X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

যৌন হয়রানি প্রতিরোধে কমিটি গঠন না হওয়ায় ৪০ সচিবকে বিবাদী করে রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২১, ১১:৫৭আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১৩:০৬

উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসাসহ দেশের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নারী ও শিশুদের যৌন হয়রানি প্রতিরোধে কমিটি গঠন না হওয়ায় হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। এতে জনপ্রশাসন মন্ত্রণালয়সহ ৪০টি মন্ত্রণালয়ের সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, বাংলাদেশ বার কাউন্সিল ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে বিবাদী করা হয়েছে। একইসঙ্গে উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নের আর্জি যুক্ত রয়েছে। আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে রিট দায়েরের বিষয়টি বৃহস্পতিবার (২১ অক্টোবর) নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. শাহীনুজ্জামান।

হাইকোর্টের আদেশ অনুযায়ী যৌন হয়রানি প্রতিরোধে কমিটি গঠনের রায় বাস্তবায়নে বিবাদীদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন অবৈধ হবে না এবং রায় বাস্তবায়নে কেন নির্দেশনা দেওয়া হবে না সেই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে রিটে। এছাড়া রায় বাস্তবায়নের একটি প্রতিবেদন দাখিলের নির্দেশনা চেয়েছে আইন ও সালিশ কেন্দ্র।

২০০৮ সালের ৭ আগস্ট বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সালমা আলী কর্মস্থল ও শিক্ষাঙ্গনে নারী ও শিশুদের যৌন হয়রানি প্রতিরোধে দিকনির্দেশনা চেয়ে হাইকোর্টে জনস্বার্থে একটি রিট দায়ের করেন। এর শুনানি শেষে ২০০৯ সালের ১৪ মে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের (বর্তমানে প্রধান বিচারপতি) নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন।

একযুগেরও বেশি সময় আগের রায়ে হাইকোর্ট দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে অভিযোগ গ্রহণের জন্য ‘যৌন হয়রানি প্রতিরোধ কমিটি’ গঠনসহ বেশকিছু নির্দেশনা দিয়েছিলেন হাইকোর্ট। কিন্তু এত বছর পেরিয়ে গেলেও রায় অনুযায়ী বাস্তব চিত্র বদলায়নি। তাই এর বাস্তবায়ন চেয়ে হাইকোর্টে আবারও রিট দায়ের হলো।

/বিআই/জেএইচ/
সম্পর্কিত
ঢাবির ২ শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির প্রাথমিক সত্যতা মিলেছে
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
নির্বাচনের আগের দিন ফরিদপুরের উপজেলা চেয়ারম্যানপ্রার্থী শামসুল আলম কারাগারে
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?