X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

সম্রাটের সহযোগী মেহেদীসহ দুই জন রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২১, ২০:২১আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ২০:২১

বহিষ্কৃত যুবলীগ নেতা সম্রাটের সহযোগী মো. মেহেদী আলমসহ (৪২) দুই জনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাদের অস্ত্র ও গুলি রাখার অভিযোগে পল্টন থানার মামলায় গ্রেফতার করা হয়।

শনিবার (৪ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ রিমান্ডের এ আদেশ দেন।

রিমান্ডপ্রাপ্ত অপর আসামি হলেন—মো. যুবরাজ খান(৩২)। আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, ‘এদিন পল্টন থানার মামলায় তদন্ত কর্মকর্তা তাদের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে হাজির করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এক দিনের রিমান্ডের আদেশ দেন।’

শুক্রবার (৩ নভেম্বর) ভোরে রাজধানীর পল্টনের একটি বাসা থেকে তাদের গ্রেফতার করেছে র‍্যাব।

এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন, ২ রাউন্ড গুলি, ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

র‍্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সম্রাটের সহযোগী শীর্ষ সন্ত্রাসী মো. মেহেদীর নেতৃত্বে পল্টন, মতিঝিল, শাহজাহানপুর ও তার আশপাশের এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ চলছিল। নজরদারি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি, ওইসব এলাকায় আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল গ্রেফতারকৃতরা। মেহেদীর নেতৃত্বে তার সহযোগীরা অস্ত্রের ভয় দেখিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করতো। সেই সঙ্গে সাধারণ মানুষকে নির্যাতন ও হয়রানি করতো তারা। গ্রেফতারকৃত মেহেদী মিথিলা এন্টারপ্রাইজের নামে পল্টন এলাকায় মোটরসাইকেল পার্কিং নিয়ে চাঁদাবাজি করে আসছিলো।

/টিএইচ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
নির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
উপজেলা নির্বাচননির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?