X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

একবছরে ১ হাজার ২১৭ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার বিজিবি’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০১৮, ২০:১৬আপডেট : ১৭ জানুয়ারি ২০১৮, ২০:১৮

একবছরে ১ হাজার ২১৭ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার বিজিবি’র দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪২ কেজি স্বর্ণসহ ২০১৭ সালে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এগুলোর মূল্য ১ হাজার ২১৭ কোটি ৫৫ লাখ ৭৪ হাজার টাকা। বুধবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় বিজিবি’র সদর দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৭ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এক বছরে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে চোরাচালানবিরোধী অভিযান চালায় বিজিবি। এ সময় ১ হাজার ২১৭ কোটি ৫৫ লাখ ৭৪ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করা হয়।
উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ১ কোটি ৫৫ লাখ ৭১ হাজার ১৩ পিস ইয়াবা ট্যাবলেট, ১ লাখ ৪০ হাজার ৬০৮ বোতল বিদেশি মদ, ১৪ হাজার ১৪৬ লিটার বাংলা মদ, ৪৯ হাজার ৬৫০ ক্যান বিয়ার, ৩ লাখ ২৮ হাজার ৬৮৯ বোতল ফেনসিডিল, ১৬ হাজার ৩৫৭ কেজি গাঁজা, ৪৪ কেজি ৩২৪ গ্রাম হেরোইন, নেশাজাতীয় ইনজেকশন ২৮ হাজার ২৮০টি ও ১ কোটি ৬৭ লাখ ৪৫ হাজার ২৫১টি অন্যান্য ট্যাবলেট।
অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে ২ লাখ ৫৩ হাজার ৯০৮টি শাড়ি, ৫০ হাজার ৫৯০টি থ্রি-পিস ও শার্ট পিস, ৪৭ হাজার ১৩ মিটার থান কাপড়, ১৮ হাজার ৪০১টি তৈরি পোশাক, ২ লাখ ৪২ হাজার ৫৬০ সিএফটি কাঠ ও ৪২ কেজি ১০৬ গ্রাম স্বর্ণ। একই সময়ে উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ৬৫টি পিস্তল, ৪৮টি বন্দুক, ৩০০টি গুলি, ৬১টি ম্যাগাজিন ও একটি রিভলবার।

বিজিবি’র অভিযানে মাদক পাচারসহ অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২ হাজার ৬৮৯ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১ হাজার ১১৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।

মিয়ানমারের রাখাইন প্রদেশে জাতিগত নিধন কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে ২০১৭ সালের আগস্ট থেকে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আশ্রয় নিয়েছে সাড়ে ছয় লাখেরও বেশি রোহিঙ্গা। প্রাথমিকভাবে তাদের সাময়িক আশ্রয়, নিরাপত্তা সহায়তা, সীমিত মেডিক্যাল সহায়তা প্রদানসহ শরণার্থী শিবিরে স্থানাস্তর ও নিবন্ধন কার্যক্রমে দায়িত্ব পালন করে আসছে বিজিবি।

/জেইউ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষকের মুখে হাসি কপালে চিন্তার ভাঁজ
কৃষকের মুখে হাসি কপালে চিন্তার ভাঁজ
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
সর্বাধিক পঠিত
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ