X
শুক্রবার, ২৩ মে ২০২৫
৮ জ্যৈষ্ঠ ১৪৩২

‘একমাত্র নির্বাচিত সরকারই জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ মে ২০২৫, ২২:৩১আপডেট : ২২ মে ২০২৫, ২২:৩১

করিডর-বন্দরের মতো জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে একমাত্র নির্বাচিত সরকারই সিদ্ধান্ত নিতে পারে। এটা অন্তর্বর্তী সরকারের কাজ নয় বলে উল্লেখ করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি।

বৃহস্পতিবার (২২ মে) গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে এ সব কথা উল্লেখ করেন সংগঠনের আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান।

বিবৃতিতে মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডর সংক্রান্ত বিষয়ে তারা বলেন, জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। কেবলমাত্র জনগণের মাধ্যমে নির্বাচিত সরকারই এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে তুলে দেওয়া নিয়ে নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃদপিণ্ড। জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট এ ধরনের স্পর্শকাতর স্থাপনা পরিচালনার ভার বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত একটি অন্তর্বর্তী সরকার কোনোভাবেই নিতে পারে না। কেননা এতে জাতীয় স্বার্থের পাশাপাশি জাতীয় নিরাপত্তার বিষয়টিও জড়িত এবং এ সিদ্ধান্ত কেবল জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একটি রাজনৈতিক সরকারই নিতে পারে।

দেশে চলমান মব জাস্টিস বিষয়ে বিবৃতিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে তারা বলেন, মব জাস্টিসের নামে মহল বিশেষের ব্যক্তি ও গোষ্ঠীগত স্বার্থ চরিতার্থ করার প্রচেষ্টা কোনোভাবেই আর সহ্য করা হবে না। দেশে আইন-আদালত থাকা সত্ত্বেও আইন নিজের হাতে তুলে নিয়ে দেশে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা ও জনমনে আতঙ্ক সৃষ্টির প্রয়াস বিএনপি রাজনৈতিক ও সামাজিকভাবে প্রতিহত করবে।

/এফআর/
সম্পর্কিত
নাশকতা মামলায় কেন্দ্রীয় নেতা অমিতসহ বিএনপির ৩৯১ নেতাকর্মী খালাস
যশোর পৌর কৃষক দলের সভাপতিকে গুলি করে হত্যা
সাতক্ষীরা পৌরসভানিজেকে মেয়র ঘোষণা দিয়ে দায়িত্ব বুঝিয়ে দিতে ৭ দিন সময় দিলেন বিএনপি নেতা
সর্বশেষ খবর
মার্শের ঝড়ো সেঞ্চুরিতে গুজরাটকে হারালো লখনউ
মার্শের ঝড়ো সেঞ্চুরিতে গুজরাটকে হারালো লখনউ
করাচিকে বিদায় করে টিকে থাকলো সাকিবদের লাহোর
করাচিকে বিদায় করে টিকে থাকলো সাকিবদের লাহোর
জুলাই ঐক্য বিনষ্টের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
জুলাই ঐক্য বিনষ্টের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
ক্রলি, ডাকেট ও পোপের সেঞ্চুরিতে প্রথম দিনেই ইংল্যান্ডের রান উৎসব
ক্রলি, ডাকেট ও পোপের সেঞ্চুরিতে প্রথম দিনেই ইংল্যান্ডের রান উৎসব
সর্বাধিক পঠিত
বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন: আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান ৪ বিদেশি সংগঠনের
বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন: আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান ৪ বিদেশি সংগঠনের
বাংলাদেশে জনগণের মৌলিক স্বাধীনতা ঝুঁকিতে ফেলেছে সরকার: এইচআরডব্লিউ
বাংলাদেশে জনগণের মৌলিক স্বাধীনতা ঝুঁকিতে ফেলেছে সরকার: এইচআরডব্লিউ
যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরই খাবে: আসিফ মাহমুদ
যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরই খাবে: আসিফ মাহমুদ
নওগাঁয় আম পাড়া শুরু, আম্রপালি পাওয়া যাবে কবে
নওগাঁয় আম পাড়া শুরু, আম্রপালি পাওয়া যাবে কবে
‘বিভাজনমূলক’ বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন উপদেষ্টা মাহফুজ
‘বিভাজনমূলক’ বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন উপদেষ্টা মাহফুজ