X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

রোদ-বৃষ্টির বন্ধু ছাতা

সুরাইয়া নাজনীন
১৮ জুলাই ২০১৬, ১৪:৪০আপডেট : ১৮ জুলাই ২০১৬, ১৪:৪২

ছাতা

রোদ-বৃষ্টি যাই হোক না কেন ঘরে বসে থাকার অবকাশ নেই। নানা প্রয়োজনে সবাইকে বের হতেই। যারা কর্মজীবি তাদের কথা তো বলার অপেক্ষা রাখে না। ঝড়-বৃষ্টি যাই হোক তাদেরকে বের হতে হয়। তবে এসব ঝক্কির সুন্দর সমাধান দিবে ছোট্ট ছাতাটি।

কয়েকদিন অনবরত বৃষ্টির ফাঁক গলে দেখা যাবে আকাশজুড়ে ঝলমলে রোদ, এটাইতো বর্ষার রীতি। বর্তমানে বাজারে এসেছে বিভিন্ন রংয়ের ছাতা। ব্যক্তি বিশেষে এর ব্যবহারেরও পরিবর্তন হয়েছে। চলতে-ফিরতে দেখা যায় বাসের টিকেট বিক্রয়কর্মীরাও বসে আছে বিশাল ছাতার নিচে। সারাদিনই তারা এই ছাতার নিচে বসে তাদের কাজ করছেন, এতে রক্ষা হচ্ছে রোদ, বৃষ্টি, ঝড়।

রিক্সাওয়ালাদের জন্য বের হয়েছে ছোট ছাতা। তারা সেটা মাথায় নিয়ে অনবরত চলছেন দূরের পথে। ধরে রাখার বাড়তি ঝামেলাও নেই তাতে। আজকাল তরুনীরাও তাদের পোশাকের সাথে মিলিয়ে কিনছেন ছাতা। অনেক আগে রীতি ছিল ছাতা মানেই কালো হতে হবে কিন্তু এখন সে ধারণা বদলেছে। বিভিন্ন শ্রেণির ও বয়সের মানুষ এখন ছাতা ব্যবহার করে থাকেন। চিকিৎসকরাও এর ব্যবহারে মনযোগী হতে বলেছেন কারন প্রখর রোদে এক ধরনের ক্ষতিকর উপাদান থাকে সেটা মানবদেহের জন্য খুব ক্ষতিসাধন করে। যাদের হার্টের সমস্যা বা সাইনাসের সমস্যা আছে তারা রোদ একেবারেই সহ্য করতে পারেন না, তাদের জন্য ছাতা খুব জরুরি।

মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত আছেন তানিয়া রহমান তিনি বললেন, রোদ-বৃষ্টি উপেক্ষা করে প্রতিদিনই অফিসে যেতে হয়। সারা দিন থাকার জন্য ব্যাগে রাখতে হয় কিছু আনুসঙ্গিক জিনিসপত্র। আমার কাছে যেটা সবচেয়ে প্রয়োজনীয় মনে হয় সেটা পানির বোতল আর ছাতা। মাঝে একদিন হঠাৎ করেই বৃষ্টি নামল, সেদিন ছাতা নিতেও ভুলে গিয়েছিলাম। কাঁকভেজা হয়ে বাড়ি ফিরে সেদিন রাতেই এল জ্বর। টানা তিনদিন অসুস্থ ছিলাম। তারপর থেকে ছাতার প্রয়োজনীয়তা আরও ভলোভাবে অনুভব করেছি।

ঢাকা নিউমার্কেটের একজন বিক্রেতা জসিম বললেন, বছরের সবসময়ই ছাতার চাহিদা রয়েছে কিন্তু বর্ষাকালে আরও বেশি বিক্রি হয়। এখন বের হয়েছে বিভিন্ন রংবেরং এর ছাতা। ছাতার কাপড়ে হরেক রংএর সুতার কাজও করা থাকে। নিচের ঝুলপিতে লাগানো থাকে ম্যাচিং করা লেস কাপড়। তরুণীরা এসব বিষয় বেশি বিবেচনা করেন।

কাপড় ও রং দেখে বাছাই করেন পছন্দের জিনিসটি। দামের ক্ষেত্রেও রয়েছে বিভিন্ন রকমফের। তবে ২০০ টাকা থেকে শুরু করে ৮০০ টাকা পর্যন্ত রয়েছে ছাতার দাম। তবে ছাতা শুধু এ বর্ষার জন্য নয়। যত্ন করলে কয়েক বর্ষা কাটিয়ে দেওয়া যায় এক ছাতা দিয়ে । ছাতার যত্ন নেওয়ার বিষয়টি জানলে এর ব্যবহার রীতি সহজ হবে। একঘেয়ে বৃষ্টির পর যখন রোদের সন্ধান মেলে তখন অনেকে তুলে রাখে ছাতা। কিন্তু সেটা যদি সঠিক উপায়ে তুলে রাখা না হয় তাহলে দুদিনেই হয়ে যাবে ব্যবহার অনুপযোগী। পরবর্তী সময়ে কাবার্ড থেকে ছাতা বের করলে উৎকট গন্ধ ছড়াবে আর ছত্রাকের আক্রমন অথবা স্যাঁতসেঁতে ভাব হয়ে থাকবে। তখন ব্যবহার করা আরেক ঝামেলা হয়ে যাবে। তাই বৃষ্টির সময় বাইরে থেকে ফিরেই যত্ন সহকারে তুলে রাখতে হবে। ছাতা কয়েক ধরনের কাপড় দিয়ে তৈরি হয়। যদি সিনথেটিক কাপড় দিয়ে তৈরি হয় তাহলে ভেজা ছাতা কিছু সময় মেলে রেখে পানি ঝরালেই চলে। তবে তুলে রাখতে হলে শুকনা কাপড় দিয়ে মুছে নিতে হবে। কিন্তু সুতি কাপড় হলে শুধু পানি ঝরালেই হবে না, রোদে ভালোভাবে শুকাতে হবে। ভেজা অবস্থায় রেখে দিলে সুতি কাপড়ের ছাতাটি পড়বে ছত্রাকের আক্রমণে।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা