X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ঢাবি’র সার্টিফিকেট জাল করে ব্যাংক কর্মকর্তা!

ঢাবি প্রতিনিধি
২১ জানুয়ারি ২০১৮, ২০:৩৯আপডেট : ২১ জানুয়ারি ২০১৮, ২০:৩৯

ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট জাল করার অভিযোগে বেসরকারি এক ব্যাংক কর্মকর্তাকে থানায় সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার (২১ জানুয়ারি) দুপুরে তাকে শাহাবাগ থানায় সোপর্দ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘একজনকে সার্টিফিকেট জালিয়াতির অভিযোগে থানায় পাঠানো হয়েছে। তবে সে ব্যাংকের কর্মকর্তা কিনা তা আমরা জানি না, বিষয়টি তদন্ত করা হচ্ছে।’
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সার্টিফিকেট জাল করার দায়ে কমল কৃষ্ণ পাল নামে একজনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তিনি বেসরকারি মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ের একজন প্রিন্সিপাল কর্মকর্তা হিসেবে কাজ করছিলেন। মার্কেন্টাইল ব্যাংক থেকে কর্মকর্তাদের সার্টিফিকেট যাচাইয়ের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পাঠানো হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কমল কৃষ্ণের সার্টিফিকেট ‘নকল’ বলে ব্যাংকের কাছে পাঠায়। রবিবার সকালে ওই কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দফতরে সার্টিফিকেট নিয়ে এসে ‘চ্যালেঞ্জ’ করলে তাকে সার্টিফিকেট জালিয়াতির অভিযোগে শাহাবাগ থানা পুলিশে দেন বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা কামরুল আহসান খান।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী বলেন, ‘দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট তৈরি করে চাকরি করছিলেন অভিযুক্ত কমল কৃষ্ণ পাল। ঢাবি শিক্ষার্থী না হয়েও তিনি হুবহু বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট তৈরি করে কর্মকর্তার দায়িত্ব পালন করতেন। এ ধরনের জাল সার্টিফিকেট তৈরির পেছনে একটি সংঘবদ্ধ চক্র রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ চক্রকে ধরার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে শাহাবাগ থানায় সোপর্দ করেছে।’

ব্যাংক কর্মকর্তাকে থানায় সোপর্দের বিষয়টি নিশ্চিত করে শাহাবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, ‘পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস থেকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার একজনকে থানায় দিয়েছেন। তবে এখনও কোনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব।’

/এসআইআর/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এ জে মোহাম্মদ আলীর সম্মানে বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচারকাজ
এ জে মোহাম্মদ আলীর সম্মানে বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচারকাজ
শিশুর ত্বকের যত্নে বাজারে এলো ‘সিওডিল বেবি ক্রিম’
শিশুর ত্বকের যত্নে বাজারে এলো ‘সিওডিল বেবি ক্রিম’
এই গরমে ক্রিকেট খেলা অমানবিক: সাকিব
এই গরমে ক্রিকেট খেলা অমানবিক: সাকিব
সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী
সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি