X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

মায়েদের জন্য ‘সুপার মম’ কর্মশালা

লাইফস্টাইল নিউজ
১২ আগস্ট ২০১৬, ১৫:২৭আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ১৫:২৯





কালারস এফ এম ১০১.৬ এর জনপ্রিয় শো “সুপার মা”-র দুইজন হোস্ট সম্প্রতি অংশগ্রহণ করে ‘লাইট অভ হোপ’ আয়োজিত “লার্নিং থ্রু ফান এন্ড গেমস” বিষয়ক একটি কর্মশালায়। ‘লাইট অভ হোপ’ অর্গানাইজেশনটির মূল লক্ষ্য হল উন্নত প্রযুক্তি এবং উদ্ভাবনী ও সৃজনশীল পণ্য বা সেবার মাধ্যমে প্রাথমিক শিক্ষার উন্নয়ন।

সেখানে বক্তা হিসেবে ছিলেন প্রিয় “সুপার মা” জুটি, কালারস এফ এম ১০১.৬ এ শোয়ের হোস্ট তাসনুভা আহমেদ ও শিশুর প্রাথমিক বিকাশ বিশেষজ্ঞ জিনিয়া জাসমিন করিম। সন্তান লালনের ক্ষেত্রে অধিকতর পজিটিভ আচরণ ধরে রাখতে টিম “সুপার মা” তাদের জ্ঞান ও অভিজ্ঞতা তাদের দিনব্যাপী কর্মশালাটিতে তুলে করেন।







বাচ্চাদের বিভিন্ন লারনিং কার্ভ উপস্থাপনের পাশাপাশি বাচ্চাদের পড়াশুনায় মনোযোগী করে তোলার সৃজনশীল ও আনন্দদায়ক পদ্ধতিও তারা সেখানে খুঁজে বের করেন। বিশেষ করে যেসব পদ্ধতিতে পড়াশুনাকে শেখার একটি দারুণ মাধ্যম হিসেবে ব্যাবহার করা যায় সেগুলো।

সুপার মম ওয়ার্কশপ

 
দিনব্যাপী এই কর্মশালাটিতে অভিভাবকদের উপস্থিতি ও অংশগ্রহণও ছিল উল্লেখযোগ্য। অভিভাবকরা সেখানে তাদের সমস্যা বিশেষজ্ঞের কাছে তুলে ধরেন এবং তার উপদেশ নেন। কর্মশালায় তাদের তারা হাতে কলমে দেখিয়েছেন, কিভাবে মজা করার মাধ্যমে সন্তানদের শেখানো যায়। 
অন্যান্য স্পিকারদের মধ্যে ছিলেন ‘লাইট অভ হোপ’-এর  রাকিবা আবেদীন, ওয়ালিউল্লাহ ভূঁইয়া ও মুকুল আলম।
“সুপার মা”-এর উপস্থাপক এবং কালারস এফ এম ১০১.৬-এর সিনিয়র ম্যানেজার তাসনুভা আহমেদ বলেন,  "সন্তানদের (৩ থেকে ৮বছর বয়সী) সঙ্গে যথেষ্ট সময় ব্যয় করা বাবা এবং মা উভয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বয়সে তারা সর্বোচ্চ হারে শিখতে পারে, তাই এই সময়ে শুধু বইভিত্তিক শিক্ষার উপর জোর না দিয়ে বরং তাদের সহানুভূতি, ভাল আচরণ, সামাজিক বৈশিষ্ট্য শেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশু এছাড়াও প্রকৃতি এবং তাদের চারপাশ থেকে শিখতে পারে তবে বাবা-মা হলেন তাদের শ্রেষ্ঠ শিক্ষক।”
/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রাঘাতে প্রাণ গেলো ১০ জনের
বজ্রাঘাতে প্রাণ গেলো ১০ জনের
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
বাবাকে খাবার পৌঁছে দিতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ মিললো নদীতে
বাবাকে খাবার পৌঁছে দিতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ মিললো নদীতে
বাসায় ফিরেছেন খালেদা জিয়া
বাসায় ফিরেছেন খালেদা জিয়া
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম