X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ভ্রমণবান্ধব পাসপোর্ট সূচকে বাংলাদেশের দুই ধাপ অবনতি

জার্নি রিপোর্ট
০৩ অক্টোবর ২০১৯, ১৬:৪৮আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ১৭:০০

বাংলাদেশের পাসপোর্ট বিদেশ ভ্রমণে সবুজ পাসপোর্ট আরেকটু দুর্বল হয়েছে। হেনলি পাসপোর্ট ইনডেক্সে দুই ধাপ নেমে এখন বাংলাদেশ আছে ৯৯ নম্বরে। বৈশ্বিক র‌্যাংকিংয়ে এর আগে ৯৭ নম্বরে ছিল লাল-সবুজ পতাকা। 

লন্ডনে অবস্থিত বৈশ্বিক নাগরিকত্ব ও আবাসনের পরামর্শক সংস্থা হেনলি অ্যান্ড পার্টনারসের দাবি, বাংলাদেশের পাসপোর্টধারীরা বিশ্বের ২০টি দেশে ভিসামুক্ত ও ২০টি দেশে ভিসা-অন-অ্যারাইভাল সুবিধায় ভ্রমণ করতে পারেন। আর পৃথিবীর ১৮৬টি দেশে যেতে বাংলাদেশিদের পাসপোর্টে ভিসা থাকতে হয়।
আমেরিকার মধ্যে কেবল বলিভিয়ায় ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা রয়েছে বাংলাদেশিদের। এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশকে এই সুবিধা দেয় মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা ও পূর্ব-তিমুর। এশিয়ার ভুটান ও ইন্দোনেশিয়ায় কোনও ভিসা ছাড়াই যেতে পারেন বাংলাদেশিরা।
তবে বাংলাদেশের পাসপোর্টধারীরা ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা বেশি পেয়ে থাকেন আফ্রিকায়। এ তালিকায় আছে সিয়েরা লিওন, কেপ ভার্দে আইল্যান্ড, কমোরেস আইল্যান্ড, গিনিয়া-বিসাউ, কেনিয়া, মাদাগাস্কার, মরিটানিয়া, মোজাম্বিক, রুয়ান্ডা, সিশেলেস, সোমালিয়া, টোগো, উগান্ডা। এছাড়া গাম্বিয়া ও লেসোথোতে যেতে বাংলাদেশের নাগরিকদের কোনও ভিসা প্রয়োজন হয় না।
বাংলাদেশের পাসপোর্টের জন্য ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা তুলে নিয়েছে পশ্চিম আফ্রিকার দেশ বেনিন ও পূর্ব আফ্রিকার জিবুতি। মূলত এ কারণে সূচকে অবনতি হয়েছে। 

ক্যারিবীয় দ্বীপগুলোর মধ্যে ১১টি জায়গায় ভিসামুক্ত যাতায়াত করতে পারেন বাংলাদেশিরা। গন্তব্যগুলো হলো বাহামাস, বারবাডোজ, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, ডমিনিকা, গ্রেনাডা, হাইতি, জ্যামাইকা, মন্টসেরাত, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডাইনস ও ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো।
প্রশান্ত মহাসাগরীয় দেশের মধ্যে কুক আইল্যান্ডস, ফিজি, মাইক্রোনেশিয়া, নুই ও ভানুয়াতুতে বাংলাদেশের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া যেতে পারেন। এছাড়া সামোয়া ও টুভালুতে বাংলাদেশিদের জন্য ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা রয়েছে।

হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী, বিদেশ ভ্রমণে এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট জাপান ও সিঙ্গাপুরের। এ দুটি দেশের নাগরিকরা ১৯০টি করে দেশে ভিসামুক্ত কিংবা ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পেয়ে থাকেন।

হেনলি পাসপোর্ট ইনডেক্সে বাংলাদেশ ২০১৯ সালের পাসপোর্ট র‌্যাংকিংয়ের শীর্ষস্থান পাওয়া জাপান ও সিঙ্গাপুরে যেতে বাংলাদেশের নাগরিকদের ভিসা নিতে হয়। এবারের সবচেয়ে দুর্বল পাসপোর্ট আফগানিস্তানে ঢুকতেও বাংলাদেশিদের ভিসা লাগে।
হেনলি পাসপোর্ট ইনডেক্সে বাংলাদেশের সঙ্গে ৯৯ নম্বরে যৌথভাবে আছে মধ্যপ্রাচ্যের ইরান ও পূর্ব আফ্রিকার দেশ এরিট্রেয়া।

পৃথিবীর ১৯৯টি পাসপোর্ট ও ২২৭টি ভ্রমণ গন্তব্য নিয়ে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) বিশেষ তথ্যের ওপর ভিত্তি করে তৈরি হয় হেনলি পাসপোর্ট ইনডেক্স। বিশ্বের বৃহৎ ও সবচেয়ে সঠিক ডাটাবেজ থাকে আইএটিএ’র কাছে।

ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) বিশেষ তথ্যের ওপর ভিত্তি করে আগে থেকে ভিসা না নিয়ে বিদেশ গমনের ওপর ভিত্তিতে তৈরি হয় হেনলি পাসপোর্ট ইনডেক্সের বৈশ্বিক র‌্যাংকিং।
আরও পড়ুন-
পৃথিবীর শক্তিধর পাসপোর্ট র‌্যাংকিংয়ে জাপান ও সিঙ্গাপুর শীর্ষে

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এ জে মোহাম্মদ আলীর সম্মানে বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচারকাজ
এ জে মোহাম্মদ আলীর সম্মানে বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচারকাজ
শিশুর ত্বকের যত্নে বাজারে এলো ‘সিওডিল বেবি ক্রিম’
শিশুর ত্বকের যত্নে বাজারে এলো ‘সিওডিল বেবি ক্রিম’
এই গরমে ক্রিকেট খেলা অমানবিক: সাকিব
এই গরমে ক্রিকেট খেলা অমানবিক: সাকিব
সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী
সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি