X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

সড়কে ইফতার, সড়কেই ঈদ

রাফসান জানি
১৬ জুন ২০১৮, ২১:১৬আপডেট : ১৬ জুন ২০১৮, ২১:২২

হাতিরঝিলে দায়িত্বরত পুলিশ সদস্যরা (ছবি: বাংলা ট্রিবিউন) ঈদে কমবেশি বিভিন্ন পেশার মানুষ গ্রামের বাড়িতে পরিবার, স্বজন ও বন্ধুবান্ধবের কাছে ছুটে যান। কিন্তু পুলিশের সেই সুযোগ হয় না। সড়কে দাঁড়িয়েই ঈদ উদযাপন করতে হচ্ছে তাদেরকে। রাজধানীতে থেকে যাওয়া মানুষ ও তাদের জানমালের নিরাপত্তায় নিয়োজিত আছেন আইনশৃঙ্খলা বাহিনীর এই সদস্যরা।

রমজান মাস শেষে সবাই যখন ঘরে ফিরছিলেন, তখনও রাস্তায় থাকতে হয়েছে পুলিশ সদস্যদের। সড়কে দাঁড়িয়েই ইফতার করেছেন তারা। উৎসবে প্রিয়জনের সঙ্গে থাকতে না পারার কষ্ট ছাপিয়ে তারা এখন কর্তব্য পালনে ব্রত। খুব একটা আক্ষেপ নেই এই নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের। তাদের মন্তব্য, ‘সবাই একসঙ্গে ছুটিতে গেলে মানুষের নিরাপত্তা দেবে কে? কিছুটা খারাপ লাগলেও জননিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এটা পালন করবো বলেই পুলিশে যোগ দিয়েছি।’

ঈদের দিন শনিবার রাজধানীর বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, পরিবার-স্বজন ছেড়ে রাস্তায় দাঁড়িয়ে নিরাপত্তা নিশ্চিত করার মধ্য দিয়ে ঈদ উদযাপন করছেন পুলিশ সদস্যরা। হাতিরঝিলে এফডিসি সংলগ্ন পুলিশ বক্সের সামনে দায়িত্ব পালন করছেন পাঁচজন পুলিশ সদস্য। তাদের মধ্যে মিরপুর পুলিশ লাইন থেকে এসেছেন চারজন। একজন এএসআই আছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার।

এএসআই কাইয়ুম বলেন, ‘আমরা এই চেকপোস্টে দায়িত্ব পালন করছি। পরিবার ছেড়ে ঢাকায় ঈদ করছি, তাতে কোনও দুঃখ নেই। একটা দিন শান্তিপূর্ণভাবে শেষ হলে আমাদের কষ্ট সার্থক হয়। এতেই আমাদের আনন্দ। জনগণ আমাদের কাজকে স্বাগত ও সাধুবাদ জানালে সেই আনন্দ আরও বেড়ে যায়।’

পুলিশের এই কর্মকর্তার ভাষ্য, ‘আজ (শনিবার) সকাল ৮টায় কাজে এসেছি। আমাদেরকে একজন ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন। ধন্যবাদও দিলেন। সাধারণ মানুষের এই ভালোবাসা আমাদের দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেয়।’

কলাবাগানে দায়িত্বরত আব্দুল বারী (ছবি: বাংলা ট্রিবিউন) বাসায় বসে পরিবার কিংবা প্রিয়জনের হাতে বানানো খাবার খেতে না পারলেও থানায় খাবারের আয়োজন করা হয়েছে বলে জানান রাজধানীতে দায়িত্বরত পুলিশ সদস্যরা।

বিজয়নগরের নাইটিঙ্গেল মোড়ে দায়িত্বরত ট্রাফিক কনস্টেবল মো. জহিরুল হক বলেন, ‘সকালে অফিসে খিচুড়ি খেয়েছি। দুপুরেও খাবারের আয়োজন ছিল।’

তবে ঈদে পরিবারের সদস্যদের ছাড়া ঈদ করা কষ্টের বলে উল্লেখ করলেন এই ট্রাফিক কনস্টেবল। তার কথায়, ‘কিছু করার নেই। অবস্থাটাই এমন, ঈদুল ফিতর অথবা ঈদুল আজহা পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের সুযোগ হয় না। শুরুর দিকে খারাপ লাগলেও এখন অভ্যস্ত হয়ে গেছি।’

সকালে নিজের হাতে রান্না করা খাবার খেয়ে কাজে এসেছেন বলে জানান কলাবাগানে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্য আব্দুল বারী। তিনি বাংলা ট্রি্বিউনকে বলেন, ‘ঈদ আর কী! পরিবারের সদস্যরা সিরাজগঞ্জে আর আমি ঢাকায়। একজন সদস্য পরিবারের বাইরে থাকলে সেখানে ঈদের আনন্দ থাকে না। তারপরও মানিয়ে নিয়েছি। যারা ঢাকায় থাকেন, তাদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করি। কাজের মাঝে আনন্দ খোঁজার চেষ্টা করি।’

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) ওবায়দুর রহমান বলেন, ‘আমরা জনগণের সেবায় বদ্ধপরিকর। রাজধানীবাসীর জানমালের নিরাপত্তায় ডিএমপির পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’

/আরজে/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আলোচিত কিশোরী ইয়াসমিনের মায়ের অস্বাভাবিক মৃত্যু
আলোচিত কিশোরী ইয়াসমিনের মায়ের অস্বাভাবিক মৃত্যু
বদির বিরুদ্ধে চেয়ারম্যানের জিডি
বদির বিরুদ্ধে চেয়ারম্যানের জিডি
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা