X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

শিশু জিসানের পরিবারকে কোটি টাকা ক্ষতিপূরণ কেন নয়: হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০১৮, ১৯:৩৬আপডেট : ২২ মে ২০১৮, ১৯:৩৭



শিশু জিসানের পরিবারকে কোটি টাকা ক্ষতিপূরণ কেন নয়: হাইকোর্ট রাজধানীর আদাবরের নবোদয় হাউজিংয়ের পাশের খালে পড়ে শিশু জিসানের প্রাণহানির ঘটনায় তার পরিবারকে কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব, রাজউক, রাজউকের চেয়ারম্যান, ঢাকা জেলা প্রশাসক, ঢাকা উত্তর সিটি করপোরেশন, ওয়াসাসহ সংশ্লিষ্ট আট বিবাদীকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারিসহ আদেশ দেন।
একইসঙ্গে মাস্টার প্ল্যান অনুযায়ী ঢাকার সব খাল, ডোবা-নালা, জলাধারের তালিকা করে এসব ঘিরে নিরাপত্তা বেষ্টনি তৈরি করতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে এবং কী পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে তিন মাসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি রাজউক, ওয়াসা, ঢাকার জেলা প্রশাসক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনকে এই প্রসঙ্গে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
আদালতে রিটকারী চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুল হালিম।
প্রসঙ্গত, এর আগে গত ৯ মার্চ রাজধানীর আদাবর থানা এলাকার নবোদয় হাউজিংয়ের পাশের খালে পড়ে জিসান (৫) নামে এক শিশু নিখোঁজ হয়ে যায়। ওই দিন সন্ধ্যা ৬ টার দিকে খালে বল পড়ে গেলে তা তুলতে গিয়ে পানিতে পড়ে যায় জিসান। খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে জিসানকে উদ্ধারে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। পরে রাত সোয়া ১০ টার দিকে খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। শিশুটিকে শিকদার মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

/বিআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা