X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

অপহৃত শিশু সুমাইয়াকে পেটাতো ‘বৃষ্টি আন্টি’ (ভিডিও)

সানাউল ইসলাম টিপু
২৭ এপ্রিল ২০১৭, ১৯:১৪আপডেট : ২৭ এপ্রিল ২০১৭, ২০:১৬

রাজধানীর কামরাঙ্গীরচর থেকে অপহরণ করা শিশু সুমাইয়াকে নির্যাতন করা হতো। তাকে ঠিকমত খেতেও দেওয়া হয়নি। সুমাইয়া বিচারককে জানিয়েছেন, তাকে লাঠি দিয়েও পিটিয়েছে অপহরণকারী ‘বৃষ্টি আন্টি’ ওরফে সাবিনা আক্তার বৃষ্টি। বৃহস্পতিবার আদালতের খাস কামরায় বিচারকের সঙ্গে আলাপকালে সুমাইয়া এসব কথা জানায়।

মায়ের আদরে শিশু সুমাইয়া এর আগে, গত ২ এপ্রিল কামরাঙ্গীরচরের বড়গ্রাম এলাকা থেকে শিশু সুমাইয়া নিখোঁজ হয়। এ ঘটনায় শিশুটির বাবা জাকির হোসেন গত ২৪ এপ্রিল কামরাঙ্গীর চর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। অপহরণের ২৪ দিন পর বুধবার (২৬ এপ্রিল) রাতে তাকে উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। পরে, বৃহস্পতিবার সকালে শিশুটিকে তার বাবা-মায়ের কাছে পৌঁছে দেওয়া হয়।

এ ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার হওয়া অপহরণকারী সাবিনা আক্তার বৃষ্টি ও সিরাজ মিয়া ওরফে বাবুলের রিমান্ড আবেদন জানিয়ে আদালতে হাজির করা হয় বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে। এ সময় শিশু সুমাইকেও উপস্থিত রাখা হয় আদালতে। রিমান্ড শুনানির একপর্যায়ে শিশুটির সঙ্গে কথা বলেন ঢাকা মহাগর বিচারক প্রণব কুমার।

মায়ের কোল থেকেই বিচারকের সঙ্গে কথা বলে শিশু সুমাইয়া। শিশুটিকে কতটা কষ্ট দেওয়া হয়েছে তা বিস্তারিত জানতে তার খাস কামরায় পারিবারিক পরিবেশ সুমাইয়ার কথা শোনেন বিচারক। এসময় বিচারক সুমাইয়ার কাছে জানতে চায় এতোদিন কোথায় ছিলে? সুমাইয়া উত্তর দেয়- বৃষ্টির (অপহরণকারী) আম্মুর কাছে।

বাবা-মায়ের কোলে শিশু সুমাইয়া বিচারক সান্তনা দিয়ে শিশুটিকে বলেন, ‘ওনারা তো দুষ্টু, তাই না? তোমাকে কোথায় মারধর করেছে’, তখন সুমাইয়া বলে, ‘পায়ের মধ্যে মেরেছে।’ এসময় মা সুমাইয়ার পা দেখান বিচারককে। তখন ব্যথায় চিৎকার দেয় সুমাইয়া। বলে, ‘ব্যথা লাগছে।’ কী দিয়ে মেরেছে বিচারক জানতে চাইলে কান্নার মধ্যেই সুমাইয়া বলে, ‘লাঠি দিয়ে।’ কে মেরেছে জিজ্ঞাসা করলে সে বিচারককে বলে, ‘বৃষ্টি আন্টি।’

বৃষ্টি ঠিকমত খাবার দিতো কি না জানতে চাইলে সুমাইয়া মাথা নেড়ে না সূচক জবাব দেয়। বিচারক শিশুটিকে বলেন, ‘কিচ্ছু দিতো না?’ তখনও ব্যথার যন্ত্রণা নিয়ে শিশু সুমাইয়া মাথা নেড়ে না সূচক উত্তর জানায়।

মায়ের কোলে সুবিধাজনক অবস্থানে বসার পর বিচারক সুমাইকে বলেন, ‘এখন ভাল লাগছে, তুমি বাসায় যাবে না?’ মায়ের সঙ্গে বাসায় যাওয়ার কথা জানালে সুমাইয়া মাথা নেড়ে যেতে হ্যাঁ সম্মতি দেয়। ‘পচা বৃষ্টি আন্টির সঙ্গে যাবে কি না’ জানতে চাইলে বিচারককে না সূচক জবাব দেয় সুমাইয়া।

শিশু সুমাইয়ার সঙ্গে কথা বলার পর রিমান্ড শুনানি শেষে অপহরণের দায়ে গ্রেফতার হওয়া দুই আসামি সাবিনা আক্তার বৃষ্টি ও সিরাজ মিয়া ওরফে বাবুলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। সুমাইয়া অপহরণের তথ্য উদ্ঘাটনের জন্য কামরাঙ্গীর চর থানার উপ-পরিদর্শক মো. রাজিবুল ইসলাম বৃহস্পতিবার সকালে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ড শুনানি চলাকালে বিচারক বৃষ্টির কাছে শিশুটির ওপর নির্যাতন হয়েছে কি না জানতে চান। অপহরণকারী বৃষ্টি তা অস্বীকার করে। কেন অপহরণ করা হয়েছিল জানতে চাইলে বৃষ্টি বিচারককে বলেন, ‘আমার সঙ্গে তাদের আগে থেকেই পরিচয় ছিল।’ এরপর আর কোনও কথা বলেনি বৃষ্টি।

 

/এসএমএ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মোটরসাইকেলে ট্রেনের ধাক্কায় পুলিশের এসআই নিহত
মোটরসাইকেলে ট্রেনের ধাক্কায় পুলিশের এসআই নিহত
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
ফেসবুকে মোস্তাফিজ বললেন, ‘সব কিছুর জন্য ধন্যবাদ মাহি ভাই’
অটোগ্রাফ দেওয়া জার্সি উপহার ধোনির  ফেসবুকে মোস্তাফিজ বললেন, ‘সব কিছুর জন্য ধন্যবাদ মাহি ভাই’
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ