X
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
৩১ বৈশাখ ১৪৩২

করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের অর্ধেকই ডিএমপি’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০২০, ১৮:২৮আপডেট : ১৭ মে ২০২০, ১৯:৩২

করোনাভাইরাস দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে রবিবার (১৭ মে) পর্যন্ত ঢাকা মহানগর পুলিশেই করোনায় আক্রান্ত হয়েছেন এক হাজার ৯৫ জন। অন্যদিকে সারা দেশে করোনায় আক্রান্ত হয়েছেন দুই হাজার ৫৫৭ জন পুলিশ সদস্য। সারা দেশে করোনায় আক্রান্ত পুলিশের মধ্যে অর্ধেকই ডিএমপি সদস্য।

ডিএমপি সূত্র জানায়, রবিবার (১৭ মে) সকাল পর্যন্ত ঢাকা মহানগর পুলিশের এক হাজার ৯৫ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন সাত জন। শনিবার (১৬ মে) চট্টগ্রাম নগর পুলিশের সদস্য কনস্টেবল মো. নঈমুল হক (৩৮) করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বন্দর বিভাগে কর্মরত ছিলেন। এ নিয়ে মোট আট পুলিশ সদস্য করোনায় প্রাণ হারিয়েছেন।

অন্যদিকে রবিবার (১৭ মে) সকাল পর্যন্ত সারা দেশে করোনায় আক্রান্ত হয়েছেন দুই হাজার ৫৫৭ জন পুলিশ সদস্য। কোয়ারেন্টিনে আছেন তিন হাজার ১৯৭ জন। আইসোলেশনে আছেন এক হাজার ১৮১ জন পুলিশ সদস্য।

রবিবার (১৭ মে) পুলিশ সদর দফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় সুস্থ হয়ে ফিরেছেন আরও ৪৬ পুলিশ সদস্য। তারা সুস্থ হয়ে রবিবার বিকালে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ছেড়েছেন।

সরকারের আইইডিসিআরের চিকিৎসা প্রটোকল অনুযায়ী এই ৪৬ জন পুলিশ সদস্যের পর পর দুইবার কোভিড-১৯ টেস্ট করা হয়। টেস্টে দুইবারই কোভিড-১৯ নেগেটিভ হওয়ায় চিকিৎসকরা তাদের করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন।

করোনা থেকে সুস্থ হওয়া পুলিশ সদস্যদের ফুল দিয়ে বিদায় জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন। আইজিপির নির্দেশনা অনুযায়ী করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের দেখাশোনার জন্য গঠন করা হয়েছে বিশেষ টিম।

কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও বিভাগীয় পুলিশ হাসপাতাল ছাড়াও রাজধানী ঢাকা এবং বিভাগীয় শহরে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বেসরকারি হাসপাতালে করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এসব উদ্যোগের ফলে আক্রান্ত পুলিশ সদস্যরা দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলে জানানো হয়।

/জেইউ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপ, হাসনাত বললেন ‘প্রত‍্যাশিত নয়’
উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপ, হাসনাত বললেন ‘প্রত‍্যাশিত নয়’
৯ মাসে বৈদেশিক সহায়তা এলো কতটুকু
৯ মাসে বৈদেশিক সহায়তা এলো কতটুকু
দেশীয় অস্ত্রসহ ‘লও ঠেলা’ গ্যাংয়ের ৯ সদস্য গ্রেফতার
দেশীয় অস্ত্রসহ ‘লও ঠেলা’ গ্যাংয়ের ৯ সদস্য গ্রেফতার
জাতিসংঘ শান্তিরক্ষী কার্যক্রমের সক্ষমতা বাড়াতে বাংলাদেশের প্রতিশ্রুতি
জাতিসংঘ শান্তিরক্ষী কার্যক্রমের সক্ষমতা বাড়াতে বাংলাদেশের প্রতিশ্রুতি
সর্বাধিক পঠিত
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
আরও ১৬ ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ
আরও ১৬ ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ