স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক নোটিশ দেওয়ার সময় স্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্য লেখা কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তালাকের ক্ষেত্রে কেন নির্ধারিত ফরম তৈরি করা হবে না, রুলে তাও জানতে চেয়েছেন আদালত।
আইন মন্ত্রণালয় সচিবসহ চারজন বিবাদীকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
এক নারীর দায়ের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রবিবার (২৭ জুন) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট আব্দুল্লাহ্ আল নোমান।