সোশ্যাল মিডিয়ায় মার্কিন সেনাদের ছবি প্রচার ও সমালোচনার পর ফায়ার সার্ভিস জানিয়েছে, কক্সবাজার সমুদ্রসৈকতে ফায়ার সার্ভিসের সদস্যদের প্রশিক্ষণ দিয়েছেন মার্কিন সেনা ও বিমান বাহিনীর সদস্যরা।
রবিবার (১৮ মে) শুরু হওয়া এ প্রশিক্ষণ বুধবার (২১ মে) সৈকতের হিমছড়ি প্যারাসেইলিং পয়েন্টে শেষ হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের সিনিয়র স্টাফ অফিসার (মিডিয়া সেল) শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইউএস অ্যাম্বাসির সহযোগিতায় চট্টগ্রাম বিভাগের ফায়ার সার্ভিসের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে একটা সিরিজ কোর্স চলছে।
এর আগে, ২৭ এপ্রিল থেকে ১ মে ‘হাই অ্যাঙ্গেল রেসকিউ ট্রেনিং’ শেষ হয়েছে। আর আগামী ৮ জুন থেকে ১২ জুন পর্যন্ত ‘এম.এফ.আর. ট্রেন দ্য ট্রেইনার’ অনুষ্ঠিত হবে।
ফায়ার সার্ভিস সদর দফতর প্রশিক্ষণ সম্পর্কে আরও জানায়, কক্সবাজারে ‘সুইফট ওয়াটার রেসকিউ ট্রেনিং’ কোর্স সম্পন্ন করেছেন ফায়ার সার্ভিসের ১৫ জন কর্মকর্তা-কর্মচারী। কোর্সটি ১৮ মে শুরু হয়ে ২১ মে ২০২৫ শেষ হয়।
এ প্রশিক্ষণে জলোচ্ছ্বাস, ফ্লাশ ফ্লাড বা বন্যায় ভেসে যাওয়া মানুষকে উদ্ধারের কৌশল শেখানো হয়। ইউএস অ্যাম্বাসি কর্তৃক কোর্সটির আয়োজন করা হয়।
কক্সবাজার সমুদ্র সৈকতের ইনানি বিচসহ বিভিন্ন অংশে ও সুইমিং পুলে কোর্সের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।
২০২১ সাল হতে ইউএস আর্মির পক্ষ হতে বাংলাদেশ ফায়ার সার্ভিসের প্রায় ২৮০ জন সদস্যকে ‘মেডিক্যাল ফার্স্ট রেসপন্ডার কোর্স’; ‘হাই অ্যাংগেল রেসকিউ কোর্সসহ বিভিন্ন কোর্স করানো হয়েছে।