X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

বাড্ডায় জঙ্গিদের চাপাতির কোপে ডিবি পুলিশ আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০১৬, ২১:২৩আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৬, ০৯:২০

বাড্ডায় জঙ্গিদের চাপাতির কোপে ডিবি পুলিশ আহত রাজধানীর উত্তর বাড্ডার সাতারকুলে জঙ্গিদের চাপাতির কোপে গোয়েন্দা পুলিশের এক পরিদর্শক আহত হয়েছেন। আহত পুলিশ পরিদর্শককে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোয়েন্দা সূত্র জানায়, সাতারকুলের জিএম বাড়ি ৭ নম্বর রোডের ৫৭৭ নম্বর বাসায় অভিযানে যায় গোয়েন্দা পুলিশের একটি দল। ওই বাড়ির মালিক সাবেক প্রেকৌশলী আব্দুল হানিফ। বাসার নিচতলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে একজনকে ধরে হ্যান্ডকাফ পরায় পুলিশ। এ সময় ওই ফ্ল্যাটের অন্য সদস্যরা পুলিশের ওপর চাপাতি নিয়ে হামলা চালায় এবং গুলি করে। তাদের চাপাতির আঘাতে আহত হন মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক বাহার উদ্দিন ফারুকী। এছাড়া পুলিশের আরও দুই সদস্য আহত হন। তাদের নাম জানা যায়নি।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত জঙ্গিদের সঙ্গে সেখানে পুলিশের সংঘর্ষ চলে।
প্রত্যক্ষদর্শী মো. বাদশাহ বলেন, ‘লুঙ্গি পরা টি শার্ট গায়ে ২৭-২৮ বছরের এক যুবক ৭ নম্বর রোড থেকে বের হয়ে দৌড়ে পালাচ্ছিলেন। তার পেছনে পেছনে এক পুলিশ ধাওয়া করতেছিলেন। আমরা রাস্তায় ছিলাম। আমি, রুবেল এবং হীরা হ্যান্ডকাফ পরা লোকটাকে ধরে ফেলি। ধরে পুলিশে দেই। ওই যুবকের ছোট ছোট দাড়ি ছিল। তার চুল এলোমেলো ছিল। এ সময় পেছন থেকে আরেক যুবক দুই হাতে দুই পিস্তল নিয়ে গুলি করতে করতে বের হচ্ছিল। তার একটা গুলি ডিবি পুলিশের কপালে লাগে। এ সময় রাস্তা দিয়ে ওই যুবক পালিয়ে যান।’ 

ওই বাসার পাশের মসজিদের সভাপতি আবু তাহের জানান, তিনি ১৫ থেকে ২০ রাউন্ড গুলির শব্দ শুনেছেন।
বাড্ডা থানার ডিউটি অফিসার এসআই আব্দুল্লাহ আল মামুন বাংলা ট্রিবিউনকে জানান, পুলিশের ওপর হামলা করে জঙ্গি সদস্যরা পালিয়ে যায়। তবে যাকে হ্যান্ডকাফ পরানো হয়েছিল তাকে স্থানীয়রা ধরে পুলিশে সোপর্দ করে।

তিনি বলেন, ‘আহত গোয়েন্দা পরিদর্শকের নাম বাহার উদ্দিন ফারুকী (৪২)। তার ঘাড়ের পেছনে চাপাতি দিয়ে আঘাত করা হয়েছে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

ঘটনাস্থলে পুলিশ ও র‌্যাব কর্মকর্তারা গেছেন বলেও জানান এসআই মামুন।

এদিকে, ঢামেক হাসপাতালে ডিবির এসআই মিজানুর রহমান বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিবির একটি টিম ওই এলাকায় অভিযান চালাতে যায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে চাপাতি দিয়ে হামলা চালায় জঙ্গিরা। এতে বাহার উদ্দিন স্যার আহত হয়েছেন। তাকে উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে আসি। সেখানে পুলিশ ফোর্স বাড়ানো হয়েছে।’

রাত ১২টার দিকে অভিযান সমাপ্ত ঘোষণা করে ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মুনিরুল ইসলাম বলেন, জঙ্গি আস্তানার আলামত দেখে মনে হচ্ছে এরা আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। তাদের আস্তানা থেকে ধারালো অস্ত্র, বিভিন্ন ধরনের পুস্তিকা উদ্ধার করা হয়েছে। আমরা বাড়িওয়ালাকে জিজ্ঞাসাবাদ করছি, তিনি কেন তাদের পরিচয়পত্র ছাড়া বাড়িভাড়া দিয়েছেন।

এ হামলার ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ কমিশনার।

/এআরআর/এজে/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উপাচার্যের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনেও শিক্ষকদের অবস্থান কর্মসূচি
উপাচার্যের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনেও শিক্ষকদের অবস্থান কর্মসূচি
উন্নয়ন, আলতাদিঘী ও অন্যান্য বিতর্ক
উন্নয়ন, আলতাদিঘী ও অন্যান্য বিতর্ক
যুবলীগ নেতাকে সমর্থন দিয়ে ১৫ ঘণ্টা আগে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আ.লীগ নেতা
যুবলীগ নেতাকে সমর্থন দিয়ে ১৫ ঘণ্টা আগে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আ.লীগ নেতা
প্রতিজ্ঞা করেছিলাম ফিরে আসবোই: শেখ হাসিনা
প্রতিজ্ঞা করেছিলাম ফিরে আসবোই: শেখ হাসিনা
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা