X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

১৩৭ দিন পর আবারও খুললো রাঙামাটির ঝুলন্ত সেতু

জিয়াউল হক, রাঙামাটি
০৩ আগস্ট ২০২০, ২২:৪৪আপডেট : ০৩ আগস্ট ২০২০, ২২:৪৮

রাঙামাটির ঝুলন্ত সেতু ঝুলন্ত সেতুকে বলা হয়ে থাকে ‘সিম্বল অব রাঙামাটি’। ১৩৭ দিন পর পর্যটকদের জন্য উন্মুক্ত হলো এটি। সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে জেলার সবচেয়ে আকর্ষণীয় এই গন্তব্য চালু হওয়ার বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন রাঙামাটি পর্যটন কেন্দ্রের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া। মাস্ক ছাড়া কেউ এখানে বেড়াতে পারবেন না বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
রাঙামাটির ঝুলন্ত সেতু করোনাভাইরাস মহামারির কারণে সরকারি নির্দেশনায় ঝুলন্ত সেতুসহ রাঙামাটির সব পর্যটন কেন্দ্র গত ১৮ মার্চ বন্ধ করা হয়েছিল। সবশেষ চার মাসে জেলার পর্যটন খাতে প্রায় এককোটি টাকা লোকসান হয়েছে। 

রাঙামাটির ঝুলন্ত সেতু রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পর্যটন ব্যবস্থাপক আমার কাছে এসেছিলেন। তাকে বলেছি, সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে পর্যটন কেন্দ্র খুলে দিতে পারেন। সেই অনুযায়ী ঝুলন্ত সেতু খোলার সিদ্ধান্ত নিয়েছেন তারা। তবে আমি স্পষ্টভাবে বলে দিয়েছি, কেউ যেন মাস্ক ছাড়া সেখানে না যায় এবং একইসঙ্গে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে।’

প্রতি বছর ঈদের ছুটিতে হাজার হাজার পর্যটকের পদচারণায় মুখর থাকে রাঙামাটি। কিন্তু গত দুই ঈদে পর্যটক শূণ্য ছিল এই পার্বত্য জেলা। এ কারণে হোটেল-মোটেল ও পর্যটন খাতের সংশ্লিষ্টরা কর্মহীন হয়ে পড়েছেন। সীমিতি আকারে ঝুলন্ত সেতু খুলে দেওয়ায় আশার আলো ফিরেছে তাদের চোখেমুখে।

রাঙামাটির ঝুলন্ত সেতু রাঙামাটি শহরের একেবারে শেষ প্রান্তে অবস্থিত পর্যটন কেন্দ্রটি। এটি পরিচালনা করে বাংলাদেশ পর্যটন করপোরেশন। ঝুলন্ত সেতুর পাশে কাপ্তাই হ্রদে নৌ-ভ্রমণের জন্য রয়েছে অসংখ্য বোট।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
বাড্ডায় নারীর মরদেহ উদ্ধার
বাড্ডায় নারীর মরদেহ উদ্ধার
ম্যানসিটির ওপর চাপ ধরে রাখলো আর্সেনাল
ম্যানসিটির ওপর চাপ ধরে রাখলো আর্সেনাল
এবার এক লাফে স্বর্ণের ভরিতে বাড়লো ৬ হাজার টাকার বেশি
এবার এক লাফে স্বর্ণের ভরিতে বাড়লো ৬ হাজার টাকার বেশি
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ