X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

সাবেক কানাডিয়ান কূটনৈতিকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা দুদকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০১৭, ২৩:১৬আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৭, ২৩:১৮

দুদক কানাডায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের সাবেক কাউন্সিলর মো. মকসুদ খানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৪ ডিসেম্বর) বিকালে রাজধানীর শাহবাগ থানায় ২ কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৩০৫ টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দুদকের উপ-পরিচালক মুহ. মাহবুবুল আলম বাদী হয়ে বুধবার বিকালে মামলা করেছেন। আমরা অভিযোগটি তদন্ত করে দেখছি।’
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে— ২০১২ সালের ডিসেম্বর থেকে ২০১৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মকসুদ খান স্থানীয় কাউন্সিলরের দায়িত্বে ছিলেন। তিনি ধারাবাহিকভাবে মেশিন রিডেবল পাসপোর্টের অনলাইন সিস্টেমের দায়িত্ব পালন করেন। ওই সময় আবেদনকারীদের কাছ থেকে সাধারণ ফি নিয়েছেন তিনি। কিন্তু দূতাবাসের অ্যাকাউন্টে তা জমা দিয়েছেন ছাত্র হিসেবে। এভাবে তিনি মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। এ কারণে দূতাবাস তথা সরকার প্রাপ্য রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।
২০১২ সালের ডিসেম্বর থেকে ২০১৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত পাসপোর্ট আবেদনকারীদের কাছ থেকে ১১৫ কানাডিয়ান ডলার করে নিয়েছেন মকসুদ খান। কিন্তু দূতাবাসের অ্যাকাউন্টে জমা দিয়েছেন ৩৫ কানাডিয়ান ডলার। ২০১৫ সালের অক্টোবর থেকে ২০১৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনকারীদের কাছ থেকে তিনি ১৫০ কানাডিয়ান ডলার করে নিয়েছেন। আর দূতাবাসের অ্যাকাউন্টে জমা করেছেন ৫০ কানাডিয়ান ডলার।

আবেদনপত্রে আবেদনকারীরা হাউজওয়াইফ, অ্যাকাউন্টেন্ট, ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ডাক্তার পরিচয় উল্লেখ করলেও মকসুদ তা ফ্লুইড দিয়ে মুছে ‘স্টুডেন্ট’ বসিয়েছেন আর টাকাও জমা দিয়েছেন ছাত্র হিসেবে। ছাত্রদের কাছ থেকে কোনও ছাড় নেই জানিয়েও পুরো টাকা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

কানাডায় বাংলাদেশ দূতাবাসের হিসাব অনুযায়ী, উল্লিখিত সময়ে মেশিন রিডেবল পাসপোর্টের জন্য ২ কোটি ৫৯ লাখ ৩৮ হাজার ৮২৭ টাকা সরকারি খাতে জমা না দিয়ে আত্মসাৎ করেছেন মকসুদ খান। একই ব্যাংক ড্রাফ্ট ব্যবহার করে তিনি আত্মসাৎ করেছেন ৯৪ হাজার ৩৫০ টাকা। এক ব্যক্তির কাছ থেকে পাসপোর্ট ফি হিসেবে ২০ হাজার ১২৮ টাকা আত্মসাৎ করেন তিনি। তাই তার বিরুদ্ধে ২ কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৩০৫ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

/আরজে/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বুধবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব
বুধবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব
জয়পুরহাটে সড়কে প্রাণ গেলো দুই ধানকাটা শ্রমিকের
জয়পুরহাটে সড়কে প্রাণ গেলো দুই ধানকাটা শ্রমিকের
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
৯৯৯ নম্বরে ফোন পেয়ে নির্যাতনের শিকার গৃহপরিচারিকাকে উদ্ধার
৯৯৯ নম্বরে ফোন পেয়ে নির্যাতনের শিকার গৃহপরিচারিকাকে উদ্ধার
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী