X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

১০ দিনেও উদ্ধার হয়নি পরিকল্পনামন্ত্রীর মোবাইল ফোন

নুরুজ্জামান লাবু
০৯ জুন ২০২১, ২১:২০আপডেট : ০৯ জুন ২০২১, ২২:২২

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ছিনতাই হওয়া মোবাইল ফোন ১০ দিনেও উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে পুলিশ কর্মকর্তারা বলছেন, তারা এটি উদ্ধারের খুব কাছাকাছি গেছেন। শিগগিরই এটি উদ্ধার এবং ছিনতাইকারী চক্রের একাধিক সদস্যকে গ্রেফতার করা হবে।

উল্লেখ্য, গত ৩০ মে রাজধানীর বিজয় সরণি এলাকায় পরিকল্পনামন্ত্রী তার পতাকাবাহী গাড়িতে বসে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় গাড়ির গ্লাস খোলা পেয়ে এক ছিনতাইকারী তার মোবাইল ফোনটি ছোঁ মেরে পালিয়ে যায়। মন্ত্রীর মোবাইল ছিনতাইয়ের এ ঘটনা দেশজুড়ে আলোচিত হয়।

পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার মাহতাব উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা মোবাইলটি উদ্ধারের কাছাকাছি পর্যায়ে চলে গেছি। শিগগিরই মোবাইলটি উদ্ধার ও ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেফতার করা হবে।’

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, পরিকল্পনামন্ত্রীর মোবাইল ছিনতাই হওয়ার পর থেকে র‌্যাব-পুলিশের একাধিক ইউনিট ছিনতাইকারীকে শনাক্ত ও এটি উদ্ধারের চেষ্টা করে আসছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একাধিক টিম অন্তত দুই ডজন ছিনতাইকারীকে গ্রেফতার ও জিজ্ঞাসাবাদ করেছে। তবে বুধবার (৯ জুন) সন্ধ্যা পর্যন্ত মোবাইলটি উদ্ধার করা সম্ভব হয়নি।

আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানান, যে মোবাইলটি ছিনিয়ে নিয়েছিল, তারা ইতোমধ্যে তাকে শনাক্ত করেছেন। ওই ছিনতাইকারী একজন ভবঘুরে। মোবাইল ফোনটি সে এক মোবাইল মেরামতকারীর দোকানে বিক্রি করে দেয়। ওই দোকানদার আবার এটি এক ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট ইউনিট গোয়েন্দা নজরদারির মাধ্যমে ছিনতাইকারী ও মোবাইলটি কিনে নেওয়া দোকানিকেও শনাক্ত করেছে। তবে দোকানদার যার কাছে মোবাইলটি বিক্রি করেছেন, তাকে এখনও শনাক্ত করা যায়নি।

আইনশৃঙ্খলা বাহিনীর এই কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান, ইতোমধ্যে তারা ওই দোকানদারের কাছ থেকে একটি চোরাই মোবাইল ফোন উদ্ধার করেছেন। তবে সেটি মন্ত্রীর মোবাইল ফোন নয়। মন্ত্রীর মোবাইলটি যার কাছে বিক্রি করেছে সে এখনও পলাতক। তাকে আটক করতে পারলেই মোবাইলটি উদ্ধার করা যাবে।

প্রসঙ্গত, গত ৩০ মে মোবাইল ছিনতাই হওয়ার পর পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত সহকারী রাজধানীর কাফরুল থানায় একটি মামলা দায়ের করেছেন। এর আগে ছিনতাই হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী জানান, আমেরিকা থেকে ছেলের পাঠানো তার মোবাইলটি ছিনতাই হয়েছে। গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়। এরপরই বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে।

/এনএল/এপিএইচ/
সম্পর্কিত
ডিসিদের আরও বেশি জনবান্ধব হওয়ার আহ্বান পরিকল্পনা প্রতিমন্ত্রীর
‘মানুষ ভোট দিয়ে প্রমাণ করেছে, তারা উন্নয়ন ও গণতন্ত্র চায়’
বৈদেশিক ঋণের অর্থ ছাড়কে অগ্রাধিকার দেবো: পরিকল্পনামন্ত্রী
সর্বশেষ খবর
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!