X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

‘শুনানিতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দিয়েছেন অ্যাটর্নি জেনারেল’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০১৮, ১৯:০৪আপডেট : ১৩ মার্চ ২০১৮, ১৯:০৬

অ্যাডভোকেট জয়নুল আবেদীন (ফাইল ছবি) ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আপিল শুনানিতে অ্যাটর্নি জেনারেল যা বলেছেন, সেসব কথা (শুনানি) রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে যেভাবে তার শুনানি করার কথা তেমন শুনানি তিনি করেননি’— বলছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। মঙ্গলবার (১৩ মার্চ) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সভাপতি কক্ষের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

জয়নুল আবেদীনের ভাষ্য, ‘রাজনৈতিকভাবে খালেদা জিয়াকে আরও দীর্ঘদিন কারাগারে রাখার মতো করে শুনানি করেছেন অ্যাটর্নি জেনারেল। আমাদের পক্ষ থেকে আদালতকে বলা হয়েছে, তিনি এভাবে কথা বলতে পারেন না।’

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা প্রসঙ্গে এই আইনজীবীর দাবি, ‘আমরা আদালতকে বলেছি, খালেদা জিয়া একটি টাকাও আত্মসাৎ করেননি। ৬ কোটি টাকা এখনও ব্যাংকে জমা রয়েছে। তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সত্য নয়।’

খালেদা জিয়ার জামিন বিষয়ে আদালতের আদেশের কপি এখনও নিম্ন আদালতে যায়নি— এমন তথ্য উল্লেখ করেছেন জয়নুল আবেদীন। তার কথায়, ‘সরকার ও দুদক ঐক্যবদ্ধ হয়ে জামিন আদেশের বিরুদ্ধে আদালতে গেছে। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ও খালেদা জিয়াকে দীর্ঘদিন কারান্তরীণ রাখতে তারা আপিল করেছে। চেম্বার জজে দুদক ও রাষ্ট্রপক্ষ একইরকম শুনানি করেছেন।’

চারটি বিষয় বিবেচনা করে খালেদা জিয়াকে জামিন দিয়েছেন হাইকোর্ট। চেম্বার আদালতকে একথা জানিয়েছেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। এরপর আদালত উভয় পক্ষের শুনানি শেষে মামলাটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছেন। বুধবার (১৪ মার্চ) এই মামলা আপিল বিভাগের কার্যতালিকায় থাকবে ও শুনানি হবে।

/বিআই/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থাইল্যান্ড সফর একটি মাইলফলক হয়ে থাকবে
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীথাইল্যান্ড সফর একটি মাইলফলক হয়ে থাকবে
‘গরমে অসুস্থ’ হয়ে মারা যাওয়া সেই শ্রমিকের পরিবারের পাশে জেলা প্রশাসন
‘গরমে অসুস্থ’ হয়ে মারা যাওয়া সেই শ্রমিকের পরিবারের পাশে জেলা প্রশাসন
ওমরাহ করতে স্ত্রীসহ সৌদি আরব যাচ্ছেন মির্জা ফখরুল
ওমরাহ করতে স্ত্রীসহ সৌদি আরব যাচ্ছেন মির্জা ফখরুল
ঢাকার অধস্তন আদালতগুলোতে এসি লাগাতে আইনি নোটিশ
ঢাকার অধস্তন আদালতগুলোতে এসি লাগাতে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি