X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

রাজধানীতে পাসপোর্ট প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০১৭, ১৭:১৮আপডেট : ২০ জানুয়ারি ২০১৭, ১৮:১৪

র‌্যাবের হাতে আটক পাসপোর্ট প্রতারক চক্রের দুই সদস্য রাজধানীর মোহাম্মদপুর থেকে পাসপোর্ট প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলেন রবিউল হাসান প্রকাশ ওরফে রবিউল্লাহ (২৭) ও আবু বকর সিদ্দিক (২০)। এসময় তাদের কাছ থেকে ১৬১টি পাসপোর্ট, ম্যাজিস্ট্রেটসহ বিভিন্ন অফিসারের সিল ও দু’টি ল্যাপটপসহ অন্যান্য কাগজপত্র উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২০ জানুয়ারি) দুপুরে আগারগাঁওয়ে র‌্যাব-২-এর কার্যালয়ে লে. কর্নেল মো. ইফতেখারুল মাবুব এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। গতকাল বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকালে মোহাম্মদপুরের রায়েরবাজার আখড়ামন্দির সংলগ্ন বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কিছু সংঘবদ্ধ চক্র ভিসা জালিয়াতি করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ আসে সম্প্রতি র‌্যাবর কাছে। এই চক্র প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে এবং তাদের তৈরি নকল পাসপোর্ট নিয়ে বিদেশে গিয়ে বিপদে পড়ছে অসহায় মানুষ। এই ফাঁদে পড়ে অনেকেই সর্বস্ব হারাচ্ছেন বলে অভিযোগ পায় র‌্যাব।
এমন অভিযোগের সূত্র ধরে অভিযান চালিয়ে রবিউল ও আবু বকরকে আটক করা হয়। জালিয়াতির অভিযোগে তাদের গ্রেফতার করে র‌্যাব। রবিউল সম্পর্কে লে. কর্ণেল মো. ইফতেখারুল মাবুব বলেন, ‘বার কাউন্সিলের সদস্য না হয়েও সে নিজেকে অ্যাডভোকেট হিসেবে পরিচয় দেয়। নিজ এলাকাসহ পরিচিত মহলে সে বড় মাপের অ্যাডভোকেট হিসেবে পরিচিত। এই পরিচিতির পাশাপাশি শিক্ষার্থীদের ভিসাসহ অন্যান্য সব ধরনের ভিসার কাগজপত্রে জাল স্বাক্ষরের মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় সে।’
র‌্যাবর অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৬১টি পাসপোর্ট, ১২টি পাসপোর্ট আবেদন ফরম, ৫২টি পাসপোর্ট ডেলিভারি স্লিপ, ৪২ পাতা ব্যাংক এশিয়ার পাসপোর্ট ফিস পেমেন্ট রিসিপ্ট কপি, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ২ কপি, ২৪ পাতা পুলিশ ছাড়পত্র পাওয়ার আবেদনের খালি ফটোকপি ফরম, বাংলাদেশ সরকার বর্হিগমন কার্ডের ৯০ পাতা, মেডিক্যাল স্লিপ ২ পাতা, স্বাস্থ্য পরীক্ষা সার্টিফিকেট ২ পাতা, ১৫টি মেডিকেল স্লিপ পাওয়ার আবেদন ফরম, জন্ম সনদ/জাতীয়তা/চারিত্রিক সার্টিফিকেট ১৬ পাতা, আনুষঙ্গিক কিছু কাগজপত্রসহ অফিস ফাইল ৯৮টি, ৭টি দুই টাকা মূল্যমানের খালি স্ট্যাম্প, ১০ পাতা লিখিত বিভিন্ন স্ট্যাম্প, ম্যাজিস্ট্রেটসহ বিভিন্ন অফিসারদের সিল ৮৭টি, ২টি ল্যাপটপ ও এইচএসসি পরীক্ষার সার্টিফিকেটের ১০ কপি মূল নমুনা আটক করা হয়।
র‌্যাব জানিয়েছে, গ্রেফতার হওয়া দুই জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন-
৭ খুনের দায় র‌্যাবের নয়: বেনজীর

কেন অপরাধে জড়াচ্ছে কিশোররা!


/আরজে/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাঁটাই ও পলিশ বন্ধ হলে কম দামে চাল কিনতে পারবে মানুষ: খাদ্যমন্ত্রী
ছাঁটাই ও পলিশ বন্ধ হলে কম দামে চাল কিনতে পারবে মানুষ: খাদ্যমন্ত্রী
উচ্চশিক্ষা খাতকে ডিজিটালাইজেশনে আনার পরামর্শ ইউজিসির
উচ্চশিক্ষা খাতকে ডিজিটালাইজেশনে আনার পরামর্শ ইউজিসির
বিটুমিন গলে যাওয়া মহাসড়ক পরিদর্শনে দুদক
বিটুমিন গলে যাওয়া মহাসড়ক পরিদর্শনে দুদক
মিয়ানমারের ৩৮ শরণার্থীকে ফেরত পাঠালো ভারত
মিয়ানমারের ৩৮ শরণার্থীকে ফেরত পাঠালো ভারত
সর্বাধিক পঠিত
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে