X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

ব্যবসায়ী বুলুর দুর্নীতি মামলায় ৬ মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০১৯, ১৭:৩৯আপডেট : ১৫ জুলাই ২০১৯, ১৭:৪৩



এমএনএইচ বুলু (ছবি: ইন্টারনেট থেকে) বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম (বিএনএইচ) গ্রুপের চেয়ারম্যান এমএনএইচ বুলুর বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলায় ছয় মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে দুর্নীতি দমন কমিশন (দুদক)কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি এ মামলায় তাকে তিন মাসের জন্য জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে, তার পাসপোর্ট আদালতে জমা রাখতেও নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (১৫ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আসামির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ এম আমিন উদ্দিন। দুদকের পক্ষে শুনানি করেন মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, দুদকের তলবের পরিপ্রেক্ষিতে ২০১৬ সালের ২০ এপ্রিল সম্পদ বিবরণী দাখিল করেন এম এন এইচ বুলু। দাখিল করা সম্পদ বিবরণীতে তিনি ২৫৭ কোটি ৮০ লাখ ৬১ হাজার ৮৪৬ টাকার স্থাবর সম্পদ, ৬০ কোটি ৩৩ লাখ ৭৭ হাজার ৫ টাকার অস্থাবর সম্পদসহ মোট ৩১৮ কোটি ১৪ লাখ ৩৮ হাজার ৮৫১ টাকার সম্পদের তথ্য উল্লেখ করেন। এছাড়া, তিনি ৩৬৯ কোটি ৭০ লাখ ১৫ হাজার ১৫৭ টাকা দায়-দেনার তথ্য জমা দেন।

দুদকে জমা দেওয়া তথ্য যাচাই করে বুলুর নামে ২৫৭ কোটি ৮০ লাখ ৬১ হাজার ৮৪৬ টাকা মূল্যের স্থাবর সম্পদ পাওয়া যায়। অস্থাবর সম্পদ যাচাইয়ে বিভিন্ন কোম্পানির কেনা শেয়ারের মূল্য ৩৩ কোটি ৩০ লাখ ৭৫ হাজার ৮২৭ টাকা, ক্রয়কৃত বিভিন্ন অস্থাবর সম্পদের মূল্য ২ কোটি ৬৩ লাখ ৩৫ হাজার ৬৭৮ টাকা, কেনা বিভিন্ন স্থাবর সম্পদের মূল্য ২৫৭ কোটি ৮০ লাখ ৬১ হাজার ৮৪৬ টাকা, তার নিজ নামে এবং মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর হিসাবে ব্যাংক সমাপনী উদ্ধৃত্ত সম্পদ বিবরণীতে তুলে ধরেন।

এরপর ওই তথ্য যাচাই ও রেকর্ডপত্র পর্যালোচনা, অভিযুক্ত ব্যক্তির বক্তব্য এবং আয়কর নথির প্রদর্শন অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তির নিজ ও নিজ নামীয় বিভিন্ন প্রতিষ্ঠানের অনুকূলে অতিরিক্ত টাকার তথ্য পাওয়া যায়।

পরে ১০৯ কোটি ১৭ লাখ ৫৬ হাজার ৯৮১ টাকা মূল্যমানের সম্পদের তথ্য গোপন এবং ২৪ কোটি ৭৮ লাখ ৬৬ হাজার ৬২২ টাকা মূল্যমানের জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জন করে তা ভোগ দখলের অভিযোগে বুলুর বিরুদ্ধে দুদকের উপ-পরিচালক ওয়াকিল আহমদ বাদী হয়ে রমনা থানায় মামলা দায়ের করেন।

প্রসঙ্গত, ২০১৮ সালে ১৪ অক্টোবরে এ মামলায় বুলু হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন পান। এরপর গত ৯ জুলাই মেয়াদ শেষে মহানগর দায়রা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়। ওই আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্টে জামিন আবেদন করলে হাইকোর্ট তাকে পুনরায় তিন মাসের জামিন দেন।

 

/বিআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?