাছে পুরোপুরি অচেনা ছিলাম। অথচ আমার জন্য তিন হাজার কিলোমিটারেরও বেশি পথ গাড়ি চালিয়ে যাওয়া-আসা করেছে সে। কোভিড-১৯ মহামারির কারণে মানুষের সেরা দিকটি দেখেছি।’

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো