X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

ফাঁস হওয়া প্রশ্নপত্রের সঙ্গে পরীক্ষার প্রশ্নের শতভাগ মিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০১৭, ২২:৩৪আপডেট : ২০ অক্টোবর ২০১৭, ২২:৪০

প্রশ্নপত্র ফাঁস পরীক্ষা শুরুর আট ঘণ্টা আগে ফাঁস হয় প্রশ্নপত্র। তা দিয়েই শুক্রবার (২০ অক্টোবর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে ঢাবি ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ‘ঘ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ (স্নাতক) সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের একটি সেট হাতে পায় বাংলা ট্রিবিউন। ফাঁস হওয়া সেটের সঙ্গে পরীক্ষার প্রশ্নের শতভাগ মিল রয়েছে।

এদিকে ফাঁস হওয়া প্রশ্নপত্রে দেখা গেছে— ইংরেজির প্রথম প্রশ্ন, হোয়াট ইজ দ্য মিনিং অব দ্য ইডিওম ‘টু ফলো ইয়র নোজ?’ দ্বিতীয় প্রশ্ন, অ্যাজ আই…মি. চৌধুরী’স বিহেভিয়ার টুওয়ার্ডস মি, আই উইল নট টলারেট ইট অ্যানিমোর। তৃতীয় প্রশ্ন, দ্য হাইওয়ে এজেন্সি ওয়ার্নড ড্রাইভারস টু বি এক্সট্রা কেয়ারফুল অ্যান্ড টু ডিলে জার্নিস ইফ ব্যাড ওয়েদার…। চতুর্থ প্রশ্ন, ফারহানা স্পিকস ইংলিশ ফ্লুয়েন্টলি…শি নোজ ফ্রেঞ্চ। পঞ্চম প্রশ্ন, লেফ্ট…হিমসেল্ফ, হি উড বি অ্যাবল টু কমপ্লিট দ্য ওয়ার্ক ইন লেস দ্যান অ্যা মান্থ।

হাতে আসা সেটের ২৪তম প্রশ্ন ছিল প্যাসেজ অংশের। এটি হলো, হোয়াই হ্যাজ দেয়ার বিন অ্যা রাইজ ইন অ্যাক্টস অব ভায়োলেন্স অ্যাগেইনস্ট চিলড্রেন ইন রিসেন্ট টাইমস?

এদিকে পরীক্ষা শুরুর আগে প্রশ্নপত্র ফাঁস হওয়ায় ক্ষুব্ধ ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীরা। ময়মনসিংহ ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী রিফাত হাসানকে ফাঁস হওয়া প্রশ্নপত্র দেখালে তিনি হতবাক হয়ে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি তো প্রশ্নের এই সেটেই পরীক্ষা দিয়ে এসেছি।’

এটি ফাঁস হওয়া প্রশ্নপত্র জানানো হলে রিফাত হতাশ হন। তার ভাষ্য, ‘আমি এত ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিলাম। আর জালিয়াতরা প্রশ্ন ফাঁস করে পরীক্ষা দিলো। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এই পরীক্ষা বাতিল চাই। প্রশ্নপত্র যাতে ফাঁস না হয় সেই ব্যবস্থা রেখে পুনরায় পরীক্ষা নেওয়া হোক। কারণ যারা জালিয়াতি করে সুযোগ পাবে তাদের সঙ্গে সুযোগ পেয়েও পড়তে চাই না।’

তবে পরীক্ষা শুরুর আগে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এটা মানতে রাজি নন ঢাবির ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলী। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পরীক্ষা চলাকালে কয়েকজন শিক্ষার্থী জালিয়াতির চেষ্টা করেছে। তাদেরকে আটক করা হয়েছে। কিন্তু পরীক্ষা শুরুর আগে প্রশ্নপত্র ফাঁস হওয়ার খবরটি সত্যি নয়।’

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সি ও ডিজিটাল জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন কেন্দ্র থেকে ১২ পরীক্ষার্থীকে আটক করা হয়। পরে দায় স্বীকার করায় তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় এবার আটক হয়েছে দুই মধ্যস্থতাকারী। তাদের বিরুদ্ধে মামলা করবে সিআইডি।

এবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৫৩টি ও ক্যাম্পাসের বাইরে রাজধানীর ৩৩টি স্কুল-কলেজসহ মোট ৮৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় ভর্তি পরীক্ষা। ১ হাজার ৬১০টি (বিজ্ঞানে ১১৪৭টি, বিজনেস স্টাডিজে ৪১০, মানবিকে ৫৩টি) আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৯৮ হাজার ৫৪ জন।

/আরজে/জেএইচ/
সম্পর্কিত
সব শিক্ষা প্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
সর্বশেষ খবর
সাগরে তেল-গ্যাস অনুসন্ধান: দরপত্র মূল্যায়নের সময় বেঁধে দিলো সরকার
সাগরে তেল-গ্যাস অনুসন্ধান: দরপত্র মূল্যায়নের সময় বেঁধে দিলো সরকার
লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় ভোট দিলেন মোদি
লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় ভোট দিলেন মোদি
সিরিজ জয়ের ম্যাচের আড়ালে শান্তদের নিয়ে অন্য আলোচনা
সিরিজ জয়ের ম্যাচের আড়ালে শান্তদের নিয়ে অন্য আলোচনা
গ্রোসারি কেনাকাটায় টাকা সাশ্রয় করার ৬ স্মার্ট উপায়
গ্রোসারি কেনাকাটায় টাকা সাশ্রয় করার ৬ স্মার্ট উপায়
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?