X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

অডিও ফাঁসকারীদের আইনের আওতায় আনতে আইনি নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০২১, ২১:৫৮আপডেট : ০৫ মে ২০২১, ২১:৫৮

মোবাইলে ব্যক্তিগত কথোপকথনের রেকর্ড ফাঁসকারীদের আইনের আওতায় আনতে সাইবার  সিকিউরিটি অ্যাক্টের অধীনে মামলা করার নির্দেশনা চেয়ে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বিটিআরসি’র চেয়ারম্যানকে এই নোটিশ পাঠানো হয়েছে।

বুধবার (৫ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ও ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান এসএম জুলফিকার আলী জুনু এই নোটিশ পাঠান।

এতে নোটিশ গ্রহীতাদের অনুরোধ করে বলা হয়েছে— ‘সম্প্রতি আলোচিত আত্মহত্যা প্ররোচণার (মুনিয়ার) মামলা পুলিশ কর্তৃক  তদন্ত চলাকালে মামলার বাদী, ভিকটিম মুনিয়া ও মামলার আসামি বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকে জড়িয়ে কিছু সংবাদ মাধ্যমে কল্পকাহিনি সংবলিত নিউজ ছাপানো হয়েছে। সেসব নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে। এছাড়াও বিভিন্ন ব্যক্তির ফোনকলের কথোপকথন রেকর্ড করে কে বা কারা বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে জনমনে বিভ্রান্তির সৃষ্টি ও মামলার তদন্তের গুরুত্বপূর্ণ বিষয়ে প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছে।’

নোটিশে আরও বলা হয়, ‘মামলার তদন্তাধীন বিষয়ে কাল্পনিক সংবাদ পরিবেশন ও ব্যক্তিগত মোবাইলের কথোপকথন অগোচরে রেকর্ড করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে মানহানী করা সরাসরি দেশের প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ ও সাংবিধানিক অধিকারে হস্তক্ষেপের শামিল।’

‘তাই এই নোটিশপ্রাপ্তির ৭ দিনের মধ্যে তদন্তাধীন মামলার বিষয়ে কল্পকাহিনি বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে ও ফোনকলের কথোপকথন রেকর্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ব্যক্তিদের আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক আইনের আওতায় আনার অনুরোধ জানানো হচ্ছে।’ ‘অন্যথায়, এ বিষয়ে প্রতিকার চেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করা হবে’, বলেও নোটিশে উল্লেখ করা হয়।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনায় ব্যাপক বিমান হামলা রাশিয়ার
ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনায় ব্যাপক বিমান হামলা রাশিয়ার
জাল ভোট দিতে বাধা দেওয়ায় পোলিং কর্মকর্তাকে থাপ্পড়
জাল ভোট দিতে বাধা দেওয়ায় পোলিং কর্মকর্তাকে থাপ্পড়
কেন্দ্রগুলো খাঁ খাঁ করছে, ভোটার যায়নি: হাফিজ
উপজেলা নির্বাচনকেন্দ্রগুলো খাঁ খাঁ করছে, ভোটার যায়নি: হাফিজ
সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে ৭ আন্তর্জাতিক কোম্পানি
সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে ৭ আন্তর্জাতিক কোম্পানি
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?