X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

‘কাচ্চি ভাই’কে ৫০ হাজার টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২১, ০০:২২আপডেট : ২০ মে ২০২১, ০০:২২

লকডাউন চলাকালীন সরকারি বিধিনিষেধ ভঙ্গের অভিযোগে রাজধানীর মিরপুরে সাতটি রেস্টুরেন্ট ও ফুড কোর্টে অভিযান চালিয়ে মোট এক লাখ টাকা জরিমানা করেছে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে সর্বাধিক ৫০ হাজার টাকা জরিমানা করা হয় কাচ্চি ভাই রেস্টুরেন্টকে।

বুধবার (১৯ মে) বিকাল পর্যন্ত  মিরপুর-১০ ও ১১ নম্বর এবং পল্লবী এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়।

সরকারি নির্দেশনা অনুযায়ী, কারোনার সময় রেস্টুরেন্টগুলো শুধুমাত্র পার্সেল কিংবা ডেলিভারির মাধ্যমে খাবার সরবরাহ করতে পারবে। রেস্টুরেন্টে বসে খাওয়া কিংবা আড্ডা দেওয়া যাবে না। কিন্তু  এই নির্দেশনা মানছে না অনেকেই।

সরকারি বিধিনিষেধ অমান্য করায় রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় কাচ্চি ভাই রেস্টুরেন্ট, মিরপুর-১১ নম্বরে রাব্বানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, বাংলা রেস্তোরাঁ, প্রিন্স ফুড কোর্ট, বনলতা রেস্টুরেন্ট, গ্রিন চিলি রেস্টুরেন্ট, সিগনেচার ফুড কোর্ড— এই সাতটি রেস্টুরেন্টে বুধবার অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। বিভিন্ন অনিয়মের কারণে সব মিলিয়ে এক লাখ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে সর্বাধিক ৫০ হাজার টাকা জরিমানা করা হয় কাচ্চি ভাই রেস্টুরেন্টকে।

অভিযানের বিষয়ে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা রানী কর্মকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রেস্টুরেন্টগুলোতে সরকারি নির্দেশনা অমান্য করে কাস্টমারদের বসিয়ে খাবার খাওয়ানো হচ্ছিল। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সরাসরি এ বিষয়গুলো প্রতীয়মান হয়। সরকারের নির্দেশনা মোতাবেক আমরা মাঠে রয়েছি। জনগণকে সচেতন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। রেস্টুরেন্টগুলোতে প্রচুর আড্ডা-জমায়েত লক্ষ্য করা গেছে, যা করোনার সংক্রমণকে বাড়িয়ে দিতে পারে।’

তিনি বলেন, ‘রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে আমরা নির্দেশনা দিয়েছি— ভবিষ্যতে কোনও ধরনের অনিয়ম পেলে রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়া হবে।’

 

/আরটি/এপিএইচ/
সম্পর্কিত
বেশি দামে ফ্যান বিক্রি করায় ৫৫ হাজার টাকা জরিমানা
৫৫০ টাকার ভাড়া ৭০০ নেওয়ায় লাল সবুজ পরিবহনকে ২০ হাজার জরিমানা
গরুর আধা কেজি পচা কলিজা ৪৫০ টাকায় বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
সর্বশেষ খবর
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শেখ জামালের জন্মদিন আজ
শেখ জামালের জন্মদিন আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু