X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

জঙ্গি সাইফুল বোমার আঘাতেই নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০১৭, ১৭:৪৮আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ১৯:১৪

জঙ্গি সাইফুল ইসলাম রাজধানীর পান্থপথে আত্মঘাতী জঙ্গি সাইফুল ইসলাম নিহত হয়েছে বোমার আঘাতেই। ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে একথা। এ তথ্য জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ। বুধবার (১৬ আগস্ট) পৌনে ৫টায় শুরু হয়ে ময়নাতদন্ত সম্পন্ন হয় বিকাল ৫টা ১৬ মিনিটে।
ডা. সোহেল মাহমুদ সাংবাদিকদের জানান, নিহত জঙ্গির সারা শরীর পুড়ে গেছে। শরীরের বিভিন্ন জায়গায় স্প্লিন্টারের ক্ষত রয়েছে। তার ডান চোখে স্প্লিন্টার ঢুকে মস্তিষ্ক ভেদ করে মাথার ডান পাশ দিয়ে বেরিয়ে গেছে। এটাকেই মৃত্যুর জন্য মূল ডেমারেজ বলা হয়েছে ময়নাতদন্তে।
এক প্রশ্নের উত্তরে ঢামেক হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান বলেন, ‘সাইফুলের শরীরে গুলির কোনও আঘাত শনাক্ত করা যায়নি। তবে তার শরীর কেটে ভেতর থেকেও স্প্লিন্টার বের করেছি এবং একটি প্লাস্টিকের ডিভাইস পেয়েছি।’
এর আগে আত্মঘাতী বেশ কয়েকজন জঙ্গির ময়নাতদন্ত করার অভিজ্ঞতা থেকে জানতে চাইলে এই চিকিৎসক বলেছেন, ‘বেশিরভাগ আত্মঘাতী জঙ্গি একইরকম।’

এদিকে জঙ্গি সাইফুলের ভিসেরা, রক্ত ও ইউরিন সংগ্রহ করা হয়েছে। এগুলো পরীক্ষাগারে পাঠানো হবে। আত্মঘাতী হওয়ার আগে সে কোনও মাদকসেবন করেছিল কিনা তা ওই প্রতিবেদনে উঠে আসবে বলে জানান ডা. সোহেল মাহমুদ।

পান্থপথের হোটেল ওলিও ইন্টারন্যাশনালের পুরনো ভবনে মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে আত্মঘাতী হয় জঙ্গি সাইফুল ইসলাম ২১)। কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের ‘অপারেশন আগস্ট বাইট’ চলাকালে বোমা বিস্ফোরণ ঘটিয়ে মারা যায় সে। জাতীয় শোক দিবসে ৩২ নম্বরে আসা মিছিলে তার আত্মঘাতী হামলার পরিকল্পনা ছিল বলে জানান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

/জেএ/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত