X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

বেতার ভবনে দুদকের ঝটিকা অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০২১, ১৯:০৩আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৯:৩৯

বাংলাদেশ বেতারের বিভিন্ন কেন্দ্র-ইউনিটের সম্মানী বা পারিতোষিক খাতে অনিয়মের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে ঝটিকা অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। মঙ্গলবার (২৬ অক্টোবর) দুদক এনফোর্সমেন্ট টিমের সহকারী পরিচালক তানজীর হাসিব সরকারের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এছাড়া লক্ষ্মীপুরের উপজেলা যুব উন্নয়ন কার্যালয়েও সম্মানী ভাতা আত্মসাতের অভিযোগে পৃথক আরেকটি অভিযান চালানো হয়। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেব বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানায়, মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে দুদক এনফোর্সমেন্ট টিমের সদস্যরা বাংলাদেশ বেতারের ঢাকা কেন্দ্রে ঝটিকা অভিযান পরিচালনা করে চুক্তিভিত্তিক শিল্পীদের সম্মানী প্রদান সংক্রান্ত তথ্য সংগ্রহ করে। একইসঙ্গে শিল্পী হিসেবে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের দ্বারা কর্মকর্তাদের ব্যক্তিগত বা অন্যান্য কাজ করানো হয় কিনা, তাও যাচাই করে অভিযান পরিচালনাকারী টিম। এছাড়া বিভিন্ন প্রোগ্রামের নামে ভুয়া ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ খতিয়ে দেখতে নথিপত্র সংগ্রহ করা হয়।

অভিযান পরিচালনাকারী দুদকের এ কর্মকর্তা জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয়েছে। এখন বিস্তারিত অনুসন্ধানের পর সুপারিশ করে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপন করা হবে।

এদিকে মঙ্গলবার ঢাকার পাশাপাশি দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের কর্মকর্তারা লক্ষ্মীপুর সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে অভিযান চালিয়েছে। উপজেলা সমবায় কার্যালয় কর্মকর্তার বিরুদ্ধে প্রশিক্ষণার্থীদের জন্য বরাদ্দকৃত সম্মানী ভাতার অর্থ প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগ ছিল। দুদক টিম সরেজমিন যুব উন্নয়ন অধিদফতরের কার্যালয় পরিদর্শন করে এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে অভিযোগের বিষয়ে জানতে চান।

একইসঙ্গে এ সংক্রান্ত নথিপত্র যাচাই-বাছাই করে দুদক কর্মকর্তারা জানতে পারেন, প্রশিক্ষণটি সম্পূর্ণ আবাসিক এবং এটি পরিচালনা ও প্রশিক্ষণার্থীর খাবার ও অন্যান্য খরচ বাবদ এই খাতে অর্থ বরাদ্দ রয়েছে। কর্তৃপক্ষ এসব অর্থ খরচ করেছে। এই অর্থ প্রশিক্ষণার্থীদের মাঝে বিতরণের সুযোগ নেই। টিম এ বিষয়ে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

দুদক প্রধান কার্যালয়ের এক কর্মকর্তা জানান, মঙ্গলবার দুদকের অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) আসা অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণপূর্বক কমিশনকে অবহিত করার জন্য ৭টি দফতরে দুদকের এনফোর্সমেন্ট ইউনিট থেকে চিঠি পাঠানো হয়েছে।

 

 

/এনএল/আইএ/এমওএফ/
সম্পর্কিত
বিটুমিন গলে যাওয়া মহাসড়ক পরিদর্শনে দুদক
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন, দেখে দুদক বললো ‘নিম্নমানের কাজ’
সরকারি খাদ্যগুদাম থেকে ভালোটা সরিয়ে রাখা হচ্ছে নিম্নমানের চাল, দুদকের মামলা
সর্বশেষ খবর
অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতনিক করতে একসঙ্গে কাজ করবে দুই মন্ত্রণালয়
অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতনিক করতে একসঙ্গে কাজ করবে দুই মন্ত্রণালয়
বাংলাদেশে বিশ্বকাপ: রোমাঞ্চের চেয়ে টেনশন বেশি কাজ করছে নিগারের
বাংলাদেশে বিশ্বকাপ: রোমাঞ্চের চেয়ে টেনশন বেশি কাজ করছে নিগারের
১৯ বছর পর হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড
১৯ বছর পর হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি