X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

শিশুকে সামাজিক করে তুলতে হলে

আহমেদ শরীফ
১৫ আগস্ট ২০১৬, ১৪:২৩আপডেট : ১৫ আগস্ট ২০১৬, ১৪:২৫

 

শিশুদের খেলা

 শিশুদের মানসিক বিকাশ,  তাদের আবেগ নিয়ন্ত্রণের কোচ হিসেবে বাবা মায়েরাই বেশি ভূমিকা রাখেন। শিশুরা  খুব স্বাভাবিক ভাবেই ঘরের মানুষদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতে পারে। তবে বাইরের জগতের সাথে কিভাবে একটি শিশু নিজেকে মানিয়ে নেবে, তা মূলত শেখান তার বাবা-মা। অন্যদের সঙ্গে কথা বলার ধরন কেমন হবে, নিজের আবেগ কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে, এসব বাবা মাকেই শেখাতে হয়। সেক্ষেত্রে টাইম অফ ইন্ডিয়া জানিয়েছে আদর্শ বাবা মা হওয়ার কিছু  টিপস:

 আবেগ দিয়ে বাঁধুন: শিশুদের মাঝে নেতিবাচক চিন্তা ও স্বার্থপর আচরণ দেখা যায় প্রায় সময়। বাবা ও মা হিসেবে আপনার শিশুকে বুঝাতে হবে সে যেন তার আবেগকে দমন করতে পারে। সবার সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রাখা, নিজের অনুভূতিগুলো প্রকাশ করার ক্ষেত্রে মার্জিত হওয়ার বিষয়ে শিশুকে শেখাতে পারেন বাবা মা।

মমতায় আগলে রাখুন: জরিপে দেখা গেছে, বাবা মা যে সব শিশুকে সব সময় বকা ঝকা করেন, তারা তাদের বন্ধুদের সঙ্গে ভালোভাবে মিশতে পারে না। তাই আপনার শিশুকে মমতায় আগলে রাখতে হবে।

শিশুদের আনন্দ

আচরণ শেখাতে হবে: শুধু প্লিজ, থ্যাংক ইউ শব্দ দুটো শিশুকে শেখালে চলবে না। প্রতিদিন তার বাবা-মা একে অন্যের সঙ্গে কেমন আচরণ করে সেটাও কিন্তু একটা শিশু দ্রুত শেখে। জরিপে দেখা গেছে, বাবা মায়ের সঙ্গে যেসব শিশুর সম্পর্ক খুব গভীর, তারা সামাজিকভাবে সবার সঙ্গে ভালোভাবে মিশতে পারে। তাই আপনার শিশুর কথা মনোযোগ দিয়ে শুনুন। সেও তার বন্ধুদের কথা মন দিয়ে শুনবে। সে কোনও আবদার করলে কর্কশভাবে তা বাতিল করে না দিয়ে বুঝিয়ে বলতে হবে তাকে।

অন্য শিশুর সঙ্গ নিশ্চিত করুন: একটি শিশুর সঙ্গে একই বয়সের আরেক শিশুর বন্ধুত্ব হয় সহজেই। তাই আপনার শিশুকে অন্য শিশুদের সাথে রাখার চেষ্টা করুন। তাকে খেলার, কথা বলার, ভাব বিনিময়ের সুযোগ করে দিন।একটু বড় হলে এমন খেলনা কিনে দিন, যাতে সে একা নয় বরং আরেকজনকে সাথে নিয়ে খেলতে পারে। তবে খেয়াল রাখতে হবে এতে আপনার শিশু যেন অন্যদের সঙ্গে ঝগড়া না করে।

 তত্ত্বাবধান করুন: শিশুদেরকে সব সময় তত্ত্বাবধান করতে হয়ে। যদি তার উপর ছড়ি ঘুরাতে থাকেন, তাহলে সে খোলা মনে কিছু শিখতে পারবে না। তার মাঝে সামাজিক গুণগুলো বিকশিত হবে না। তাই কখন শিশুকে ধমক দিতে হবে,  কখন তাকে কোমল স্বরে বুঝাতে হবে,  এ বিষয়গুলো মনে রাখা  উচিত বাবা মায়ের।

ছবি- সাজ্জাদ হোসেন।

/এফএএন/

 

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ইউপি চেয়ারম্যান সমর্থক ও জেলেদের সংঘর্ষ
চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ইউপি চেয়ারম্যান সমর্থক ও জেলেদের সংঘর্ষ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত