X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

৫৮ ফুট উঁচু বালির দুর্গ বানিয়ে বিশ্বরেকর্ড

জার্নি ডেস্ক
০৮ জুন ২০১৯, ২২:১৫আপডেট : ১০ জুন ২০১৯, ১০:৪৫

বালি দিয়ে বানানো বিশ্বের সবচেয়ে উঁচু দুর্গ বালি দিয়ে ভাস্কররা কত কিছুই তো বানাতে পারেন। তাই বলে দুর্গ! তাও ৫৭ দশমিক ৯৪ ফুট (১৭ দশমিক ৬৬ মিটার) উঁচু। জার্মানির সাগরপাড়ের বিনোদনমূলক শহর বিঞ্জে গড়ে তোলা হয়েছে চোখধাঁধানো এই বিস্ময়কর কাঠামো। এটাই বালি দিয়ে বানানো বিশ্বের সবচেয়ে উঁচু স্থাপত্য। ফলে তৈরি হয়েছে নতুন বিশ্বরেকর্ড।

রুগের ব্যালটিক সি আইল্যান্ডের ওপর বিঞ্জে বালির ভাস্কর্য উৎসবের অংশ হিসেবে তৈরি হয়েছে নিপুণ কারুকাজ করা দুর্গটি। ২০১০ সাল থেকে প্রতি বছর প্রতিযোগিতামূলক উৎসবটি হয়ে থাকে। এই আয়োজনে সৃজনশীল ভাস্কর্য দেখতে বিঞ্জের মনোরম সৈকতে জড়ো হয় পর্যটকরা।

২০১৭ সালে জার্মানির দুসবর্তে ১৬ দশমিক ৬৮ মিটার (৫৪ দশমিক ৭২ ফুট) উঁচু বালির দুর্গ তৈরি হয়েছিল। এটিকে টপকে গেলো বিঞ্জের স্থাপত্য। এই স্বীকৃতি হিসেবে উৎসবের আয়োজক টমাস ফ্যান ডানেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সনদপত্র হাতে পেয়েছেন।

আগামী নভেম্বর পর্যন্ত বালির দুর্গ দেখা যাবে জার্মানিতে এ বছরের মে মাসে বালির দুর্গটির নির্মাণ শুরু হয়। এটি দেখতে অনেকটা ‘গেম অব থ্রোনস’ সিরিজের একটি শহরের মতো। এতে একটি ড্রাগন, তার পা ও শীর্ষে চূড়া আছে। এটি তৈরিতে কাজ করেছেন বেশ কয়েকজন ভাস্কর।

তবে বালির ভাস্কর্য বা স্থাপত্য চিরকাল টেকে না। তাই বিঞ্জেতে গড়ে তোলা অপূর্ব দুর্গটি এ বছরের নভেম্বরের মধ্যে দেখে নিতে পারেন ভ্রমণপিপাসুরা। টিকিটের মূল্য ৮ দশমিক ৫০ ইউরো (৮১৫ টাকা)। শিশুদের জন্য প্রবেশ মূল্য ৫ দশমিক ৫০ ইউরো (৫২৮ টাকা)।

বালি ভাস্কর্য উৎসবের আয়োজক টমাস ফ্যান ডানেনের হাতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সনদপত্র বালুকাময় সৈকত হিসেবে ভ্রমণপ্রেমীদের মধ্যে বিঞ্জের ব্যাপক জনপ্রিয়তা। তবে প্রতিযোগিতায় ব্যবহারের জন্য নেদারল্যান্ডস থেকে বালি আমদানি করা হয়। কারণ ডাচ বালি দিয়ে ভাস্কর্য গড়া সুবিধাজনক।

সূত্র: সিএনএন

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিক্ষোভকারী শিক্ষার্থীদের বহিষ্কার করছে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়
বিক্ষোভকারী শিক্ষার্থীদের বহিষ্কার করছে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
ছেলেবেলার ক্লাবের শেয়ার বিক্রি করে দিচ্ছেন রোনালদো
ছেলেবেলার ক্লাবের শেয়ার বিক্রি করে দিচ্ছেন রোনালদো
ভারত-বাংলাদেশ সম্পর্কে নাটকীয় উন্নতি হয়েছে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
ভারত-বাংলাদেশ সম্পর্কে নাটকীয় উন্নতি হয়েছে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন